div class="text-justify">
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। উয়েফা চ্যাম্পিয়ন লিগের মধ্যেকার টান টান উত্তেজনা পূর্ন খেলাটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল এর মধ্যেকার ম্যাচের রিভিউ করতে চলেছি। ম্যাচটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাচেটি দেখে আমি খুবই মজা পেয়েছি কারণ ম্যাচের ভেতরে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। দুই দলই জয় পাওয়ার মতো করে খেলা করেছে। তবে সফল সেই হবে যে ফিনিসিং ভালো করতে পারবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ম্যাচে রিভিউ করে ফেলি।
রিয়াদ মাদ্রিদ | পারফর্মেন্স | লিভারপুল |
---|---|---|
১৭ | শর্ট | ০৮ |
০৭ | শর্ট অন টার্গেট | ০৩ |
৬৩% | বল পজিশন | ৩৭% |
৬১৭ | পাস | ৩৬৬ |
৯১% | সঠিক পাস | ৮৭% |
১১ | ফাউল | ১০ |
০৩ | হলুদ কার্ড | ০৪ |
০০ | লাল কার্ড | ০০ |
০১ | অফসাইড | ০৩ |
০৮ | কর্নার | ০৫ |
রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়। দুই দল যেহেতু ভালো তাই খেলা খুব খেলছিল। আমার কাছে রিয়াল মাদ্রিদ লিভারপুল দুইটি দলের খেলা অনেক ভালো লাগে। প্রথম থেকে দুই দল একে অপরের সাথে চোখ চোখ রেখে দাপটের সাথে খেলা খেলছিলো। কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয়নি। তবে রিয়াল মাদ্রিদ ভালো খেলার পরও সুযোগ তেমন একটা তৈরি করতে পারেনি। লিভারপুল একটি সুযোগ তৈরি করলে সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। একটি গোল হয়ে যাওয়ার মুখ থেকে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ।
খেলা চলতে থাকে দুর্বার গতিতে দুই দল পাল্টা আক্রমণ করতে থাকে কিন্তু কোন দলে তেমন সুবিধা করতে না পারার কারণে কোন গোল করতে পারেনি। আর এভাবেই গোল শূন্য অবস্থায় হাফটাইমের খেলা শেষ হয়ে যায়। হাফ টাইম শেষ হওয়ার ১০ মিনিট পর লিভারপুলের প্লেয়ার ম্যাক অ্যালেস্টারের পায়ে প্রথম গোলে দেখা পাই লিভারপুল। ০-১ গোলে এগিয়ে থাকে সালাহ র দল।
গোল পরিশোধ করার সুযোগ পাই রিয়াল মাদ্রিদ, কারন তারা পেনাল্টি পাই কিন্তু সেই শুভ না সুযোগ হাতছাড়া করে রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ার এমবাপে। গোল মিস করে বড় চাপের মুখে ফেলে দেয় দলকে।
এরপর পর পরই প্লান্টির সুযোগ পায় লিভারপুল। লিভারপুলের হয়ে প্ল্যানটি করতে আসে বিশ্বের অন্যতম তারকা প্লেয়ার মোহাম্মদ সালাহ। কিন্তু এমবাপ্পের মত সেও প্লানটিতে ব্যর্থ হয় কোন গোল পায়নি। এক পর্যায়ে খেলাটি অনেক জমজমাট হয়ে ওঠে। এক গোলে পিছিয়ে থাকার জন্য রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধ করার জন্য।
কিন্তু সময় যত যাচ্ছে খেলাও তত শেষের দিকে চলে৷
আসছে তার কারণে লিভারপুলের থেকে রিয়াল মাদ্রিদের সাবটাই একটু বেশি এত তারা এক গোলে পিছিয়ে আছে তাই তারা বারবার আক্রমণ করতে যাচ্ছে কিন্তু কোন ভাবে কাজ করতে পারছিল না। অবশেষে রিয়াল মাদ্রিদ লিভারপুল এর কাছে আবারও একটি গোল খেয়ে বসে। এই গোলের মাধ্যমে লিভারপুল তাদের জয় নিশ্চিত করে।২-০গোলে জয় পাই লিভারপুল।
পোস্টের ধরন | ফুটবল ম্যাচ রিভিউ |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান। |
চ্যানেল | এ ফুটবল |
ফটো সংগ্রহ | ইউটিউব |
ডিভাইস | গ্যলাক্সি এ ১৫ |
লোকেশন | পাবানা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবকিছুতেই দেখছি রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে কিন্তু গোলের দিক দিয়ে লিভারপুল এগিয়ে। এত বড় দুটি দলের খেলা মানে বিশাল উত্তেজনাপূর্ণ ম্যাচ। অনেক সুন্দর একটি ম্যাচ রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব দিকে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের স্বাদ নিতে হয়েছে। শুকরিয়া ভাই যথাযথ মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রিয়াল মাদ্রিদের হেরে যাওয়ার প্রধান কারণ ইনজুরি। আসলে একটি দলে গুরুত্বপূর্ণ প্লেয়ার গুলো ইনজুরি তে পড়লে । সেই দলের পারফরমেন্স খারাপ হবে এটাই স্বাভাবিক ।এমবাপের পেনাল্টি মিস না করলে ফলাফল অন্য কিছু হতে পারতো। যাইহোক, রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন তবে এমবাপ্পের প্লান্টি মিস করাটাই অনেক বড় ভুল। ধন্যবাদ ভাই যথার্থ মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ম্যাচে রিয়াল মাদ্রিদ সেরকম কোন উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। একটা সহজ পেনাল্টি মিস করল এমবাপ্পে। আর সেরকম কোন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা। কিন্তু লিভারপুল দারুণ খেলেছিল যার ফলশ্রুতিতে জয়টা পেয়েছে তারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমবাপ্পের মতো ভালো প্লেয়ারের কাছে এটা আমরা আশা করিনি। তবে সে ম্যাচের ভেতর আরো ভালো খেলা দেখাতে পারতো। রিয়াল মাদ্রিদ তার কপাল খারাপের জন্য হেরেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit