🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকের ২য় পর্বের রিভিউ করছি। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুব ভালো লাগেছে। সবার অভিনয় আমার কাছে বেশ দারুন হয়েছে। আমি মনে করেছিলাম এই নাটকের দুটি পর্ব হবে। কিন্তু নাটক দেখার পর বুঝতে পারলাম না এ নাটকের আরেকটি পর্ব হতে চলেছে, তাই খুব দ্রুত আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে অনকে ভালো লাগতে পারে। চলুন তাহলে শুরু করা যাক।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|
নাটকের নাম | গরিব রাখাল শিক্ষিত বউ ২ |
---|---|
পরিচালক | সোলাইমান |
অভিনয়ে | ইফতেখার ইফতি,আফরিয়া খান মুমু |
সময় | ৪০ মিনিট ৪২ সেকেন্ড |
মুক্তির সময় | ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ |
নাটকের প্রথম অংশ দেখা যায় করিম (নায়ক) আছমা(স্ত্রী)
সাথে কথা বলতে। নায়ক বলে তোমরা দুই বোন মিলা এটা কেন করতে গেলে। আমার মা তো অনেক খারাপ সে তোমাদের যে কোন সময় ক্ষতি করতে পারে। কিন্তু নায়িকা বলে আপনার মত ভাল মানুষের সাথে খারাপ ব্যবহার করবে আর আমরা চুপ করে বসে থাকবো তা হয় না।
এরপর বাড়ি ছোট বউ পুকুরে কাপড় ধুতে গেলে সেখানে ছোট ছেলে চলে যায়। আর তাকে বউকে হুমকি দেয় এবং গলা টিপে মেরে ফেলার কথা বলে। যদি সে আর একবার করিমের পক্ষ নিয়ে কথা বলে।
নায়ক তার মার কাছে যায় এবং সে তার কাছে ক্ষমা চায়। কিন্তু তার মা তকে কোন ভাবে ক্ষমা করতে চাই না, বরং তাকে তার জমি ফেরত দেওয়ার জন্য হুমকি দেও।
এরপর বাড়ি ছোট ছেলে তার বউকে তার বাপের বাড়িতে রেখে আসার জন্য যায়। যদিও ছোট বউ তার সাথে যেতে চাইছিলো না। কিন্তু বাড়ি জানা জানি হয়ে যায় বলে সে বাপের বাড়িতে চলে যায়।
এরপর করিমের ছোট বোনকে প্লান করে ডেকে নিয়ে আসা হয় যাতে তাদের দল ভারি হয়। করিমের বোন বাড়িতে আসার পরপরই আছমাকে মারধর করে। যদিও তার বোনজামাই তার পক্ষে ছিল কিন্তু তার তখন কিছুই করা ছিল না।
করিমের মা আবার সালিশ ডাকে সেখানে গ্রামের মেম্বার উপস্থিত হয়। সব জমি তাদের নামে করে দেয়ার জন্য মেম্বার অনেক চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। কারণ তাদের ভেতরে কোন মিল ছিল না। তাই গ্রামের মেম্বার বলে আগে পরিবার ঠিক করেন তারপর আমাকে ডাকবেন জমি ভাগ করার জন্য।
জমি তাদের নিজের করে নিতে না পারায় ছোট ছেলে খুবই রেগে যায় এবং করিম কে একা পেয়ে খুব মারধর করে কিন্তু করিম তাকে কিছুই বলে না।
করিম বাড়ির ফিরে এসে দেখে তার মা তার বউয়ের গায়ে হাত দিতে। এটা দেখেও করিম তার মাকে কিছু বলে না। তাদেরকে বারবার অত্যাচার করা একটা কারণ যাতে তারা খুব সহজে তাদের জমিগুলা ফেরত দিয়ে দেয়। করিম রাজি হলেও করিমের বউ জমি ফেরত দিতে রাজি হয় না। যার কারণে তাদের ওপরে অত্যাচার আরো বেড়েই চলে
এরপর একদিন করিমের ছোট ভাই গুন্ডা ভাড়া করে তাদেরকে মারার জন্য। করিম এবং তার স্ত্রী একসাথে মাঠে কাজ করছিল এমন সময় তো ছোট ভাই গুন্ডা নিয়ে এসে তাদেরকে অনেক মারধর করে।
এরপর এই ঘটনা ছোট বউ তার দুলাভাইয়ের কাছ থেকে সব কিছু জানতে পারে। সে সাথে সাথে তার মেজো ভাবিকে ফোন দিয়ে সব কিছু খুলে বলে। তার ভাবি বলে চিন্তা না করতে সে খুব দ্রুত গ্রামের বাড়িতে চলে আসবে।
এর পর নাটকটি শেষ হয়ে যায়।
পোস্টের বিষয় | নাটম |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
নাটকটির দুটি পর্বই আমি দেখেছিলাম। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে সৎ ভাইটির উপর যেভাবে অত্যাচার করে তা দেখে আমার কাছে খুবই খারাপ লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আজ আবার রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি নাটকের উ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে নায়কের এতটা নিরিহ হয়ে থাকা দেখে আমার একটু রাগ হচ্ছে। কিছুটা হলেও প্রতিবাদ করা দরকার। ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটার প্রথম পর্ব আমি দেখেছিলাম। তবে এটার দ্বিতীয় নাম্বারটা আমার দেখা হয়নি। আপনার রিভিউর মাধ্যমে এটির রিভিউ সুন্দর করে পড়তে পারলাম। পুরো কাহিনীটা এত সুন্দর করে তুলে ধরা হয়েছে দেখে পড়তে খুব ভালো লেগেছে। আমার কাছে এরকম নাটক গুলো খুব ভালো লাগে। আশা করছি আপনি এই নাটকের পরবর্তী পর্ব টাও সবার মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর নাটক উপস্থাপন করেছেন আপনি। আপনার নাটক উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে। আসলে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি আমি দেখি নি। আপনার পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো। নাটকের গল্পটা বেশ দারুন। এত সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নাটকের রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো। আমি এই নাটকটি দুটি পর্বই দেখেছি। আমার কাছে বেশ ভালো লাগে এরকম নাটক গুলো দেখতে। কারণ এখনকার সময়ের নাটকগুলো খুবই সুন্দর হয়। বিশেষ করে তাদের অভিনয় গুলো অনেক ভালো লাগে যেন বাস্তবের মত মনে হয়। এই নাটকটির মধ্যে সৎ ভাইয়ের উপরে বেশ অত্যাচার করে। নিজের কাছের মানুষগুলোই সব সময় ভালো হয়। কারণ সৎ হলে তাকে সবাই অনেক অপমান করে। বেশ ভালো অভিনয় করলে তারা। আপনিও সুন্দরভাবে গুছিয়ে চেষ্টা করছেন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit