রেনডম ফটোগ্রাফি: আমার ধারণা করা কয়েকটি আর্টিফিশিয়াল ফুলের আলোচিত্র।

in hive-129948 •  20 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু / আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২১ জুন রোজ মঙ্গলবার ২০২৪ ইং:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুস্থ শরীরে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছি এর জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকরিয়া।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বেশ কিছু দারুন দারুন আর্টিফিশিয়াল ফুলের সহ গাছের ফটোগ্রাফি নিয়ে পোস্ট সাজিয়েছি। মানুষ এখন প্রকৃত হয়ে আর্টিফিশিয়ালের দিকে বেশি আকৃষ্ট হয়েছে। এখন আর্টিফিশিয়াল ভাবে যে কোনো জিনিসই বাজারে কিনতে পাওয়া যায়। কিছু দিন আগে গেছিলাম বাজারে সংসারের কিছু কেনাকাটা করার জন্য। আমারা একটি মলের ভেতর গিয়েছিলাম। শেখানো হাজারো আইটেমের নানা রকম জিনিস পত্র পাওয়া যায়। সেখানকার চারিপাশ ঘুরে দেখতে দেখতে হঠাৎ করেই চোখে পরলো এই আর্টিফিশিয়াল ফুলগুলো। ফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগছিল তাই আমি দেরি না করে খুব দ্রুত ফুলগুলোর ফটোগ্রাফি করে ফেলি।

প্রথম ফটোগ্রাফি

1000006547.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/jockeys.refraining.squarely

আমার প্রথম ফটোগ্রাফি আপনারা যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটি দেখতে বেশ চমৎকার। গোলাপি কালারের ফুল গুলো দেখতে এত চমৎকার লেগেছিল যে এত থেকে চোখ সরানো কঠিন। যদি এই ফুলগুলো সত্যি কারের নয় তবে দেখতে অনেকটাই আসলে মত। গোলাপ রঙের ফুলের পাপড়ি গুলোর মাঝে হলুদ ও কালো কাপড়ের কলি দেয়ার কারণে ফুলগুলো দেখতে আরো বেশি চমৎকার লাগছিল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল।

দ্বিতীয় ফটোগ্রাফি

1000006552.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/jockeys.refraining.squarely

প্রথম ফটোগ্রাফির মত এই ফটোগ্রাফিটার ফুল দেখতে একই রকম তবে এই ফুলের পাপড়ি গুলো অনেক কম আগের ফুলের তুলনায়। তবে কমলা রঙের হওয়ায় এই ফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগছে। মাঝখানে যে ফুলের কলি দেয়া হয়েছে সেটা হলুদ রঙের। ছোট ছোট গাছ আর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুল গুলো দেখতে চমৎকার লাগছিল।

তৃতীয় ফটোগ্রাফি

1000006549.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/jockeys.refraining.squarely

আমার শেয়ার করা তিন নাম্বার ফটোগ্রাফির ফুলগুলা দেখতে বেশ চমৎকার ফুল গুলো যদিও আধা ফোটা অবস্থায় রয়েছে। বেগুনি কালারের গোল আকৃতির ফুল গুলো দেখতে এত সুন্দর যে মন চাইছিলো কয়েকটি কিনে ফেলি। গারো সবুজ আকৃতির পাতা এবং পাতার ফাঁকে ফাঁকে হলুদ কালারের কিছু পাতা সাদৃশ্য বস্তুগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল।

চতুর্থ ফটোগ্রাফি

1000006544.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/jockeys.refraining.squarely

৪ নাম্বার ফটোগ্রাফিটা যে ফুলটা তো দেখতে পারছেন ফুলটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ এই ফল গুলো দেখতে বেশ চমৎকার। অনেকগুলো পাপড়ি বিশিষ্ট লাল, গোলাপি আর হলুদ রঙের সমন্বয়ে তৈরি ফুল গুলো দেখতে অনেক সুন্দর। ফুলের মাঝে মাঝে ছোট ছোট কুড়ি দেয়ার জন্য এই ফুল গুলো আরো বেশি ভালো লাগছিল দেখতে।

পঞ্চম ফটোগ্রাফি

1000006559.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/jockeys.refraining.squarely

ফুলের সৌন্দর্যের কথা বলতে গেলে আমার কাছে এই ফুলের সৌন্দর্যটা অনেক বেশি ভালো লেগেছে। ফুলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল ঘর সাজানোর জন্য এ ফুল গুলো অনেক ভালো ছিলো। খুব করে মন চাইছিল ফুলের ডালাটা কেনার জন্য। গোলাপী কালারের পাপড়ি আর মাঝখানে কালো রঙের কলি থাকার কারণে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো।

ষষ্ঠ ফটোগ্রাফি

1000006550.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - রেডমি নোট ১১

লোকেশন- https://w3w.co/jockeys.refraining.squarely

আর্টিফিশিয়াল গোলাপ তবে প্রথম দৃষ্টিতে দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন না যে এটা আর্টিফিশিয়াল গোলাপ ফুল। গোলাপ ফুলের এইতো আর দেখতে অনেক সুন্দর লাগছিল। যদিও গোলাপ ফুল দেখতে এমনিতে অনেক সুন্দর তারপরে আর্টিফিশিয়াল ফুল হওয়া সত্ত্বেও দেখতে অনেক চমৎকার লাগছিল।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

1000006184.png

1000006183.png

1000008780.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ঘর সাজানোর জন্য এ ধরনের আর্টিফিশিয়াল ফুল গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ফুলগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত শেয়ার করার জন্য।

1000014535.jpg

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে আপনার পছন্দের কয়েকটি আর্টিফিশিয়াল ফুলের আলোচিত্র শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে না যে এটি আর্টিফিসিয়াল ফটোগ্ৰাফি একদম রিয়েল লাগছে।

আর্টিফিশিয়াল ফটোগুলো বেশ ভালই লাগে। কারণ আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে অনেক ভালো হয় যদিও অরিজিনাল ফুলের কাছে নয় তবুও ভালো লাগে দেখতে। বিশেষ করে ঘর সাজানোর কাজে যখন ব্যবহার করা হয় তখন ঘরের সৌন্দর্য বেড়ে যায়। আপনার তোলা প্রতিটা ছবি বেশ ভালো লাগলো। ফুলগুলো খুবই স্বচ্ছ।

সংসারের কিছু কেনাকাটা করতে গিয়ে শপিংমলে ঢুকে আর্টিফিশিয়াল ফুলের দারুন ফটোগ্রাফি ধারণ করেছেন। আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে সত্যি অসম্ভব ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আর্টিফিশিয়াল ফুলের সহ গাছের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে ভাই। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। একদম বাস্তব ফুলের মতো দেখা যাচ্ছে। গোলাপি কালারের ফুল অনেক বেশি ভালো লেগেছে। ঘর সাজানোর কাজে এই ধরনের ফুলগুলো বহুল ব্যবহৃত হয়। ধন্যবাদ ভাই আপনাকে দৃষ্টিনন্দন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে বাস্তবের থেকে কম নয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন।

শুকরিয়া ভাই আপনার মূল্যবান অভিমত আমার পোস্ট এ শেয়ার করার জন্য।

আপনারও দেখছি আমার মত আর্টিফিসিয়াল ফুলের প্রতি অনেক আকর্ষণ রয়েছে। আমিও কোথাও গেলে আর্টিফিশিয়াল ফুল দেখলেই দৌড়ে চলে যাই ফটোগ্রাফি করার জন্য। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার প্রতিটা আর্টিফিসিয়াল ফুলের ফটো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত তাজা অরজিনাল ফুলের ফটোগ্রাফি করেছেন।

ধন্যবাদ আপু আপনার প্রসংশা মুখরিত মতামত পড়ে অনেক ভালো লাগলো।

তোমার তোলা প্রত্যেকটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগছে। আর এরকম আর্টিফিশিয়াল ফুলগুলো যেখানে সাজিয়ে রাখা হয় সেখানকার পরিবেশটা এমনিতেই অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। যাহোক দারুণ একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

শুকরিয়া ভাই এত এত প্রশংসা মূলক মতামত প্রকাশ করা জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া আপনার ধারন করা প্রতিটি আর্টিফিশিয়াল ফটোগ্রাফিই কিন্তু অসাধারন ছিল। আপনি বেশ সুন্দর করে আজকে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছে ন। এমন ‍সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সুন্দর করে আপনার মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো আপু। শুকরিয়া আপু এত সুন্দর করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

শুকরিয়া জানাচ্ছি আপু এত সুন্দর করে আমার পোস্টে আপনার মতামত শেয়ার করার জন্য।

ভাই আপনি আজকে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুকরিয়া ভাই ভালো থাকবেন সেই কামনাই করছি।

কিছু কিছু আর্টিফিশিয়াল ফুল দেখলে মনেই হয় না এগুলো আর্টিফিশিয়াল। অনেকটা বাস্তবের মতই লাগে দেখতে। আপনার আজকের পোস্টে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। গোলাপের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

একটু দূর থেকে দেখলে বুঝার উপায় নেই যে এগুলা নকল। শুকরিয়া আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

আসলে ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল এখন বেশ জনপ্রিয়। মার্কেটে গেলে আমিও মাঝেমধ্যে আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলোতে ঘুরাঘুরি করে থাকি। যাইহোক আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

শুকরিয়া ভাই আমার ধারণ করা ফটোগ্রাফির যথাযথ মতামত শেয়ার করার জন্য।

আপনার তোলা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম এগুলো বাস্তবিক। প্রতিটা ফুলের সৌন্দর্য দেখতে কিন্তু অনেক দারুন লাগছিল। আর্টিফিশিয়াল ফুল আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আপনার তোলা এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের প্রশংসা তো করতেই হচ্ছে।

আপনার প্রসংশা মুখরিত মতামত পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ভাইয়া আপনি আজ খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আর্টিফিশিয়াল ফুল বাস্তবের ফুলের থেকে কোনো অংশে কম নয়। এই ফুলগুলো দিয়েও ঘর সাজালে দেখতে খুব ভালো লাগে। আমার কাছে আর্টিফিশিয়াল ফুল খুব ভালো লাগে। আমি ঘর সাজানোর জন্য অনেক গুলো আর্টিফিশিয়াল ফুল কিনে এনেছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনি ঘর সাজানো জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফলগুলো ক্রয় করেছেন অনেক ভালো লাগলো। শুকরিয়া আপু আপনার যথাযথ মতামত শেয়ার করার জন্য।

আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুল গুলো দিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভালো লাগে। এবং আর্টিফিশিয়াল ফুল গুলো সহজে নষ্ট হয় না। ধন্যবাদ এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মতামত পড়ে বেশ ভালো লাগলো ভাই আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। শুকরিয়া ভাই ভালো থাকবেন।

আসলে আমি বাস্তবের ফুলের থেকে বেশি আর্টিফিশিয়াল ফুল দেখে থাকি৷ কারণ আমি প্রায় সময় বাজারে থাকি৷ বাজারের দোকানগুলোর আশেপাশে হাঁটা চলা করার সময় এই ফুলগুলো দেখে থাকি৷ আজকে আপনার কাছ থেকে ফটোগ্রাফি গুলোর মধ্য দিয়ে যেভাবে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম এবং এখানে আপনি যেভাবে এত সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷

অনেক অনেক শুকরিয়া ভাই আপনার প্রসংশা মুখরিত মতামত শেয়ার করার জন্য।