🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
সেদিন সকালে আমার সকালবেলায় ডিউটি ছিল ডিউটি শেষ করে বাসায় আসলাম। বাসায় আসার পর ড্রেস খুলে ফ্রেশ হলাম। তারপর আপনাদের ভাবি বললো এসো ভাত খেয়ে যাও। আমি বললাম তুমি ভাত রেডি কর আমি আসছি। তারপর দুজনে বসে ভাত খেতে লাগলাম।
খাওয়া-দাওয়া শেষ করে আবার অফিসের দিকে রওনা হলাম। অফিসে যাওয়ার পর দেখলাম আমার তিনটি সহকর্মী একজায়গায় বসে কি যেনো করছে। কাছে গিয়ে দেখি তারা লুডু খেলা খেলতেছে।
আমার আবার লুডু খেলা থেকে লুডু খেলা দেখতে বেশি পছন্দ করি। লুডু খেলা আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু অনেক সময়ের ব্যাপার ৪-৫ জন একসাথে খেলা করলে গেম যেন উঠতে চায় না। সেখানে একজন হিন্দু ছিল তার নাম উত্তম কুমার মূলত তার লুডু খেলার প্রচুর নেশা। কিন্তু সমস্যা একটাই সে এই খেলায় খুব একটা জিততে পারে না। এখানে আপনার তিনজন প্লেয়ার দেখতে পাচ্ছেন তিনজন প্লেয়ারে তিন রকম গুণ।
চেয়ারে বসে যে খেলা করছে তার নাম পনিরুল হক। তার বিশেষ গুণ হলো তার গুটিয়ে কেউ খেতে পারে না আপনার সামনে দিয়ে গুটি পাখি ঘরে তুলে ফেলবে কিন্তু আপনি তার গুটি একবারের জন্য কাটতে পারবেন না। প্রথমত আমি এই বিষয়টা বিশ্বাস করতাম না কিন্তু তার সাথে খেলার পর আমি এখন বিশ্বাস করি যে তার গুটি খাওয়া একেবারে অসম্ভব আবার কিছুটা সম্ভব।
বেঞ্চে বসে থাকা যে লোকটাকে আপনার দেখতে পারছেন তার নাম ফরিদুল ইসলাম। সে খেলা কম বোঝে কিন্তু সবার আগে সব গুলা গুটি পাকিয়ে নিয়ে এসে প্রথম স্থান দখল করে। সে যেভাবে খেলুক না কেন কোন না কোন ভাবিকে প্রথম হবেই তাকে হারানো খুবই কঠিন কাজ। সে সব সময় ফাঁকা মাঠে গোল দেয় 😀😀😀।
আরেকজন যিনি বসে আছেন তার নাম উত্তম কুমার সেব খেলা খুবই ভালো বোঝে কিন্তু সে খেলায় খুব একটা বেশি জয়লাভ করতে পারে না। এরকমই বলতে হয় খেলে ভালো কিন্তু বল পায় না😁😁। কিন্তু ভুল করে যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে আর তার সামনে থাকা যাবে না।
পোস্টের ধরন | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোবাইলে লুডু খেলা বর্তমানে খুবই জনপ্রিয়। সময় পেলে বন্ধুদের সাথে একসঙ্গে হলে এই ধরনের খেলার মাধ্যমে দারুন সময় উপভোগ করি । যেটা আপনি আজকে পোস্টের মাধ্যমে শেয়ার করলেন। আপনার লুডু খেলা থেকে দেখতে ভালো লাগে জেনে আরো ভালো লাগলো কারণ আমিও খেলার পাশাপাশি দেখতে খুবই পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় মানুষকে অনেক কিছু করাতে বাধ্য করে। একটা সময় অনেক লুডু খেলেছি মোবাইলে। কোন ধরা বাধা ছিল না কিন্তু সেই সময়টা আর নেই। ইচ্ছা থাকলেও আর খেলা সম্ভব হয়ে ওঠেনা। অনেকদিন পরে আপনার লুডু খেলা অনুভূতি পড়ে সে আগের কথা মনে পড়ে গেল। আপনাকে ধন্যবাদ এত চমৎকার একটা খেলা উপভোগ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। টাইটেলের ছোট্ট একটি ভুল রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে সময় ফেলে এরকম লুডু খেলা আমরাও খেলতাম।উত্তম কুমার ভাই খেলা মনে হয় ভালো বুঝে এই কারণে জিততে পারে না। অনেকেই খেলা খুব ভালো খেলে কিন্তু ভুলবশত এর কারণে শেষ পর্যন্ত জিততে পারে না। আর এই খেলাগুলো যখন একবার চালু করে সহজে উঠতে মন চায় না। খুব সুন্দর করে লুডু খেলার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো খুব সুন্দর করে লুডু খেলার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। তবে যারা লুডু খেলার নেশা আছে তারা খাওয়া-দাওয়া বন্ধ করে খেলা চালু করলে শেষ করতে চাই না। অনেক সময় অনেক জনে খুব চালাকি করে লুডু খেলা খেলে থাকে।ফরিদুল ইসলাম ভাই খেলা কম বুঝলেও জিতার জন্য চেষ্টা করে। আবার অনেকে ভালো খেলতে খেলতেও হঠাৎ করে হেরে যায়। অসাধারণভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু অনেক সুন্দর করে আপনার মতামত প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit