🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দিন যত যাচ্ছে শীত মনে হচ্ছে কমে যাচ্ছে। এবার শীতের তেমন একটা দাপট দেখতে পারলাম না। আসলে প্রকৃতি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। কোন ঋতুতেই তার আসল রুপ রেখা দেখা যাচ্ছে না। বেশি ভাগ সময়ই অতিরিক্ত গরম অল্প কিছু সময়ের জন্য শীত আর মাঝে মাঝে বৃষ্টি দেখা যায় এই বাংলাদেশের ষড়ঋতুতে। শীতের ভেতর আমারা কম বেশি শারীরিক অনুশীলন করে থাকি। সকালে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করা। বিকালের দিকে একটু হাটাহাটি করা। সন্ধ্যার দিকে ব্যাটমিন্টন সহ নানা রকম পরিশ্রম করে থাকি।
কিছু দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম সুপার ওয়াক নিয়ে। আমার বাংলা ব্লগের সকল সদস্য হয়তো এই সুপার ওয়াক সম্পর্কে কম বেশি সবাই জেনে থাকবেন। সুপার ওয়াকের মাধ্যমে আমারা আমাদের প্রতিদিনের হাটাহাটি গননা করতে পারি। আমরা কত কিলোমিটার হাটাহাটি করলাম সেই হিসাবটাও দেখা যায় সুন্দর মতো। তাছাড়া এখান থেকে নানা রকম সুযোগ সুবিধা আপনি গ্রহন করতে পারবেন। সুপার ওয়াক অ্যাপটি আমাদের কাছে এখন অনেক জনপ্রিয়। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কম বেশি সবাই এই অ্যাপস ব্যবহার করছে এবং এর বিশেষ বিশেষ সুবিধা গুলো উপভোগ করছে।
আমি গত এক সপ্তাহের এক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এরপর আমি একটি এনএফটি সু বাই করেছি। আর্টিফিশিয়াল ভাবে এই সু পায়ে দিয়ে হাটাহাটি সহ দৌড়ানো যায়। অ্যাপটি আমার কাছে অনেক ভালো লাগে। তবে সমস্যা হচ্ছে সব সময় ফোন সাথে করে হাটাহাটি করা হয় না যার ফলে আমার স্টেপের পরিমান খুবই কম দেখাই।
আমি ৭.৮২ ডলার দিয়ে এনএফটি সু বাই করেছিলাম। সু টা আমার অনেক পছন্দ হয়েছিলো। এর থেকে আরও কম বা বেশি দামের এনএফটি সু পাওয়া যায়। আমারা আমাদের দৈনিন্দ্য ব্যবহারের জন্য নানা রকম বাজার থেকে ক্রয় করে থাকি। তবে আর্টিফিশিয়াল ভাবে এভাবে কখনো সু কেনা না হয়নি যার কারণে যখন আমি এই সু বাই করেছিলাম তখন মনের ভিতরে কোন রকম ভালো লাগা কাজ করছিল।
এই ছুটি আমার কাছে এত ভালো লাগছিল যে কেনার সময় মনে মনে ভাবছিলাম যদি এমন সু বাস্তবে পেতাম তাহলে যে ভাবেই হোক কিনে ফেলতাম। কালো রঙের উপরে গোল স্টিকারটি দেখতে বেশি চমৎকার লাগছিল। আমার মতো যারা সু কিনেছেন তাদের ভেতর কারা কারা এই রকম সু কিনেছেন সবাই কমেন্ট করে যানাবেন।
সু-টি আমি খুব সহজেই কিনে ফেলেছি। প্রথমে সুপার ওয়াকে গিয়ে প্রো মোড অন করে নিয়েছি। এরপর ডান হাতের কোনায় উপরের দিকে ওয়ালেট চিহ্নে ক্লিক করে
ওয়াটেল ক্রিয়েট করে নিয়েছি। একটি পিন দিলেই ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। এরপর স্পেনডিং ও ওয়ালেট দুইটা পাশাপাশি থাকবে। ওয়ালেট অপশনে গিয়ে ডিপোজিট লিং কপি করে ভেরিফাইড এক্সচেঞ্জার থাকে( KAIA) টোকেনটি সংগ্রহ করে নিয়েছি। এরপর সুপার ওয়াক থেকে kAIA কয়েন সোয়াপ করে GRND টোকেন কনভার্ট করে নিয়েছি। এরপর নিচে মার্কেট অপশনে গিয়ে নিজের পছন্দ মতো একটি এনএফটি সু বাই করেছি।
এখন আমি এই এনএফটি সু ব্যবহার করে প্রতিদিন কম বেশি হাটাহাটি করার চেষ্টা করছি। আমার কাছে এই বিষয়টা খুবই ইউনিক লেগেছে। সবাই অঅসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।
সমাপ্ত
পোস্টের বিষয় | Superwalk NFT shoes buy. |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি SuperWalk থেকে সু কিনেছেন জেনে খুব ভালো লাগলো। হাঁটাহাঁটি করে উপার্জনের অনেক সুন্দর একটি এপস এটা। আমিও কয়েকদিন আগে SuperWalk থেকে এনএফ টি সু কিনেছি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুকরিয়া ভাই আপনার মঙ্গল কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন ব্যাপার, তাহলে সু শেষ পর্যন্ত কিনেই ফেললেন। আমিও ভাবছি একটা এনএফটি সু নেবো। দেখি কিছু কয়েন ব্যাবস্থা করতে পারি কিনা। আপনার সুপার ওয়াক এপের সু কেনার অভিজ্ঞতার পোস্টটি বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই অনেক মজার একটা ব্যাপার, কিনে ফেলেন ভাই অনেক ভালো একটি অভিজ্ঞতা হবে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে আপনি এনেফটি সু বাই করেছেন দেখে খুব ভালো লাগলো। আমিও কিছুদিনের মধ্যে সু কিনার চিন্তা করেছি। সু কিনে হাঁটাহাঁটি করার অনুভূতি পড়ে ভালো লাগলো। অল্প অল্প করে প্রতিদিন এক্টিভিটিস বাড়তে বাড়তে একসময় দেখবেন হাঁটার স্পিড বেড়ে যাবে। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্পিড কমে গেছে আপু, সু কেনার পর এত ব্যাস্ত যে ব্যাবহার করার সময় পাচ্ছি না। ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশেষে আপনি দেখছি আজকে সুপার ওয়াক অ্যাপ্লিকেশন থেকে এন এফ টি কিনেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনার এন এফ টি কেনার প্রসেস টি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আসলে এটা অনেকেরই কাজে আসবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুকরিয়া ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনিও এন এফ টি বাই করেছেন। নিজের এক্টিভিটির মাধ্যমে এখন বাড়তি ইনকাম করতে পারবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও কিছুদিন আগে এটা কিনেছিলাম। আজকে আপনার কাছ থেকে এই পোস্টটি দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে এই সু কিনেছেন এবং এই এনএফটি কেনার যে মুহূর্ত আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ আশা করি ভবিষ্যতে আপনি প্রো মোড ইউজ করে সবকিছু করবেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তখন যদি আপনি প্রো মোড ইউজ করেন তাহলে অনেক ওয়াক কয়েন অর্জন করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit