🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমার বাংলা ব্লগবাসি
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। বেশ কয়কদিন ধরে আমি গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকের রিভিউ করছি। তবে এবার এই নাটকের রিভিউটি আপনাদের মাঝে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেলো। আজকে কথা বলব গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের পঞ্চম পর্ব নিয়ে। এই নাটকের পর্ব যত বাড়ছে নাটকের প্রতি আকর্ষণটা অনেক বেড়ে যাচ্ছে। যাই হোক কথা না বাড়িয়ে নাটকের রিভিউটি আপার আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লাগেছে। সবার অভিনয় আমার কাছে বেশ দারুন লেগেছে এখন পর্যন্ত।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | গরিব রাখাল শিক্ষিত বউ |
পরিচালক | সোলাইমান |
অভিনয়ে | ইফতেখার ইফতি,আফরিয়া খান মুমু আরও অনেকেই। |
দৈর্ঘ | ৫৮ মিনিট ২৭ সেকেন্ড |
মুক্তির সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ |
নাটকের প্রথমে দেখা যায় করিমকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। করিমকে ধরে নিয়ে যাওয়ার সময় করিমের ছোটবেলার শিক্ষকের সাথে দেখা হয়। তার শিক্ষক পুলিশকে বলে করিম খুব ভালো ছেলে সে এই কাজ করতে পারে না সে অপরাধী নয়। কিন্তু পুলিশ তার কথা না শুনে করিম কে ধরে নিয়ে চলে যায।
এর পরের অংশ দেখা যায় মেম্বার সাহেব আসমার সাথে দেখা করে। মেম্বার আসমাকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। একপর্যায়ে আসমা রেগে গেলে আসমা ঘর থেকে দা বের করে নিয়ে আসে তাদেরকে মারার জন্য। এটা দেখে মেম্বার এবং মেম্বারের চামচা দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
আসমাকে ভয় দেখানোর জন্য বারবার তার উপরে সবাই অত্যাচার করতে শুরু করে। করিমের ছোট ভাই তানিম আসমাকে মারতে গেলে তানিমের দুলাভাই আপনাকে বাঁচিয়ে নেয়।
এরপর মেজ বউ বাড়িতে ফিরে আসে। আসমাকে সাথে নিয়ে সে মেম্বারের সাথে দেখা করতে যাই। সেখানে গিয়ে মেজ বউ মেম্বারকে বলে আমি এর সত্যতা যাচাই করব এবং অপরাধীদেরকে শাস্তি দেবো।
এরপর মেজ বউ ও আসমা মিলে দুজনে করিমের সাথে দেখা করতে যাই। সেখানে গিয়ে মেজ বউ করিমকে বলে ভাই আপনি সবকিছু খুলে বলেন ওই দিন কি কি হয়েছিল। তখন করিম সবকিছু মেজ বউকে খুলে বলে। সবকিছু শোনার পর মেজ বউ বলে ভাই আপনি চিন্তা করবেন না আমি সবকিছু সামলিয়ে নিচ্ছি।
এরপর আদালতে বিচার শুরু হয়। আদালতের সবাই করিমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। করিমের সৎ মা তাদের সৎ ভাই সবাই তাকে ফাঁসানোর জন্য আদলাতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। ঐদিন আদালতে করিমের পক্ষে কোন কোন সাক্ষী পাওয়া যাচ্ছিল না।
এরপর তদন্ত অফিসার তানিমদের বাসায় আসে ঘটনা সবকিছু শোনার জন্য। সেখানে তানিম তানিমের ভাই ও মা উপস্থিত ছিল। অন্যদিকে আসমা ও মেজ বউ ছিল। তদন্ত অফিসার সবার মুখ থেকে সব কথা শোনার পর বলে আমি আবার আসবো। কারণ বিষয়টা এখনো পরিষ্কার হয়নি।
কিন্তু এদিকে আসমার উপরে অত্যাচার দিন দিন বেড়েই চলে। তানিমের ছোট বোন আসমার গলা টিপে ধরে বলে করিম ভাইকে সবকিছু স্বীকার করে নিতে না হলে তাকে তারা মেরে ফেলবে বলে হুমকি দেয়।
এদিকে তদন্তকারী পুলিশ অফিসার মেম্বারের বাড়িতে যাই সেখানে গিয়ে মেম্বারকে বলে আমি এলাকায় ঘুরে ঘুরে যেটা জানতে পারলাম তার সাথে আপনার কথার কোন মিল নেই। একথা শোনার পর মেম্বার একটু দুর্বল হয়ে যায। ধরা খাওয়ার ভয়ে মেম্বার পুলিশকে গুই দেয়ার কথা বলে। কিন্তু তদন্ত পুলিশ অফিসার ছিল খুবই সৎ যার কারণে সে ঘুষ নিতে রাজি হয়নি। যাওয়ার সময় তদন্ত অফিসার বলে আমি আবার আসবো এবং এর সঠিক তথ্য বের করব।
এর পরের অংশে দেখা যায় করিমের দুই ভাই তার সাথে জেলখানা দেখা করতে গিয়েছে। সেখানে গিয়ে করিমের সাথে দুই ভাইয়ের অনেক কথাবার্তা হয়। তারা করিমকে সবকিছু সুন্দরভাবে স্বীকার করে নিতে বলে। কিন্তু করিম বারবার তাদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে। পরে তানিম ফোন বের করে করিমকে একটি ভিডিও দেখায় যেখানে আসমা কে ধরে নিয়ে বেঁধে রেখে নির্যাতন করা হচ্ছিল। এটা দেখে করিম অনেক ভয় পেয়ে যায় এবং তাদের কথায় সে রাজি হয়ে যায়।
পরের দিন আদালতে বিচার কার্য শুরু হলে মেজ বউ করিমের পক্ষে ভালো ভালো সাক্ষী দাড় করিয়ে করিমকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে করিম নিজে স্বীকার করে সে তার বোনকে খুন করেছে। এ কথা শোনার পর মেজো বউ অনেকটা অবাক হয়ে যায়। আর এখানে নাটকটি শেষ হয়ে যায়....................।
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি নাটকটি সব কয়টি পর্ব আমি দেখেছিলাম। নাটকটি আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তবে বড় ভাইয়ের জন্য খুব খারাপ লাগে ।যদি সঠিক বিচার পায় তাহলেই খুব ভালো লাগবে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যের জয় হবে এইটাই স্বাভাবিক। বড় ভাই অবশ্যই এই বিচার পাবে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। খুবই ভালো লাগলো আপনার নাটক রিভিউ দেখে। আপনি চমৎকার ভাবে নাটকটা রিভিউ করেছেন আর নাটকটা কিন্তু সত্যি আমাদের জন্য বেশ শিক্ষনীয়। আর এ নাটকটা আমিও বেশ কয়েকবার কমবেশি দেখার চেষ্টা করেছি। আজকে আপনি পঞ্চম পর্ব শেয়ার করেছেন দেখে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই কষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর হয়েছে আপনার এই নাটকের রিভিউ৷ এই নাটকটির এই পর্বের রিভিউ দেখে খুব ভালো লাগলো৷ এই নাটক আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে আপনি যেভাবে এই নাটকটির রিভিউ এখানে তুলে ধরেছেন তা দেখে এই নাটকটি প্রতি আমার অনেকটাই আগ্রহ জন্ম নিল।৷ অবশ্যই এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয় আমার কাছে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নাটকের রিভিউটি খুব ভালো লাগলো ভাই। আসলে নাটক দেখার তোমার একটা সময় হয়না। তবুও মাঝে মাঝে রিভিউ দেখলে ভালো লাগে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরিব রাখাল শিক্ষিত বউ নাটক পঞ্চম পর্ব যখন বের হয়েছিল তখন আমি এই পর্বটা দেখেছিলাম। আসলে এই নাটকের যত পর্ব বের হয়েছে আমি প্রত্যেকটা পর্ব দেখেছি। ওই দিন আদালতে করিমের পক্ষে কোনই সাক্ষী পাওয়া যাচ্ছিল না। আর পরবর্তীতে পুলিশ সবার কাছ থেকে খোঁজখবর নেওয়া শুরু করেছিল। এই নাটকের পরবর্তী পর্বের রিভিউ আশা করছি আপনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী পর্বের রিভিউ পোস্ট পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য। আর খুব শীঘ্রই নাটকের শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কয়েকদিন আগেই সোনিয়ার সাথে এই নাটকটার এই পর্বটা আমি দেখেছিলাম। এমনিতেই নাটক দেখা খুবই কম হয়। তবে সোনিয়া দেখার সময় মাঝেমাঝে দেখে থাকি। যার কারণে এই পর্ব টা দেখেছিলাম। আর আজকে আপনি দেখলাম আপনি এই পর্বের রিভিউ শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।করিম তার বউয়ের কারণে স্বীকার করেছিল তার বোনকে সেই খুন করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই তার বউকে বাঁচাতে সে মিথ্যা কথা বলে। ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit