সিজনাল ফল ও শ্বশুরবাড়ি বাপের বাড়ির কিছু ফটোগ্রাফি( 10% for shy-fox & 5% for abb school)

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি।
এতোদিন পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম, পরীক্ষা শেষ করে বাপের বাড়ি থেকে শাশুর বাড়ি আসলাম, আসার পরের দিন থেকে শুশুর অসুস্থ😢 হসপিটাল আর বাড়ি নিয়ে টানাটানি

সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আবার আগের মত আমাদের মাঝে ফিরে আসে

পোস্ট করছি কয়েকদিন হয়ে গেছে, তাই চিন্তা করতেছি আজকে একটা করতেই হবে। কি নিয়ে পোস্ট করব সেটা চিন্তা🤔 করতে করতে মোবাইল থেকে অনেকগুলো ছবি পেয়ে গেলাম।

চলুন একটু পিছুনে ফিরে যায়

IMG_20220516_220313.jpg

আমার পরীক্ষা হয়েছিল চট্টগ্রাম কমার্স কলেজে। পরীক্ষা দিয়ে ছোট চাচার বাসায় যায়,ওনার বাসায় ময়ূরপঙ্খী দেখে অনেক সুন্দর লাগছিলো তাই একটা ছবি তোলতে ভুললাম না আপনাদের দেখানোর জন্য।
W3W Location

IMG_20220602_125624.jpg

পড়তে বসছিলাম,তিন তলা থেকে নিচে দেখতেছি,পুকুরে অনেক গুলো মাছ উপরে উঠে খেলতেছে।আপনাদের দেখানোর জন্য একটা ছবি উঠাতে ভুললাম না। W3W Location

IMG_20220519_113832.jpg

ছোট চাচার বাসায় বাজগিরি, লাভ বার্ড অনেক সুন্দর সুন্দর পাখি আছে এত সুন্দর সুন্দর পাখি দেখে আমার ছেলে তো অনেক খুশি
W3W Location

IMG_20220525_114956.jpg

আমাদের গাছের কাঁঠাল খেতে কিন্তু অনেক মজা মাশাল্লাহ। আয়াত বলতেছে আম্মু আমাকে একটা কাঁঠালের সাথে ছবি উঠায়ে দাও
W3W Location

IMG_20220527_121024.jpg

আমাদের বাড়ির মসজিদ,পুকুরের এই পাড়ে বাসা ঐপারে শেখ হাসিনার মডেল মসজিদ

W3W Location

IMG_20220608_114815.jpg

আমাদের গাছের ফ্রেশ কাঁঠাল

IMG_20220608_114905.jpg

আমাদের গাছের কালোজাম, মরিচ, লবণ, সরিষার তেল ও চিনি দিয়ে বাটিতে নিয়ে, আরেকটা বাটি দিয়ে ঝাকি দিয়ে ভর্তা বানালাম অনেক মজা।
W3W Location

IMG_20220501_152220.jpg

শাশুর বাড়ির আম গাছে থোকা থোকা আম, গ্রামের থাকলে সবকিছু ফ্রেশ খাওয়া যায় ফরমালিনমুক্ত
W3W Location

IMG_20220430_155110.jpg

আমার ছেলেকে এভাবে দোলনায় চড়তে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল, ছোট বেলায় আমরা এভাবে দোলনায় চড়ছিলাম
W3W Location

IMG_20220609_100732.jpg

সিজনাল সব ফল কম বেশি খেতে হয় সিজনাল ফ্রুটস এর মধ্যে আম আর লিচু আমার বেশি পছন্দ।
লিখতে লিখতে অনেক রাত হয়ে গেছে তার জন্য ঘুম চলে আসতেছে

সবাই ভাল থাকেন, আল্লাহ হাফেজ, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেয়েদের কত সুবিধা। প্রত্যেকের দুটো করে বাড়ি। একটা বাপের বাড়ি আরেকটা শ্বশুরবাড়ি। ময়ুরপক্ষি টা আমার কাছে দারুণ লাগলো। সম্ভবত এটা কোন এক জাতের কবুতর তাই না? ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ

জি ভাইয়া মেয়েদের যেমন দুইটা বাড়ি আছে ছেলেদেরও দুইটা বাড়ি আছে। কিন্তু সমস্যা হচ্ছে ছেলেরা মেয়েদের মত শ্বশুরবাড়ি কে আপন করে নিতে পারে না

জি ভাইয়া মেয়েদের যেমন দুইটা বাড়ি আছে ছেলেদেরও দুইটা বাড়ি আছে। কিন্তু সমস্যা হচ্ছে ছেলেরা মেয়েদের মত শ্বশুরবাড়ি কে আপন করে নিতে পারে না

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার দক্ষতায় আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। গাছে ঝুলে থাকা কাঁঠালের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও ময়ূরপঙ্খীর ফটোগ্রাফি আমার কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যা দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দরী কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, পাশে থাকবেন

আপু আপনি সিজনাল ফল এবং বাপের বাড়ির খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। কাঠাল ,আম, জাম সব ফরমালিন মুক্ত দেখে আরো বেশি ভালো লেগেছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ফটোগ্রাফী গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

জি আপু একদম ফ্রেশ ফরমালিনমুক্ত গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা অসংখ্য ধন্যবাদ আপনার মতামত বলার জন্য

সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আবার আগের মত আমাদের মাঝে ফিরে আসে

অবশ্যই আপু দোয়া তো সবসময়ই রয়েছে যেন আপনার শ্বশুর আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। হাজী আপনি আমাদের মাঝে সিজনাল ফল এবং পাখির চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির গুলোর মধ্য থেকে আমার কাছে জামের ফটোগ্রাফি এবং কবুতরের ফটোগ্রাফি টা অনেক ভাল লেগেছে।

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন বাসার সবাই খুব অসুস্থ