প্রকৃতির সাথে ফুলের ফটোগ্রাফি

in hive-129948 •  last year 

প্রকৃতির সাথে ফুলের ফটোগ্রাফি

IMG-20230827-WA0036.jpg

পৃথিবী সত্যি খুব সুন্দর, যদি সেটা নিজের মতো করে উপভোগ করা যায়। আমরা সবসময় এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে পারি না। আমাদের নিজের ভিতরে থাকা অহংকার কিংবা দাপটের কারণে নিজেকে নিজেই অনেক বড় কিছু মনে করতে থাকি। যার কারণে মন থেকে প্রাকৃতিক যে সৌন্দর্য গুলো আছে কিংবা আমাদের চারপাশে হাজারো অসহায় মানুষ আছে এমন আরো অনেক কিছুই আমাদের চোখে ধরা পরে না। কিন্তু আপনি একটা বার নিজেকে নিজের অবস্থান থেকে সরিয়ে একটু অন্য ভাবে ভাবুন, নিজেকে একটু সময় দিন, নিজের সাথে নিজে একটু কথা বলুন দেখবেন পৃথিবীটা কত সুন্দর। আর আমাদের চারপাশের মানুষ গুলো কতটা অসহায়।

আমি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। যার কারণে এই ইট পাথরের শহর থেকে একটু দূরে থাকি। যেখানে আছে সবুজে ঘেরা প্রকৃতি আর কিচিরমিচির পাখির শব্দ। খুব বেশি জরুরি কিছু না হলে এই যানজট আর ধুলোবালির শহরে আসা হয়না বললেই চলে। যাইহোক, শহর থেকে কিছুটা ভিতরে এই আফতাব নগর। এখানে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। আগেও আমি প্রাকৃতিক কিছু ছবি দিয়ে একটি পোস্ট করেছি ,আর আজকেও আফতাব নগরের আরো বেশ কিছু ফুলের সৌন্দর্যের সাথে কিছু ছবি শেয়ার করে আজকের এই পোস্টি করেছি।

প্রকৃতিটির মাঝে ঘুরে বেড়াতে যেমন ভালো লাগে তেমনি প্রকৃতির কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করতেও বেশ ভালো লাগে। মানুষ হয়তো এই ছবি গুলোকে কাজে লাগাই ফেসবুক কিংবা ইন্সটাগ্রামে। আর আমাদের জন্য আমার বাংলা ব্লগ পরিবার। আমার প্রতিটা কাজ , প্রতিটা অনুভূতি , প্রতিটা সময় শেয়ার করি এই আমার বাংলা ব্লগে। তাই আমি মনে করি এটি আমাদের একটি পরিবার থেকেও কোনো অংশে কম নয়। আশাকরি আপনাদের কাছে আমার তোলা সুন্দর কিছু প্রাকৃতিক ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG-20230827-WA0039.jpg

IMG-20230827-WA0043.jpg

IMG-20230827-WA0050.jpg

IMG-20230827-WA0054.jpg

IMG-20230827-WA0058.jpg

IMG-20230827-WA0060.jpg

IMG-20230827-WA0061.jpg

IMG-20230827-WA0063.jpg

IMG-20230827-WA0070.jpg

IMG-20230827-WA0071.jpg

IMG-20230827-WA0076.jpg

IMG-20230827-WA0078.jpg

what3words.com লোকেশন


সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

ক্যামেরাXiaomi Redmi Note 10 Pro Max
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনআফতাব নগর, ঢাকা।
তারিখ25.08.2023
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতি আমার ও খুব ভালো লাগে।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।আকাশ কালো মেঘে ঢেকে আছে। এমন দৃশ্য দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে আপু।আসলে দেখার মতো চোখ থাকলে এই প্রকৃতির সৌন্দর্যকে দেখা যায়। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে প্রকৃতির সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন আপু প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে যেমন ভালো লাগে সেই সব ছবিগুলো নিজে ক্যামেরাবন্দি করে রাখলেও বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মধ্যে আকাশ গুলো বেশ মেঘলা দেখাচ্ছিল মনে হচ্ছে কিছুক্ষনের মধ্যে বৃষ্টি নামবে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

  ·  last year (edited)

একদম ঠিক বলেছেন আপু পৃথিবী সত্যিই অনেক সুন্দর কিন্তু আমরা নিজের মতো করে তা উপভোগ করতে পারি না। পৃথিবীকে দেখার মত মানুষের যে সুন্দর মন প্রয়োজন সেই সুন্দর মন এখন মানুষের মধ্যেই নেই। যাইহোক আপু চমৎকার ফটোগ্রাফি আপনি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

একদম ঠিক বলেছেন আপু অহংকারের কারণে আমরা আমাদের নিজেকে অনেক বড় মনে করি আর এজন্যই আমরা এই সুন্দর পৃথিবীকে সুন্দরভাবে উপভোগ করতে পারি না।আমিও আপনার মত প্রকৃতিকে অনেক ভালোবাসি।নিজেকে প্রকৃতির মাঝে বিলীন করে দিতে চাই।প্রকৃতির ফটোগ্রাফি করতেও অনেক ভালোবাসি।আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি আপু ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

এই পৃথিবী সৃষ্টিকর্তা তার নিপুন হাতে তৈরি করেছেন। পৃথিবীর এই সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। আপনি আজকে প্রাকৃতির সাথে ফুলের কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপু আপনি আজকে আমাদের মাঝে প্রকৃতির খুব সুন্দর সুন্দর ছবি তুলে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রকৃতি আসলেই অনেক সুন্দর তার মধ্যে আপনি কয়েকটি ফুলের ছবি তুলেছেন দেখতে তো চমৎকার লাগছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

একদম ঠিক বলেছেন পৃথিবী নিজে থেকে অনেক সুন্দর ।শুধু সেটি দেখার মত মন মানসিকতার অভাব আমাদের। আত্ম অহংকার আর দাপটে আমরা ডুবে আছি সৌন্দর্য যেন সব টাকার মধ্যে আছে সেটাই ভেবে বসে আছি।
আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে হলুদ ফুল উপরে ড্রাগন ফ্লাই এর উড়ার দৃশ্য সেই সাথে আকাশ। একটি ফটোর মধ্যে যেন হাজারো সৌন্দর্য নিহিত রয়েছে।

প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য এবং সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুক্ত হলাম। আপনি খুবই সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন এবং বর্ণনা করেছেন, দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আপু আপনি একদম সঠিক বলেছেন আসলে পৃথিবী খুবই সুন্দর। যদি সুন্দরভাবে উপভোগ করা যায় তাহলে প্রকৃতিকে খুব সুন্দর করে উপভোগ করা সম্ভব। আপনার প্রতিটি কথা শিক্ষনীয় ছিল। তাছাড়া আফতাব নগর জায়গাটি দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। মনে হয় জায়গাটি অনেক সুন্দর হবে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে প্রকৃতির ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

সত্যি দিদি ইট পাথরের শহরে যেন দম বন্ধ হয়ে আসে চারিদিকে শুধু কার্বন ডাই অক্সাইড। কিন্তু গ্রাম বাংলাতে এসবের মাত্রা খুব কমই থাকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ সকাল সন্ধ্যা পাখিদের কোলাহল মনটা যেন আনন্দে ভরে যায়। আমিও প্রকৃতিকে খুব ভালোবাসি আর আমার মনে হয় প্রকৃতিকে সবাই ভালবাসে। দিদি আপনার প্রকৃতির সাথে প্রত্যেকটি ছবি আমার কাছে খুব খুব ভালো লেগেছে।ধন্যবাদ দিদি এত সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ইট পাথরের ঢাকা শহর থেকে প্রায় সকল মানুষই সৌন্দর্য উপভোগ করার জন্য আফতাব নগরে যাই। কারণ প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে পারলে অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করে। লজ্জাবতী ফুল গাছে দেখছি অনেক সুন্দর ফুল ফুটেছে।

প্রকৃতির অপরূপ শোভা আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম আপু। খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো। তবে প্রথম যে ফুলটি এটি খুবই ইউনিক মনে হলো। আর কালারটি ও ডিজাইনটি খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।