প্রতিদিন কারোই একই রকম ভাবে যায় না। একদিন ভালো গেলে হয়তো পর দিন খারাপ যেতে পারে। সবসময় যে একটা মানুষ আনন্দ ফুর্তিতে থাকবে এটা কোন কথা হতে পারে না, দুঃখ আনন্দ সবকিছু মিলিয়ে মানুষের জীবনযাত্রা । আর এটাই স্বাভাবিক।
কিছু কিছু দিন আমাদের কোন না কোন একটা কারণে মন খারাপ থাকে, কিন্তু কেন মন খারাপ? কার জন্য মন খারাপ ? এটা কখনো কখনো আমরা বলতে পারি না। কারণ মনটা এমন থাকে যে বলার মত কিছুই থাকে না।
আর সত্যি বলতে এই মন খারাপের বিষয়টি একদম অসহ্যকর। না কার সাথে কথা বলতে ইচ্ছে করে আর না মন খারাপ নিয়ে বসে থাকতে ইচ্ছে করে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মন খারাপের নীল আকাশে নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
মন খারাপের নীল আকাশে |
---|
মনের গভীরে অস্বাভাবিক চিন্তা ভাবনা,
চারেদিকের সবকিছু যেন নিস্তব্ধ
ভাবনারা কেরেছে সাজ।
খোলা আকাশের পানে,
এই একলা আকাশ আর দক্ষিনা বাতাস
আমাকে যেন টানে।
আজ মেঘ জমেছে কালো,
যেখানেই যাই গুড়ুম গুড়ুম শব্দে
লাগছে না আর ভালো।
ওই দূর নীলিমার পানে,
মন খারাপের বাইনারা সব
আমায় যেন টানে।
রাস্তারা সব একা,
জানি না আর ফিরবো কি না
দুঃখরা দেই যে শুধু দেখা।
বড় একলা একলা লাগে,
নির্বিশেষে দুঃখরা সব
নিশংসতায় জাগে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন। কয়েকটা দিন ভালো গেলে বাকি কয়েকদিন খারাপ যায়। ঠিকই বলেছেন আপু, মাঝে মাঝে এমন মন খারাপ হয় যে এই মন খারাপের কারণ কাউকে বলা যায়। আপনি মন খারাপের অনুভূতিগুলো নিয়ে আজ কবিতা লিখেছেন। কবিতা টি খুবই ভালো লেগেছে আমার কাছে।
এই কয়েকটি লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনি মানুষের সপ্তাহে সাতটা দিন একই রকম যায় না। এইটা হলে মানুষের জীবনযাত্রা। যাহোক আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর কবিতা লিখেন। কবিতার কথাগুলো কত সুন্দর। এত চমৎকারভাবে লিখি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু সত্যি কিন্তু মন খারাপ হলে কাউকেই বুঝানো যায় না মনের কষ্ট গুলো। তখন চারদিকের কিছুই ভালো লাগে না। আপনি একদম ঠিক কাজটিই করেছেন আপনার মন খারাপের কথা গুলো কবিতার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার সম্পন্ন কবিতাটি কিন্তু দারুন ছিল। তবে বেশী ভালো লেগেছে নিচের কথা গুলো-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা গুলো সবসময়ই অন্য লেভেলের হয়ে থাকে আপু। আমার খুব ভালো লাগে কবিতা গুলো। আজকের কবিতাটি অনেক বেশি ভালো ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে চমৎকার চমৎকার কবিতা লিখে শেয়ার করেন।যা ভীষন ভালো লাগে। আজ মন খারাপের নীল আকাশে কবিতাটি ও খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে। এটা ঠিক মন খারাপ হলে কোনকিছুই আসলে ভালো লাগে না।দারুন ছন্দে কবিতাটি শেয়ার করলেন মনের অনুভূতি দিয়ে।ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সুখ দুঃখ মিলিয়েই জীবন। দুঃখ আছে বলেই সুখের এতো দাম। তবে এটা ঠিক মাঝেমধ্যে এমনিতেই মন খারাপ হয়ে যায় এবং সেটার নির্দিষ্ট কারণও আমরা বলতে পারি না। যাইহোক "মন খারাপের নীল আকাশে" নামক কবিতাটি চমৎকার হয়েছে আপু। কবিতার প্রতিটি লাইন দারুণ লেগেছে আমার কাছে।
তবে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit