জল রঙ দিয়ে একটি ফুটন্ত ফুল গাছ অঙ্কন !! @shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

জল রঙ দিয়ে একটি ফুটন্ত ফুল গাছ অঙ্কন

20211026_123700.jpg

IMG-20211026-WA0014.jpg

18.jpgIMG-20211026-WA0022.jpg

আমার আজকের অঙ্কন জল রঙ দিয়ে একটি ফুটন্ত ফুল গাছ। জল রং দিয়ে আমার অঙ্কন করতে অনেক ভালো লাগে। আর সব চেয়ে বড় কথা হলো জল রঙ দিয়ে যেকোনো কিছুই অঙ্কন করলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে ও দেখতে অনেক ভালো লাগে। জল দিয়ে অঙ্কন করার অনেক ইচ্ছা ছিল আমার আর এখন সেই ইচ্ছা পূরণ করতে পারছি এই আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে। আমি সত্যি অনেক আনন্দিত যে আমি এই কমিউনিটির মাধ্যমে আমার দক্ষতা দিয়ে আমার করা অঙ্কন গুলো সবার মাঝে শেয়ার করতে পারছি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো কি ভাবে জল রঙ দিয়ে একটি ফুটন্ত ফুল গাছ অঙ্কন করলাম। আমি প্রতিবারের মতো খুব সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কন করার ধাপ গুলো শেয়ার করেছি। আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপ থেকে ছবি নেয়ার ও আপনাদের সাথে শেয়ার করার। আমার আজকের জল রঙ দিয়ে একটি ফুটন্ত ফুল গাছ অঙ্কনটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে ও পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের জল রঙের অঙ্কন টি .......

আমি আমার আজকের এই অঙ্কন টি করতে ব্যবহার করেছি জল রঙ , ছোট ও মাঝারি সাইজের ব্রাশ , আর্ট পেপার ও পানি।

এখান থেকে আমার অঙ্কন করার ধাপ গুলো শুরু করলাম।

1.

1.jpg

2.

2.jpg

3.

3.jpg

4.

4.jpg

5.

5.jpg

6.

6.jpg

7.

7.jpg

8.

8.jpg

9.

9.jpg

10.

10.jpg

11.

11.jpg

12.

12.jpg

13.

13.jpg

14.

14.jpg

15.

15.jpg

16.

16.jpg

17.

17.jpg

18.

18.jpg

18.jpgIMG-20211026-WA0014.jpgIMG-20211026-WA0022.jpg

দেখতে দেখতে তৈরি হয়ে গেলে ফুটন্ত ফুল গাছ অঙ্কন টি। আশাকরি আপনাদের কাছে আমার আজকের অঙ্কন টি পছন্দ হবে। সবাইকে অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপঅনার অংকন টি অনেক সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনার অনেক সুন্দর প্রতিভা র‍য়েছে।

অনেক ধন্যবাদ আপনাকে।

কি যে বলবো বুঝতে পারতেছি না আপনার অংকিত চিত্রটি এতো ভালো লাগতেছে আমার কাছে জাস্ট অসাধারণ হয়ছে। প্রসংশা পাওয়ার মতো একটি চিত্র অংকন করছেন। শুভকামনা রইল আপনার জন্য

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার জল রং দিয়ে ফুটন্ত ফুল গাছটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে ফুলটি অঙ্কন করেছেন। শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া।

খুবই সুন্দর হয়েছে জল রং দিয়ে ফুটন্ত ফুল গাছ।তোমার ড্রয়িং গুলো আমার খুবই ভালো লাগে।জল রং দিয়ে তুমি এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করেছো খুবই ভালো লাগছে। ড্রয়িং এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে।শুভ কামনা রইল।ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপু।

অংকন মানুষের মননশীল চিন্তা-ভাবনা ও সুপ্ত প্রতিভার প্রকাশ করে। যা আপনার মধ্যে বিদ্যমান। জাস্ট অসাধারণ হয়েছে। শুভকামনা আপনার জন্য

কথা সত্যিই, অনেক ধন্যবাদ ভাইয়া।

জল রং দিয়ে আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। এই ফুলের চিত্র অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।

অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার অঙ্কনকৃত জল রঙ দিয়ে একটি ফুটন্ত ফুল গাছ দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর আলোচনা করেছেন আপনি।
ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার ফুলের ছবিটি অংকন করা খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার অংকনটি।সামনের দিনগুলোর জন্য শুভ কামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে।

ফুটন্ত ফুল গাছ অঙ্কন এক কথায় অসাধারণ হয়েছে। আমার অনেক ভালো লেগেছে আপনার এই হাতের কাজটা দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য

অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনার অঙ্কণগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এতো সুন্দর সুন্দর কতে এক একটা আর্ট করেন যা দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। অনেক ভালো লেগেছে আমার আপনার আর্টটি। ফুলের কালার করাটা বেশি ভালো লেগেছে।

হাহা, তাহলে আমরা ছবি আকা সার্থক। অনেক ধন্যবাদ আপু।

জল রং দিয়ে আপনি খুবই সুন্দর একটি ফুল গাছ তৈরি করেছেন। প্রতিটি ফুল যেন সত্যিই ফুটে রয়েছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

ওরে আপি আপনার অংকন করার দক্ষতা দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ। এত্ত সুন্দর অংকন আপনি কি ভাবে করেন? অনেক সুন্দর হয়েছে আপু।
আপনার জন্য শুভ কামনা আপু।

চেস্টা বুঝলেন,, চেস্টা করতে হবে অনেক, অনেক ধন্যবাদ ভাইয়া।

জল রঙ দিয়ে একটি ফুটন্ত ফুল গাছ অনেক সুন্দর ভাবে অংকন করেছেন।সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন দেখার মত ছিল। আপনার প্রতি শুভকামনা রইল

অনেক ধন্যবাদ ভাইয়া।

  ·  3 years ago (edited)

ফোনে কবিতা শুনতেছিলাম আর কমেন্ট করতেছিলাম। আপনার ফুলের আর্ট দেখে একটা কবিতা মনে পরে গেলো সেটা হলো

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ততারপরে কি যে আছে থাক ও টুকু আর বলতে চাই না।😃😃 সুন্দর একটি ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু