🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকের ৪র্থ পর্বের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুব ভালো লাগেছে। সবার অভিনয় আমার কাছে বেশ দারুন লেগেছে। নায়কদের প্রতিবাদ মুখী হয়েছে এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। মেজো বউ এখনো ভালোভাবে ফুটিয়ে উঠতে পারেনি। প্রথম পর্বে তার অভিনয়ের দাপট অনেক বেশি ছিল। এ নাটকের আরেকটি পর্ব হতে চলেছে, তাই খুব দ্রুত আপনাদের মাঝে ৪ র্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে অনকে ভালো লাগতে পারে। চলুন তাহলে শুরু করা যাক।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | গরিব রাখাল শিক্ষিত বউ |
পরিচালক | সোলাইমান |
অভিনয়ে | ইফতেখার ইফতি,আফরিয়া খান মুমু |
দৈর্ঘ | ৪৪ মিনিট ৩০ সেকেন্ড |
মুক্তির সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং |
নাটকের প্রথমে দেখা যায় নায়কে যে লোকটি মেরেছিল তার সাথে দেখা হয়। এরপর সেই ব্যক্তিটি নায়কের সাথে অনেক ভাব নিয়ে কথা বলে। তার কথা শুনে অনেক রাগান্বিত হয় এবং নায়ক তাকে ধরে অনেক মারে। তখন সেই লোকটি মার খেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
এরপর নায়কের দুই ভাই সহ গ্রামের মেম্বার একসাথে জোট হয়ে আসে নায়কে মারার জন্য। নায়ক সেই সময় মাঠের কাজ করছিল। যখন তারা নাকে মারতে আসে নাই তখন প্রতিবাদ করে এবং নায়িকা তার হাতে লাঠি তুলে দেয়। তখন সবাই নাকের হাতে মার খেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
এরপর যখন নায়ক এবং নায়িকা তাদের গ্রামের রাস্তা দিয়ে আসছিল তখন তার মেজো বোনের সাথে দেখা হয় যাই।
তারা যখন সবাই একসাথে বাড়ির দিকে আসছিল তখন নায়কের দুই ভাইয়ের সাথে আবারো দেখা হয়ে যায় সেখানে
তার মেজো ভাই তার বউকে জিজ্ঞাসা করে সে কেমন আছে।তার কথা শুনে মেজ বউ একটু রাগ দেখায় । কিন্তু ছোট ভাই আবার তাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলে। এটা দেখে নায়ক আর সহ্য করতে পারে না নায়ক আবার তাদেরকে মারে।এবং তারা মার খেতে খেতে সেখান থেকে পালিয়ে যায়।
এরপর নায়কের ছোট বোনের স্বামী তার বড় বোনের কাছে গিয়ে বলে তোমার ভাইয়েরা জোর করে বড় ভাইয়ের কাছ থেকে সব সম্পত্তি দেখে নিয়েছে। এবং মেম্বার সাহেব সাক্ষী হিসেবে কোর্টে গিয়ে সাক্ষ দিয়েছে। এখন আর তোমার কোন কিছুই করার নাই। এই কথা শুনে তাদের বড় বোন অনেক রাগান্বিত হয়ে যায়।
এরপর নায়ক তার মেজ বোনের সাথে করে মেম্বারের সাথে দেখা করতে যাই।সেখানে গিয়ে মেম্বারকে মেজ বোন বলে আপনি যে কাজটা করছেন সেটা মোটেও ভালো করছেন না। আপনি যদি আপনার ভুল না স্বীকার করেন তাহলে আমি আপনাকে জেলে ভাত খাইয়ে ছাড়বো। এই কথা শুনে মেম্বার অনেক ভয় পাই এবং তাদের কাছে ক্ষমা চাই। এবং সে এই কাজ থেকে সরে যাবে বলে তাদেরকে কথা দেয়।
এরপর বোড় বোন তার মায়ের কাছে আসে এবং তার সম্পত্তি দেয়ার কথা বলে। কিন্তু তার মা দিতে চায় না এমন সময় তার দুইটা ভাইসেখানে চলে আসে। তারা এসে তার বোনকে বলে তুমি টাকা নিয়ে চলে যাও তুমি আর এই সম্পত্তির কথা ভুলে যাও। এই কথা শুনে তার বোন অনেক রেগে যায় এবং সে থানায় গিয়ে কেস করা কথা বলে। এই কথা শোনার পর তখন তার ছোট ভাই রেগে যায় এবং রাগের মাথায় তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে এবং সে সেখানে মারা যায়।
এরপর অনেক সময় কেটে যায় তার বোনের বর তাকে খুঁজে বেড়ায় কিন্তু তাই কোথাও খুঁজে পায় না। একপর্যায়ে দুলাভাই চলে যায় বড় ভাইয়ের কাছে। সেখানে গিয়ে সবকিছু খুলে বলে সে বলে আপনাদের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সবাই তাকে খুঁজতে লাগে। কিন্তু সে রাত্রে কেউ তাকে খুঁজে পায় না।
পরের দিন সকালে নায়িকা পুকুরে পানি আনতে গেলে হঠাৎ করে তার চোখে একটি বস্তা পড়ে থাকা থাকতে দেখে। সে অবাক হয় বস্তার কাছে গিয়ে দেখে বস্তার ভিতরে তার বোনের লাশ পড়ে আছে। চিৎকার করে মানুষজন ডাক দেয়। এবং তার চিৎকার শুনে সবাই বাড়ি থেকে বের হয়ে আসে।
তারপর দেখা যায় মেজ ছেলে এবং ছোট ছেলে জোরপূর্বকতার বড় ভাইয়ের নামে বোনের হত্যার দায় চাপিয়ে দেয়। তখন পুলিশ আছে এবং নায়ক কে ধরে নিয়ে যায় ।
নায়ক কে ধরে নিয়ে যাওয়ার কারণে নায়িকা অনেক কানতে থাকে। এরপর নাটকটি শেষ হয়ে যায়।
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সম্পত্তির লোভ আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। এই নাটকটি আমি দেখেছি সম্পত্তির কারণে নিজের ভাই নিজের বোনের মাথায় বারি দিয়েছিল মেরে ফেলে, আসলে এভাবে যেন সম্পত্তি মানুষকে অমানুষ বানিয়ে দেয়। দেখা যাক আগামী পর্বে কি হয়, খুবি সুন্দর ভাবে রিভিউ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি।নাটকের সব কয়টি পর্বই আমি দেখেছিলাম নাটকটি আমার কাছে বেশ ভালই লেগেছে । আসলে সম্পত্তির লোভে ভাইয়েরা তার বোনকে মেরে ফেলল। এবং বড় ভাইয়ের সাথে এরকম করতে পারলো। যাইহোক আগামী পর্বে কি হয় তা দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপুকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতপর্বটি পড়ে ভীষণ ভালো লেগেছে এই পর্বটি গত পর্বে থেকেও বেশি সুন্দর। আসলে এ ধরনের নাটকগুলো সত্যিই অনেক ভালো লাগে। নাটকের রিভিউ করে বুঝতে পারলাম এত চমৎকার একটি নাটক। এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই। জেনে খুশি হলাম আপনার কাছে নাটকটি অনেক ভালো লাগেছে। সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এই সুন্দর নাটকের রিভিউ দেখতে পেরে খুব ভালো লাগলো৷ এই নাটকের মধ্যে সম্পত্তির লোভে ভাইয়েরা তার বোনকে মেরে ফেললে এবং বড় ভাইয়ের সাথে এরকম করতে লাগলো শুনে খুব খারাপ লাগলো৷ পরবর্তী পর্বে কি ঘটবে তা দেখার আশায় রইলাম৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুবই শিক্ষনীয় ও সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। এই নাটক আমার কাছে অনেক ভালো লাগে। এই নাটকের প্রতিটি পর্বই আমার দেখা হয়েছে। আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই নাটিকটি দেখেন এটা জানার পর আমার কাছে খুব ভালো লাগেছে আপু। ধন্যবাদ তার পরও অনেক সুন্দর করে মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit