জেনারেল রাইটিং: নিজের ভুল স্বীকার না করার এক অস্বস্তিকর সত্য।

in hive-129948 •  yesterday 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ শুক্রবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ক্রিয়েটিভ রাইটিং নিয়ে হাজির হলাম। প্রতিনিয়তানের নতুন পোস্ট নিয়ে আপনাদের কাছে অনেক ভালো লাগে আজকে আমি আপনাদের সাথে একটি সাধারণ বিষয় নয়ে কথা বলবো। যে বিষয়টা আমাদের সমাজে আরো দেখা যাচ্ছে এমন কি প্রতিটা মানুষের ভিতরে এই গুণটি বিদ্যমান।

1000007193.jpg

Source

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো ভুল ঘটে। কখনো সেটা ইচ্ছাকৃত আবার কখনো ভুল সম্পূর্ণ অজান্তে। তবুও আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ মানুষ নিজেদের ভুল স্বীকার করতে নারাজ। কেন? এর পিছনে কাজ করে মানুষের অভিমান, ভয়, এবং সামাজিক অবস্থান নিয়ে এক ধরনের উদ্বেগ।

প্রথমত নিজের ভুল স্বীকার করা মানে হলো নিজের দুর্বলতা প্রকাশ করা। আর মানুষ স্বভাবতই নিজের দোষ ঢাকতে ভালোবাসে। আমাদের সমাজ ভুল করলে সেটা শুধরানোর চেয়ে বেশি গুরুত্ব দেয় দোষের কারনে দোষী সাব্যস্ত করার । ফলে অনেকেই ভয়ে বা লজ্জায় নিজের ভুল স্বীকার করেন না। তারা মনে করেন এতে তারা ছোট হয়ে যাবেন বা নিজের সম্মান হারাবেন।

দ্বিতীয়ত অহংকার আর অভিমান ভুল স্বীকারের পথে বড় বাধা। বিশেষত যদি সেই ভুল কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে মানুষ নিজের আত্মসম্মান বাঁচাতে সেটাকে অস্বীকার করতে চান। নিজেদের মনে হয়, ভুল স্বীকার করলে তাদের ব্যক্তিত্ব দুর্বল হয়ে পড়বে।

তৃতীয়ত, ভুল স্বীকার করলে সামনে আসতে পারে নানা রকম প্রশ্ন। অনেকেই ভাবেন, একবার ভুল স্বীকার করলে অন্যরা সেই বিষয় নিয়ে বারবার কথা তুলবে। এই মানসিক চাপের ভয়ে মানুষ নিজেদের ভুল আড়াল করতে চায়।

তবে ভুল স্বীকার না করার প্রবণতা আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনে অনেক সমস্যা তৈরি করে। ভুল স্বীকার করা মানে কোনো অযোগ্যতা প্রকাশ নয়, বরং তা সাহসিকতার পরিচায়ক। নিজের দোষ মেনে নিয়ে শুধরে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত বুদ্ধিমত্তা। ভুল করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু সেই ভুল স্বীকার করে শিক্ষা গ্রহণ করাই প্রকৃত মানবিক গুণ।

আমরা যদি নিজেদের ভুল স্বীকারের মানসিকতা তৈরি করি, তাহলে শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, পেশাগত এবং সামাজিক ক্ষেত্রেও উন্নতি ঘটবে। ভুল স্বীকার করার মাধ্যমেই শুরু হয় সঠিক পথে চলার যাত্রা।

নিজের ভুল স্বীকার না করার প্রবণতা অনেক সময় সম্পর্কের মধ্যে বড় ফাটল তৈরি করে। একজন ভুল করলে এবং সেটা না মানলে, বিপরীতে অন্য পক্ষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ে। ছোট ভুল থেকে এইভাবে বড় সমস্যার সৃষ্টি হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান কমে যেতে থাকে।

শুধু তাই নয়, নিজের ভুল না মানার প্রবণতা আমাদের ব্যক্তিত্বেও নেতিবাচক প্রভাব ফেলে। এটি আমাদের মধ্যে এক ধরনের আত্মসন্তুষ্টি বা "আমি সবসময় ঠিক" এমন মনোভাব তৈরি করে। এই মানসিকতা মানুষকে আত্মউন্নতির পথ থেকে দূরে সরিয়ে রাখে। নিজের ভুলগুলো স্বীকার করার অভ্যাস আমাদের আত্মজিজ্ঞাসার সুযোগ দেয়, যা জীবনে সাফল্য ও পরিপক্বতা অর্জনে সহায়ক।

বিখ্যাত মনীষী কনফুসিয়াস একবার বলেছিলেন, "যে ব্যক্তি নিজের ভুল দেখে এবং তা ঠিক করে না, সে আরেকটি ভুল করতে প্রস্তুত।"

নিজের ভুল স্বীকার করার সাহস থাকা মানে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এটি শুধু আমাদের আত্মসম্মানই বাড়ায় না, বরং অন্যদের কাছেও আমাদের প্রতি আস্থা তৈরি করে। ভুল স্বীকার করা একদিকে যেমন দায়িত্বশীলতার পরিচয়, অন্যদিকে তা সম্পর্ক ও সামাজিক স্থিতি বজায় রাখার প্রধান উপায়।


মন্তব্য

"মানুষ ভুল করে, কিন্তু সে ভুল শুধরাতে পারে বলেই সে মানুষ।"

সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য। আশা করছি আমার লেখা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000006183.png

1000006180.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000007195.jpg

1000007196.jpg

1000007194.jpg
Done..

image.png