চট্টগ্রাম কলেজের শেষ দিন(10% for shy-fox & 5% for abb-school)

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?

বলতে গেলে অনেকদিন পরে পোস্ট করতে আসলাম। অনেকদিন হয়ে গেল পোস্ট করবো করে করা হয় না। সত্যি কথা বলতে কি, সময় পাচ্ছি না। ভাইবা দিতে এসে গ্রামের বাড়িতে আটকে গেছি। শাশুড়ি আম্মা ভীষণ অসুস্থ,,গ্রামে বাড়ির কাজ চলছে। তাই এই অবস্থায় ফেলে তো আর যাওয়া যায় না। আর গ্রামের প্রচুর কারেন্টের সমস্যা। বলতে গেলে 24 ঘন্টায় 5 ঘন্টা কারেন্ট থাকে না। যখন কারণ থাকে তখন আমি ব্যস্ত থাকি সেজন্য পোস্ট করব করব করে আর করা হয় না।

আমাদের "চট্টগ্রাম কলেজ" শিক্ষাজীবন সমাপ্তির শেষ দিন ছেলেকে নিয়ে কিছু ফটোগ্রাফি করলাম
IMG_20220815_075820.jpg
W3w
এটা হচ্ছে কলেজের প্রবেশ পথ, কলেজে ঢোকার সময় টুক করে একটা ছবি তুলে নিলাম
IMG_20220806_125316.jpg
W3w
এটা হচ্ছে একাডেমী ভবন
IMG_20220806_125322.jpg
W3w
ভাইবা দিতে লেট হয়ে গেছে তাই পুরা কলেজ ঘুরতেও পারলাম না, কলেজের মুক্তমঞ্চ
IMG_20220806_125328.jpg
W3w
ছবিটা দূর থেকে উঠালাম তাই ক্লিয়ার না, এখানে অভিভাবকরা বসে বসে প্রতীক্ষার প্রহর গুনছে কখন ভাইবা শেষ হবে
IMG_20220806_130113.jpg
W3w
ছেলেকে একটা ফোজ দিতে বললাম ছবি উঠার জন্য এমন ফোজ দিল চেহারা সহ পাল্টে গেল😅
IMG_20220806_130128.jpg
W3w
শেখ মুজিবের স্তম্ভের পাশে ছেলের একটা ছবি
IMG_20220806_130152.jpg
W3w
আমি বলতেছি চলো যাই, ছেলে বলতেছে বসে একটা তোলো।দেখেন অবস্থা
IMG_20220810_152111.jpg
W3w
গন্ধরাজের সুভাষ নেন

আর কয়দিন থাকতে হবে জানিনা গ্রামে, যতদিন আছি এভাবেই থেমে থেমে পোস্ট করতে হবে, কিছুই করার নাই। পরিস্থিতি যখন যেভাবে স্বীকার মেনে নিতে হবে এটাই হচ্ছে বাস্তবতা। আশা করি সবার পাশে থাকবেন
মিস্ত্রি আসি গেছে আর লেখা সম্ভব না ভালো থাকবেন সবাই

আল্লাহা হাফেজ

Location :W3w
Device : PoCo m3

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি হঠাৎ করে পোস্ট করা বন্ধ করে দিয়েছেন.. সমস্যা থাকলে আমাদের জানাবেন।

ভাইয়া আমি তো আপুকে জানিয়েছিলাম। ভাই গ্রামের বাড়ি আসছি এখানে আমার শাশুড়ি আম্মা অনেক অসুস্থ তাই আমাকে গ্রামে থাকতে হচ্ছে। বাড়ির কাজ চলতেছে আমি তো জানিয়েছে আমি দশ পনেরো দিনের মতো একটিভথাকতে পারবো না।

ওকে, ধন্যবাদ।

জি ভাইয়া ধন্যবাদ

আপু আপনার পোষ্টের লেখার পরিমাণ অনেক কম। তাছাড়া যেসব ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফির লোকেশন এবং ডিভাইসের নাম গুলো প্রত্যেকটি ছবির নিচে দিতে হবে। আপনাকে আশা করি পরবর্তীতে এই বিষয়গুলো মাথায় রাখবেন।

সরি ভাইয়া অনেক দিন হয়েছে পোস্ট করছি, তাই ভূলে গেছি।পরে মনে পরছে বাট কারেন্ট নাই তাই ঠিক করতে পারি নাই

image.png

চট্টগ্রাম কলেজে ছেলেকে নিয়ে ভালো সময় কাটিয়েছেন। এই বয়সেই আপনার ছেলে ছবি তোলার যে পোচ শিখলো, ভবিষ্যতে ভালো মডেল হবে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

হাহাহা ডিজিটাল যুগের ছেলে বলে কথা, ধন্যবাদ ভাইয়া

শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় কষ্ট হবেই অথচ সেখানে পড়ার সময় মনে হয় কবে এখান থেকে বেড়িয়ে যাব।হাইস্কুল থেকে বেরিয়েছি ৭বছর।এখনো মিস করি সেই দিনগুলো।আপনার জন্য শুভ কামনা রইল।

ঠিক বলেছেন ভাইয়া

ছেলেকে একটা ফোজ দিতে বললাম ছবি উঠার জন্য এমন ফোজ দিল চেহারা সহ পাল্টে গেল

চট্টগ্রাম কলেজে শিক্ষা জীবনে শেষ দিন আপনি ছেলেকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া আপনার ছেলেটা বেশ কিউট। আপনার ছেলে যখন ফোজ দিল চেহারাটা দেখতে বেশ দারুন লেগেছে। ছেলের সাথে কাটানো সময় গুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া,আমি আপু ভাইয়া না

কলেজের সেই দিন আপনি দেখছি ছেলের সাথে অনেকটা সময় একসঙ্গে উপভোগ করেছেন ।আসলেই যখন এক জায়গায় অনেক বছর পড়াশোনা করা হয় তখন কেমন একটা বদ্ধ ঘরের মতো লাগে কিন্তু বিদায় নেয়ার সময় ফিরে আসতে অনেক কষ্ট হয় ।আমাদেরও একদিন হাইস্কুল জীবন থেকে চলে আসতে অনেক কষ্ট হয়েছিল ধন্যবাদ ভাইয়া।

ঠিক বলেছেন আপু, হাইস্কুল থেকে বিদায় বেলায় বেশি কষ্ট হয়

আসলে মানুষ অনেকদিন একই জায়গায় আবদ্ধ থাকলে ভালবাসার বন্ধনে জড়িয়ে ফেলে ঠিক তেমনি আপনি। চট্টগ্রাম কলেজে ছেলেকে নিয়ে শেষ দিনের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

জি ভাইয়া একদম ঠিক কথা বললেন,

জি ভাইয়া একদম ঠিক কথা বললেন,

চট্টগ্রামে আজও কখনো যায়নি তবে চট্টগ্রামে গেলে অবশ্যই চট্টগ্রাম কলেজে একবার ঘুরে আসার চেষ্টা করব । জায়গাটি আসলেই অনেক সুন্দর আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর ছিল।

হ্যাঁ ভাইয়া জায়গাটা অনেক সুন্দর। আমিতো পুরা এরিয়া ঘুরতে পারি নাই, আপনি আসলে দেখবেন অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া