রমজানের শেষ ইফতার
গতকাল রাতেই খবর পেয়েছি সৌদিআরবে চাঁদ দেখা গিয়েছে। তাহলে আজ তাদের ঈদের দিন। আর আজ সৌদি আরবে ঈদের দিন মানেই কাল আমাদের ঈদ। প্রতি বছর ত্রিশটি রোজা হলেও এবার আমাদের রোজার সংখ্যা ঊনত্রিশটি। আর আজকেই আমরা সকল মুসলিমদের জন্য শেষ ইফতার। হতে পারে আবার কারো জন্য এটাই জীবনের শেষ ইফতার। পৃথিবীতে বেঁচে থাকা কোনো মানুষ বলতে পারবেনা যে আগামী রমজানে সে আবারো এবারের মতো করে ইফতার করতেই পারবে। প্রতিটি মুসলিম প্রতি রমজানের প্রতিটি দিন চেষ্টা করে সেহরিতে ও ইফতারে ভালো কিছু করার জন্য ও ভালোকিছু খাওয়ার জন্য। আর যারা খুব বেশি গরিব ও দুঃখী , ভালো কোনো খাবার খেতে পারে না তাদেরকে আমাদের পক্ষ থেকে ভালো কিছু খাওয়ার ব্যবস্থা করে দেয়া যেমন আমাদের দায়িক্ত ও কর্তব্য ঠিক তেমনি ধর্মের দিক থেকেও অনেক বড় একটা সওয়াবের কাজ।
মজানের শেষ ইফতারে আজ আমি ঘরে কোনো খারাব তৈরি করেনি। এই রমজানের প্রতিটি দিন প্রতিটি ইফতারে আমি নিজেই বাসায় সকল খাবারের আয়োজন করেছি কিন্তু এই শেষ ইফতারের খাবার গুলো সব বাহির থেকে কিনে আনা হয়েছে। যদিও আমি বাহিরের খাবার তেমন একটা পছন্দ করি না তবে সম্পূর্ণ আমার উনার ইচ্ছাতে এগুলো এনেছে ও ইফতার প্লেট সাজানো থেকে শুরু করে ছবি তোলা পর্যন্ত সবকিছুই তিনি করেছে। সারাদিন রোজা থাকার পর ইফতার করার জন্য খাবার সামনে নিয়ে বসে থাকাটা সত্যি বেশ কষ্টকর। তারমধ্যে আজকে খাবারের আইটেম পরিবর্তন ও নতুন খাবারের ঘ্রান।
খাবারের থেকে আরো বেশি লোভনীয় হচ্ছে খাবারের পরিবেশন। সত্যি কথা বলতে আমি নিজেও পারতামনা এত সুন্দর করে একটি প্লেটে এত গুলো আইটেমকে একসাথে করে সাজিয়ে পরিবেশন করতে। উনি একটি প্লেটের মধ্যে সবগুলো আইটেম একসাথে করে সুন্দর ভালো সাজিয়ে পরিবেশন করার কারণে দেখতে বেশ সুন্দর লাগছে ও লোভনীয় যাচ্ছে। জানিনা সামনের রমজানে এমন ভাবে ইফতার করতে পারবো কিনা।
মুসলমানদের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন হলো ঈদের দিন। টানা একমাস রোজা রাখার পর চলে আসলো আনন্দের দিনটি। রাত ফেরিয়ে সকাল হলেই সবাই মিষ্টি মুখ থেকে শুরু করে নতুন কাপড় পড়া, ঈদ্গার মাঠে গিয়ে একসাথে সকলের মিলে নামাজ পড়া, তারপর শুরু হয় সালাম করা ও সালামী নেয়ার পালা। এই বিষয় গুলো সত্যি সকল মুসলিমদের জন্য অনেক বেশি আনন্দের ও ভালোবাসার।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
অগ্রীম ঈদ মুবারক দিদিভাই @ayrinbd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ঈদ মোবারক আপনাকে পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় অতিবাহিত করুন এমনটাই প্রতার্শা ৷ হ্যাঁ আজ থেকে রজা শেষে ৷ প্রায় ৩০ দিন ঈশ্বের নিকট প্রার্থনা বলা যায় ৷ তবে সত্যি বলতে বেশ ভালো বলেছেন ৷ যে এই বছরের শেষ রজা ৷ জানি না হয়তো সামনের বছর নাও দিতে পারে ৷ সর্বোপরি সব তার হাতে ৷
তবে যা হোক আজকের শেষ ইফতার করা আয়োজন দেখে ভালো লাগলো ৷ আসলেই খাদ্যের স্বাদের চেয়ে পরিবেশন আর ডিজাইন ভালো লাগে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু প্রথমে আমি আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। রমজান মাসের শেষ ইফতারের খাবারগুলো বাইরে থেকে কিনে আনা হলেও খাবার গুলো খুবই সুস্বাদ এবং মানসম্পন্ন ছিল। সত্যি আপু একমাস রোজা রাখার পরে আসে আমাদের মাঝে অত্যন্ত আনন্দের দিন, ঈদের দিন। ঈদের দিনে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ, এটাই আমি প্রত্যাশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ মোবারক আপু। নিশ্চয়ই আপনার আজকের দিনটি অনেক ভালো কাটছে। এবছর ২৯ টি রোজা হয়েছে দেখছি। ঈদের আগের দিনের শেষের রোজাটা আপনারা বাইরে থেকে আনিয়ে খেয়েছেন, তবে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে খাবারের আইটেম গুলো। আপনার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এগুলো আর ফটোগ্রাফিও খুব সুন্দর করে করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি আমাদের মাঝে রমজানের শেষ ইফতারি নিয়ে উপস্থিত হয়েছেন। আশা করি ঈদের দিন আপনার খুব সুন্দর কেটেছে আপনজনদের সাথে খুবই আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে ঈদের দিনটা অতিবাহিত করেছেন। আপনার প্রত্যেকটা দিন যেন এমন আনন্দ ভালো হয় সেই দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit