অনলাইনে কিভাবে বাড়িতে বসেই রোজগার করবেন ?

in hive-129948 •  2 years ago 

এই সম্প্রদায়ে এটি আমার সেরা ব্লগ দয়া করে আমাকে সমর্থন করুন

ইন্টারনেটের প্রভাবে আমাদের জীবন যাত্রায় আমূল প্রভাব এসেছে একথা সকলেই কম বেশি জানেন। সকাল থেকে রাত্রি আমাদের নিত্য সঙ্গী এখন ইন্টারনেট। শুধুমাত্র বিনোদন নয় , ইন্টারনেটের প্রভাব আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবনের সীমারেখা ছাড়িয়ে অর্থনৈতিক জীবনেও প্রবেশ করেছে। বিগত দিনে টাকা রোজগার কেবল মাত্র অফলাইনে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে ইন্টারনেটের প্রভাব , সেই সীমারেখাকে ছিন্ন ভিন্ন করে বিশ্বের মানুষের কাছে নুতুন দিগন্ত খুলে দিয়েছে এবং বিভিন্ন ভাবে শুরু হয়েছে অনলাইনে রোজগার। অনেকেই পার্টটাইম রোজগার দিয়ে শুরু করে , অনলাইনে রোজগারকেই প্রধান রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন । তবে এক্ষেত্রে খুব সচেতন থাকতে হয় , কারণ নির্ভরযোগ্য রোজগারের মাধ্যম যেমন আছে , তেমনি ভাবে এই সুযোগেই গড়ে উঠেছে বিভিন্ন দুনম্বরি প্রতিষ্ঠান। আজ আমরা আলোচনা করবো খুব সহজে বাড়িতে বসে , কিভাবে আপনি অনলাইনে রোজগার করবেন।

অনলাইনে রোজগার মূলত দুই ভাবেই হয়ে থাকবে সরাসরি প্রোডাক্ট বিক্রি এবং বিজ্ঞাপন থেকে। রোজগারের জন্য আছে বেশ কয়েকটি মাধ্যম , তবে Google হলো তার মধ্যে সবচাইতে জনপ্রিয় ও নির্ভরযোগ্য ।রোজগারের মাধ্যম গুলি নিম্নরূপ :

১. ওয়েবসাইট বা ব্লগ (Website or Blog) ২. ইউটিউব (YouTube) ৩. মোবাইল এপ্লিকেশন (Mobile Application) ৪. ফেসবুক ৫. সরাসরি প্রোডাক্ট বিক্রি (Direct Selling) ৬. কমিশন ভিত্তিক প্রোডাক্ট বিক্রি (Affiliate Marketing) ৭.ফটো বিক্রি ৮. প্রশ্ন উত্তরের মাধ্যমে।

১.ওয়েবসাইট বা ব্লগ এর মাধ্যমে রোজগার
ওয়েবসাইট বা ব্লগ এর মাধ্যমে রোজগার করতে হলে , প্রথমে আপনাকে একটি বিষয় নির্বাচন করতে হবে , যে বিষয়টিতে আপনি দক্ষ বা ভালো লাগে। এবার দরকার আপনার একটি ওয়েবসাইট বা ব্লগ। প্রথম অবস্থায় আপনি Google এর প্রোডাক্ট Blogger.com থেকে ফ্রী তে তৈরি করতে পারবেন বা যে কোনো ওয়েবসাইট ডেভেলপার কে দিয়ে WordPress এর ওয়েবসাইট বানিয়ে নেবেন (এক্ষেত্রে কিন্তু আপনার সামান্য কিছু টাকা লাগবে ) । এবার আপনার বিষয় অনুযায়ী আপনি বিভিন্ন লিখা পোস্ট করতে থাকুন আপনার ওয়েবসাইট বা ব্লগ এ। লিখা পোস্ট করার সময় খেয়াল রাখবেন , আপনার পোস্ট করা লিখা যেন তথ্যমূলক এবং কাজের লিখা হয়। এই বার ধীরে ধীরে আপনি পোস্ট করতে থাকুন এবং আপনার ওয়েবসাইট বা ব্লগেও ধীরে ধীরে বিভিন্ন মানুষ আপনার লিখা পড়ার জন্য আসবে। আপনার সাইট জনপ্রিয় হয়ে যাবে। এইবার আপনি Google এর বিজ্ঞাপন প্লাটফর্ম AdSense এ আবেদন করে দেবেন। আবেদন অনুমোদন পেয়ে গেলে আপনার ওয়েবসাইট বা ব্লগ এ বিজ্ঞাপন দেখা যাবে। আপনার ওয়েবসাইট এ যে সমস্ত ভিসিটর আসবে তারাও বিজ্ঞাপন দেখবে এবং আপনি গুগুল থেকে বিজ্ঞাপন বাবদ কমিশন পেয়ে যাবেন।

২. ইউটিউব এর মাধ্যমে রোজগার
যেভাবে ওয়েবসাইট এ ক্ষেত্রে যেভাবে বিষয় নির্বাচন করে লিখিত আকারে পোস্ট করতে হয় , এখানেও বিষয় টা অনেকটা একই কিন্তু, বিষয়বস্তু লিখিত আকারে না ভিডিও আকারে করতে হবে। না না , তার জন্য আপনাকে অভিনয় করতে হবে না। আপনার বিষয়বস্তু কে নিয়ে ভিডিও বানাতে হবে। এক্ষেত্রে কোনো অ্যানিমেশন ভিডিও বা ছবি এবং তার ব্যাকগ্রাউন্ড এ আপনার নিজের কণ্ঠ দিয়া ভিডিও বানাতে পারেন। এই কাজটি করার জন্য আপনি দুটির মধ্যেও যেকোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার বাব্যাহার করতে পারেন ১. Camtasia Studio ২. Filmora Video Editor
ইউটুউব চ্যানেল তৈরি করার জন্য এ আপনাকে শুধুমাত্র জিমেইল আইডি দিয়ে লগইন করে চ্যানেল করলেই হয়ে যাবে। তবে চ্যানেল এ কিছু প্রয়োজনীয় সেটিং এবং কাস্টোমাইজ করতে হয় , সেগুলো একটু করে নেবেন। এরপর আপনার চ্যানেল এ দর্শক আসবে এবং একটি নির্দিষ্ট সীমার পর আপনি YouTube Partner প্রোগ্রাম এ আবেদন করবেন এবং আপনার চ্যানেল এ বিজ্ঞাপন চালু হবে। এবার আপনার চ্যানেল এ যত ভিউ বাড়বে , আপনার রোজগারের পরিমাণ বাড়তে থাকবে।

৩.মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে রোজগার
বর্তমানে সকলেরই কাছে এন্ড্রোইড মোবাইল এবং সেই মোবাইল এ বিভিন্ন বিষয়ের এপ্লিকেশন এ ভর্তি। আপনি চাইলে খুব সহজেই ওই ধরনের এপ্লিকেশন তৈরি করে এবং এপ্লিকেশন এ Google AdMob এর মাধ্যমে বিজ্ঞাপন যুক্ত করে রোজগার করতে পারেন। তবে প্রোফেসনাল মোবাইল এপ্লিকেশন তৈরি করতে আপনাকে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে হবে। তবে আপনি চাইলে ছোট খাটো এপ্লিকেশন অনলাইন থেকে বানাতে পারবেন। অনলাইন এর মাধ্যমে ছোট খাটো এপ্লিকেশন বানানোর জনপ্রিয় ওয়েবসাইট হলো ,১.Tthunkable.com ২. Appybuilder.com

৪.ফেসবুক থেকে রোজগার
ফেসবুক একাউন্ট তো প্রায় এখন সকলেরই। আপনি চাইলে সেই গ্রূপ বা পেজ বানিয়ে বিভিন্ন লোকাল বিজ্ঞাপন দিয়া রোজগার করতে পারেন। তাছাড়া ফেইসবুক বর্তমানে ইউটউব এর মতো Monetization প্লাটফর্ম নিয়েও এসেছে। আপনার ফেসবুক পেজে এ যদি ইউনিক ভিডিও থাকে তাহলে আপনি কিন্তু ফেইসবুক থেকে বিজ্ঞাপন পেতে পারেন। তবে এক্ষেত্রে ফেইসবুক এ বিজ্ঞাপন পাওয়ার নির্দিষ্ট শর্ত গুলি আপনাকে পূরণ করতে হবে।

৫.সরাসরি প্রোডাক্ট বিক্রি করে রোজগার
আপনার কাছে যদি নিজের প্রোডাক্ট থাকে বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকে এবং আপনি অনলাইন এ বিক্রি করতে চান সেটা কিন্তু বর্তমানে সম্ভব। এক্ষেত্রে আপনি জনপ্রিয় e commerce ওয়েবসাইট amazon.in, flipkart.com, snapdeal.com মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে রোজগার করতে পারেন।এর জন্য ওই ওয়েবসাইট গুলিতে গিয়ে Seller হিসেবে একাউন্ট তৈরি করতে হবে। এছাড়াও আপনি আপনার নিজস্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইট বানিয়েও আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এটা অনেক ট্রেডিশনাল ব্যবসার মতো হলেও , আপনার ব্যবসার পরিধি কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তবে নিজস্ব ওয়েবসাইট না বানিয়েও , shopify.in এর সাহায্য নিয়ে আপনি একটি shopify একাউন্ট ওপেন করে খুব সজজেই আপনার অনলাইন দোকান ওপেন করতে পারবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এরকম পোস্ট করার আগে আপনাকে আমাদের কমিউনিটি তে পরিচিতি মূলক পোস্ট করতে হবে।আর পোস্ট করার কিছু নিয়ম আছে সেগুলো মানতে হবে।দয়া করে আমাদের কমিউনিটির আপডেট নিতীমালা পড়ে নিবেন।

অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন, পড়ে ভালো লাগলো। তবে আমার বাংলা ব্লগে এই ধরনের পোস্ট গ্রহনযোগ্য নয়। আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে কিছু নিয়ম জানতে হবে 👇

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
আর আপনি পরিচিতি মুলক পোস্ট তখনি করবেন যদি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার পরিচিত কোনো ভেরিফাইড মেম্বার থেকে থাকে। আশাকরি বুঝতে পেরেছেন।

তবে এই মুহুর্তে এই বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:https://www.earntecz.com/2022/08/how-to-earn-money-from-home.html