বর্তমান সময়ে আমরা এক বিশাল দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা বলতে পুরো পৃথিবীকে বুঝাচ্ছি। আর দুঃসময় বলার পিছনে সব থেকে বড় কারণ প্রকৃতি। আসলে আমাদের পৃথিবীর প্রকৃতি দিন দিন এমন ভাবে নষ্ট হচ্ছে যার কারণে এখন থেকে কয়েক বছর পর যে মানুষ এই পৃথিবীতে টিকে থাকতে পারবে সেটা এখন নিশ্চিত নয়। আমরা আসলে আমাদের পৃথিবীর প্রাকৃতিকে বাজে ভাবে দূষিত করছি। যদিও আজকে সব গুলো বিষয় নিয়ে আলোচনা করবোনা আমি , শুধু একটা দিক অর্থাৎ পানি দূষণ নিয়ে কিছুটা আলোচনা করবো। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লাগবে। আর আজকে পোস্টটি বেশ গুরুত্বপূর্ণও বটে যাই হোক।
পানি দূষণ , আসলে এইটার কারণ যদি আমরা এখন খুঁজতে যাই তাহলে হাজার হাজার কারণ বেরিয়ে আসবে। আর হাজার হাজার কারণ গুলোর সমাধানও কিন্তু বের করা সম্ভব না। তবে সব থেকে বেশি এবং মূল কারণ গুলোকে যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে পানি দূষণ অনেকটাই রোধ করা যাবে। মূল মূল কারণ গুলোর কথা যদি আমরা বলি তাহলে শুরুতেই আসবে ময়লা আবর্জনা ফেলা নিয়ে। আমাদের আসে পাশে এমন বহুত নদী , পুকুর , নালা এইসব রয়েছে যেখানে শুধু ময়লা আর ময়লা। ময়লা যেন চারিপাশ থেকে ঘিরে রেখেছে সেই নদ নদীকে। যার কারণে সেইসব নদ নদীর পানি বাজে ভাবে দূষিত হচ্ছে।
বিশেষ করে বড় বড় কলকারখানা গুলো তাদের ময়লা আবর্জনা নদ নদীতে ফেলে থাকে। তো আমরা যদি এই জিনিষটা রোধ করতে পারি তাহলে অতি সহজেই পানি দূষণ কমাতে পারবো। এইটা ছিল মূল কারণ , যদিও আরো অনেক কারণ রয়েছে তার মধ্যে ১টা হচ্ছে পরিষ্কার সম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা। যদিও এই সমস্যা আগে যে হারে ছিল সেই তুলনায় এখন অনেক কমে গিয়েছে তবে এখনো দেখা যায় গ্রামীণ অঞ্চল গুলোতে। এইসব কারণেও দেখা যায় পানি দূষণ হচ্ছে।
সব শেষে একটাই কথা , পানির অপর নাম জীবন। এই এখন যেভাবে পানি দূষিত হচ্ছে এই হারে পানি দূষণ করলে কিছু সময় পর আমাদের অবস্থা খারাপ হবে। তাই আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা পানির অপচয় যাতে না করি। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ , ধৈর্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
এই পানি দূষণের কারণেই মানুষ অনেক বেশি অসুস্থ হচ্ছে। পানি পান করার কারণে আমাদের শরীরের অনেক ক্ষতি হচ্ছে। আসলে পানি দূষণের ফলে অনেক খারাপ অবস্থা হবে। তাই এই বিষয়ে সতর্ক থেকে পানি দূষণ করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। সব সময় আমাদের কে অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। আর আমাদের কারোরই উচিত না পানি অপচয় করা। আপনি অনেক সুন্দর করে লিখেছেন আপু পানি দূষণ নিয়ে আজকের এই পোস্টটা। খুব ভালো লেগেছে আমার কাছে পড়তে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পানি সম্ভবত সবচাইতে প্রয়োজনীয় জিনিস মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য। আর এই পানি আমাদের দ্বারা প্রতিনিয়ত দূষিত হচ্ছে। পানি দূষণ মানব সভ্যতাকে একেবারে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। এটা নিয়ে আমাদের সচেতন হতে হবে। বেশ দারুণ একটা পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পানি দূষণ বর্তমানে অনেক বড় একটি সমস্যা। নদীর পানির দিকে তাকালে নিজেরই খারাপ লাগে। খুবই দুর্গন্ধ বের হয় নদীর পানি থেকে। কলকারখানার বর্জ্যের কারণে নদীর পানি সবচেয়ে বেশি দূষিত হচ্ছে। এখন যদি এই ব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত না নেওয়া হয়,তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জলের অপচয় ব্যাপারটা হয়তো কিছুটা রোধ করা যেতে পারে, কিন্তু জল দূষণ রোধ করা অনেকটাই চাপের। কারণ যে পরিমাণে কলকারখানার ময়লা আবর্জনা কিংবা আমাদের নিত্য প্রয়োজনীয় ময়লা আবর্জনা আমরা ড্রেনের মাধ্যমে নদী বা বিভিন্ন জলাশয় ফেলেছি, এতে করে সবকিছু মেন্টেন করা খুব চাপের। তবে যদি সতর্ক হওয়া যায় একটু তাহলে হয়তো কিছুটা এই জল দূষণ কমানো সম্ভব। যাইহোক, বেশ সুন্দর একটা পোষ্ট ছিল আপু এটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS কেনার জন্য অনুরোধ করা হচ্ছে, এটা কমিউনিটির সকলের জন্য বাধ্যতামূলক। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"আরে ভাই, পোস্টটি অতুল করে বলা হয়েছে! 🙌 পানির গুরুত্ব এবং দূষণের ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত সচেতন করতে পারে। 🌎
এখানে আমাদের ভালো থাকবে যদি আমরা পানিটা সঠিকভাবে ব্যবহার করি এবং অপচয় করি না। 💧
আমাদের তখন শুধু ভালো করব, সম্মিলিত হব এবং পরিবেশকে সুরক্ষা করব! 🌟
আর দৃষ্টি নিয়ে, @xpilar.witness উইটনেসের মতো পরিশীলিত একজন ভোট দিন! 🙏
https://steemitwallet.com/~witnesses যেতে হবে। 🎉
আর অংশগ্রহন করুন, সমালোচনা করুন এবং নিজের ইমপ্রেশন যোগ দিন! 🤝
**VOTE FOR @xpilar.witness NOW! 🎉"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit