ডাই পোস্ট : ক্লে দিয়ে একটি কিউট $puss তৈরি।

in hive-129948 •  18 hours ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১৯ নভেম্বর ২০২৪ ইং: রোজ মঙ্গলবার ।

বাংলায় ০৫ অগ্রহায়ন ১৪৩১ খ্রিষ্টাব্দ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে ক্লে দিয়ে $puss তৈরি করে দেখাবো। আমি $puss অনেক পছন্দ করি। আমার একটি বিড়াল ছিলো তবে বাসা বাড়িতে থাকার কারনে বেশি দিন রাখতে পারি নাই। ছোট বেলা থেকেই আমার খুব ইচ্ছা যে আমি একটি বিড়াল পালবো। অনেক বার চেষ্টা করেছি পালন করার কিন্তু নানা বাধা বিপ্ততির জন্য পালা হয়ে উঠে না। তবে আমাদেরকে সবাইকে এই $puss পালতে হবে। বেশি বেশি খাওয়াতে হবে দেখা শোনা করতে হবে। কারন ভালো করে দেখা শোনা করলেই আমারা সবাই লাভবান হতে পারবো।


ফাইনাল লুক

1000006217.jpg

1000006208.jpg

1000006216.jpg

প্রয়োজনীয় উপকরণ
ক্লে

1000006194.jpg

প্রথম ধাপ

1000006196.jpg

প্রথমে আমি নীল কালারের ক্লে দিয়ে দুইটা গোল বলের তৈরি করে নিয়েছি। বল গুলার আকার একটি আরেকটা থেকে ছোট আকারে তৈরি করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

1000006195.jpg

এবার আমি একই কালারের ক্লে দিয়ে চারটি ছোট ছোট একটু লম্বা করে $puss এর পায়ের মতো করে তৈরি করে নিয়েছি।

1000006204.jpg

1000006202.jpg

পা তৈরি করা হয়ে গেলে আগের তৈরি করে রাখা বড় বলের সাথে দুই পাশে দুইটা করে লাগিয়ে দিয়েছি। এইটা দিয়ে $puss এর দেহের অংশ তৈরি করে নিয়েছি।

তৃতীয় ধাপ

1000006197.jpg

এবার আমি ছোট ছোট করে দুইটা কানের পাতা তৈরি করে নিয়েছি।

1000006198.jpg

1000006199.jpg

এবার আমি নীল কালারের ক্লে দিয়ে দুইটি ছোট বল ও গোলাপি রঙের ক্লে দিয়ে একটি বল এবং সাদা রঙের ক্লে দিয়ে দুইটি বল তৈরি করে নিয়েছি। এবার ছোট সাইজের বলের সাথে $puss এর চোখ, কান, নাক মুখ তৈরি করে নিয়েছি। ছবিতে আপনারা যেমনটা দেখতে পারছেন।

চতুর্থ ধাপ

1000006206.jpg

1000006205.jpg

1000006211.jpg

এবার আমি নীল ও গোলাপি রঙের ক্লে দিয়ে চিকন করে হাত দিতে রশির মতো লম্বা করে তৈরি করে নিলাম। এরপর মাথার অংশটি দেহের সাথে লাগিয়ে নিলাম। নীল কালারের ক্লে দিয়ে $puss এর লেজ তৈরি করলাম এবং গলার নিচে সুন্দর করার জন্য গোলাপি রঙের ক্লে দিয়ে গলার অংশ পেচিয়ে দিলাম। আর এভাবেই আমি একটি $pussতৈরি করে ফেললাম।


পোস্টের ধরনডাই পোস্ট
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। খাওয়া দাওয়া ও বাইক নিয়ে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। তার থেকে ভালো লাগে আমার বাংলা ব্লগের সাথে সময় কাটাতে। অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ আমার বাংলা ব্লগকে।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

1000003559.png

1000003224.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000006282.jpg

1000006283.jpg

1000006285.jpg

done...

ক্লে দিয়ে খুব সুন্দর একটা puss তৈরি করেছেন আপনি। Puss টা খুব কিউট লাগছে দেখতে। নিখুঁতভাবে প্রত্যেকটা অংশ আপনি তৈরি করেছেন। দারুন হয়েছে আপনার আজকের ডাই পোস্ট। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

এটা সত্যি বলেছেন ভাই আমাদের সবাইকে এখন $PUSS পালতে হবে। আপনি আজকে ক্লে দিয়ে অনেক সুন্দর করে $PUSS তৈরি করেছেন দেখে ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

বাপরে! পুসের অ্যাটিটিউডটা কিন্তু দারুন এসছে। আর রংটা! জাস্ট অসাধারণ। দারুণ বানিয়েছেন। পুস এখন আমাদের সোনার ডিম পাড়া হাঁস এর যত্ন না নিলে কিন্তু আমাদেরই চাপ বাড়বে৷

ক্লে দিয়ে তৈরি করা puss দেখতে খুবই সুন্দর হয়েছে ভাইয়া। অনেক দক্ষতার সাথে আপনি তৈরি করেছেন। আর এই ধরনের কাজগুলো করতে গেলে অনেকটা দক্ষতার প্রয়োজন হয়। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভাইয়া।

ক্লে দিয়ে দারুণ পুস বানিয়েছেন। খুব সুন্দর লাগছে আপনার বানানো ক্লে দিয়ে পুসটি।ধাপে ধাপে ক্লে দিয়ে সুন্দর করে পুস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে একটি কিউট $puss তৈরি করেছেন। আপনার তৈরি করা পুস এর দৃশ্য টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করার চেষ্টা করেছেন।

ভাইয়া আপনি তো অনেক সুন্দর ভাবে কিউট একটি puss তৈরি করেছেন। প্লে দিয়ে তৈরি করা আপনার puss এর ডাই পোস্ট ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আমাদের কিউট $puss তৈরি করছেন দেখে খুব ভালো লাগলো ভাই। আমাদের কিউট $puss দেখতে খুবই সুন্দর লাগছে। ক্লে দিয়ে কিউট $puss তৈরি করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে‌। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।