মন থেকে ভালো থাকার চেষ্টা

in hive-129948 •  11 months ago 

মন থেকে ভালো থাকার চেষ্টা

cat-8239223_1280.png

image source

ভালো থাকাটা সম্পূর্ণ নিজের মনের একটা ব্যাপার বলে আমি মনে করি। হায়- হতাশ করে আসলে কোনো লাভ নেই বললেই চলে। যা যাওয়ার সে যাবেই , আর যা আসার সে আসবেই। কিছু কিছু সময় সুখ তৈরি হয় নিজের মনের ভিতর থেকে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বলতে পারেন মধ্যবিত্ত, যা ইনকাম করে তাই দিয়ে সংসার মোটামোটি ভাবে ভালো চলছে। হয়তো বড়লোকদের মতো এত ভালো খাবার খেতে পারে না, অথবা এত ভালো পোশাক পড়তে পারে না কিন্তু তবুও তারা খেয়ে বেঁচে ভালো আছে। আর এটাই মন থেকে আপনি যখন যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিকে মেনে নেন তাহলেই দেখবেন আপনিও ভালো আছেন।

আবার সমাজে এমনও কিছু কুকুরের সমতুল্য মানুষ আছে যারা টাকাকে টিস্যুর মতো ব্যবহার করতে পারে কিন্তু তবুও তাদের জিব্বাহ কুকুরের মতো ঝুলে থাকে টাকার জন্য। সে চাইলেই একজনকে সাহায্য করতে পারে কিন্তু সে এমন ভাবে সমাজে চলে যেন সে না খেয়ে আছে ও তার কিছুই নেই। প্রকৃতপক্ষে সে কখনোই ভালো নেই, সুখে নেই। কারণ সে সুখটাকে মন থেকে কখনো উপলব্দি করতে পারে না কিংবা অনুভব করতে পারে না। তার কাছে টাকায় যেন সব।

আরে ভাই তুমি শুধু নরলাম ভাবে চিন্তা করো যে আজকে তুমি মারা গেলে তোমার ইনকাম করা টাকা ভাগাভাগি করার জন্য তোমার সন্তান কিংবা তোমার পরিবারের মানুষ যুদ্ধ গেলে যাবে। তুমি কার জন্য কি করছো, কোনো কিছু কি একবার ভেবে দেখেছো। তোমার তো অনেক সম্পদ আছে সেটাকে তুমি উপভোগ কেন করছোনা। কেন তুমি টাকার জন্য এত হায় হতাশ করছো। জীবনে সুখে থাকার জন্য সবসময় টাকার প্রয়োজন হয়না। মনের সুখ হচ্ছে বড় সুখ আর পরিবার ও ভালোবাসার মানুষকে সময় দেয়ার মধ্যেও রয়েছে সুখের ভান্ডার।

নিজেকে সবসময় সবরকম পরিস্থিতে সুখে রাখার চেষ্টা করুন। আর এত চিন্তা কিংবা দুশ্চিন্তা করেও কি কোনো লাভ আছে ? না নেই , আপনার সাথে যখন যা হবার সেটাই হবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, সময় কখনো থেমে থাকে না। ঠিক সময়ের সাথে সাথে জীবনের কোনো কিছুই আটকা পরে থাকে না। জীবন চলতে থাকে ভালো সময় খারাপ সময় দুটো মিলিয়ে। শুধু মন থেকে মেনে নেয়াটা হলো বড় বিষয়। যেকোনো সময় যে কোনো পরিস্থিতিকে মন থেকে মেনে নেন, দেখবেন আপনার খারাপ সময় কখনোই আসবেনা।

জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। তখন মনকে এটা বলে বুঝতে হবে যা আপনার ছিলোনা তা আপনি চাইলেও আপনার কাছে আসবে না। আর যা আপনার সেটা আপনি না চাইলেও আপনার কাছেই বার বার আসবে। তাই কোনো কিছুতে কষ্ট না পেয়ে ভালো থাকতে হলে মনকে স্থির করুন ও মন থেকে বড় একটা নিশ্বাস নিয়ে ভাবুন এটাই আপনি আর এটাই আপনার জীবন।

সমাপ্ত.......

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই আপু যে জিনিসটা আমার সেটা যেভাবেই হোক আমি না চাইলেও আমার কাছেই চলে আসবে। ঠিক বলেছেন সুখটা আসলে মনের ব্যাপার। বাস্তবতার সাথে নিজের জীবনকে মানিয়ে নিতে পারলেই আমাদের জীবন সুন্দর এবং সুখের হবে। ভালো লাগলো আপনার আজকের লেখাগুলো পড়ে ধন্যবাদ আপু।

ভালো থাকাটা একদম নিজের দৃষ্টিভঙ্গীর ব্যাপার।কে আসলে কিসে ভালো তাকে তা বোঝা দায়।তবে আমি মনে করি নিজের যা কিছু আছে তা নিয়ে সুখী ভাবতে পারাটাই ভালো থাকা।এতো চাই চাই করে কি হবে।একদিন তো সবকিছু রেখে না ফেরার দেশেই চলে যেতে হবে।তাই যতটুকু আছে তা দিয়ে সবাইকে নিয়ে থাকার মাঝেই সুখ।চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন আপু।পড়ে ভালো লাগলো। ধন্যবাদ জানাই সুন্দর এই বিষয়টি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

জীবন থেকে কিছু চলে গেলে সেই মূহূর্তে ঠিক থাকা মুশকিল। কিন্তু এটা মেনে নিতে হবে যা চলে গেছে সেটা না আমার ছিল আর না কখনো আমার হবে। ব‍্যাপার টা এটাই। আমাদের সমাজের ধনী লোকগুলো যদি একটা কথা চিন্তা করত আজ আমি মারা গেলে এই সম্পদগুলো কী হবে কে খাবে। তাহলেই তারা হয়তো সেগুলোর যথাযথ ব‍্যবহার করতে পারত। সুন্দর বলেছেন।

Posted using SteemPro Mobile

একদমই আপু , ভালো থাকাটা নিজের মনে কাছে ৷ মন থেকে ভালো থাকতে চাইলে ভালো থাকা যায় ৷ জীবনে কত কিছু আসবে যাবে এতে আফসোস রেখে লাভ নেই ৷ ছোট জীবন আমাদের উপভোগ করাটাই ঠিক হবে ৷ যাই হোক , খুবই সুন্দর কিছু কথা লিখেছেন ৷ আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপু শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

প্রথমত যার প্রত্যাশা যত কম,সে তত বেশি সুখী। দ্বিতীয়ত যে বা যারা যেকোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে,দিনশেষে তারাই সুখী। কিন্তু কিছু কিছু মানুষ অল্পতেই প্রচুর পরিমাণে হতাশ হয়ে যায়। সেই মানুষগুলো কখনোই প্রকৃত সুখী হতে পারে না। কারণ তাদের চাহিদা জীবনেও শেষ হয় না। তারা সারাজীবন অর্থের পিছনে ছুটবে ঠিকই, কিন্তু জীবনে কখনোই সুখী হতে পারবে না। সুতরাং সুখী হতে হলে চাহিদা কমাতে হবে এবং মন থেকে ভালো থাকার চেষ্টা করতে হবে। তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে ভালো রাখবেন। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আমি মনে করি ভালো থাকাটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আমার যা কিছু আছে তা কিছু নিয়ে যদি আমি গর্ববোধ করি এবং প্রিয়জনের প্রতি আস্থা রাখি সেটাই প্রকৃত সুখ।অন্যেরটা দেখে
বা লোভ করে আমার কিছু আসে যায় না। আমি জানি আমার তার মত অবস্থান হবে না। তাইতো নিজের যা আছে এবং বাস্তবতার সাথে মানিয়ে নেওয়াই সুখ। বেশ দারুন ভাবে আমাদের মাঝে
পোস্টটি শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো আপু।