এই বিশাল পৃথিবীতে কেউই থাকতে আসেনা। সবারই একদিন না একদিন চলে যেতে হয় না ফেরার দেশে। তবে অকালেই যখন একজন ভালোবাসার মানুষ একজন আরেকজনকে রেখে চলে যায় তখন যেন আর মেনে নেয়া যায়না। আর সেই ভালোবাসার মানুষ হতে পারে মা, বাবা, ভাই-বোন কিংবা আরো কাছের কিংবা আপন জন। অনেকেই হয়তো অনেক রকমের কথা দিয়ে চলে যায়। সেই কথা দেয়াটা আর পূরণ করা হয় না। একটা মানুষের দেহ থেকে যদি একবার প্রাণটা আলাদা হয়ে যায় তাহলে সেটি ভিতরে প্রবেশ করানোর উপায় আর কারো নেই। আর এটাই সৃষ্টিকর্তার একরকম ক্ষমতা কিংবা শক্তি।
বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে। আমরা সকলেই জানি, কার কখন কিভাবে দেহ থেকে প্রাণটা আলাদা হবে এটা কেউ কখনই জানিনা। আশা নিয়ে ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই সবাই আর যখন এই আশা আর ভালোবাসার মায়া ত্যাগ করে যখন না ফেরার দেশে চলে যায় তখন সত্যি কষ্টটা লিখে কিংবা বলে হয়তো প্রকাশ করা সম্ভন না। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে চলে গেলে তুমি নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
চলে গেলে তুমি |
---|
সাদা কাপড়ে মুরে
বল আমায় একবার,
তোমাকে হারাতে চাইনি আমি
ভালোবাসি বলেছি বার বার।
শুয়ে আছ খাটিয়াই,
তুমি চলে গেছো তাই পৃথিবীতে
এখন আমারও তো নেই কোনো ঠাই।
রেখে যেওনা আমায় একা,
সারাটি জীবন শুধু কেঁদেই যাব
পাবো না সুখের দেখা।
পুরো পৃথিবী আমার কাছে,
সঙ্গী ছাড়া সঙ্গিনী একা
কি করে ধরায় বাচে।
আমার প্রিয় হয়ে,
আমি যে শুধু তোমারি আছি
তোমারি যাব রয়ে।
কিভাবে চুপ আছো,
আবার ফিরে এসে আমায় ভালবেসে
আমার হয়ে বাঁচো।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

আসলেই আপু এই পৃথিবীতে আমরা দুই দিনের মেহমান মাত্র। আমাদের সবাইকে যেকোনো সময় পৃথিবী ছেড়ে অবশ্যই চলে যেতে হবে। তবে প্রিয় মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন সেটা মেনে নিতে খুবই কষ্ট হয়। কিন্তু আমাদের কারোরই কিছু করার থাকে না তখন। প্রিয় মানুষ গুলো জীবিত থাকা অবস্থায় অনেক আশা দিলেও, সেগুলো তখন আর পূরণ হয় না। আসলে জীবনটা এমনই। তবুও আমরা পৃথিবীতে একটু ভালো থাকার জন্য কতো আয়োজন করি। কিন্তু পরকালের জন্য আমল করার সময় নেই আমাদের। আমি মনে করি প্রকৃতপক্ষে আমরা হচ্ছি বোকা। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার বিষয়বস্তুটা এককথায় অসাধারণ। কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে আপু। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি খুবই সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু প্রতিনিয়ত আপনার কবিতাগুলো আমি দেখিয়ে এবং পড়ে থাকি আপনার প্রতিটি কবিতায় আমার কাছে খুবই ভালো লাগে আজকে আপনি যে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন এটিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আবারো একটি নতুন কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ মরনশীল এবং সবাইকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রিয় আর আপনজন হোক না কেন ছেড়ে চলে যাবেই। ধরে রাখতে পারলে হয়তো একবার অন্তত সবাই চেষ্টা করতো।
আপনি বেশ গভীর একটি সত্য বিষয় নিয়ে গুছিয়ে কবিতা উপস্থাপন করছেন। এমনিতেই আপনার কবিতা দারুন হয়, আজকের কবিতাটি অন্য লেবেলে ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ চমৎকার আবেগ দিয়ে গড়া আপনার আজকের এই কবিতা। যেখানে প্রিয়জন হারানোর এক অন্যরকম আবেগ অনুভূতি ফুটে উঠেছে কবিতার লাইনে মাঝে। বেশ ভালো লাগলো আপু আপনার লেখা আজকের কবিতাটা আবৃত্তি করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপন -পর সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে।কেউ বেঁচে থাকতে পারন্বেনা আজীবন।প্রিয় মানুষটি চলে গেলে কষ্টের আর শেষ হয়না।চাইলেও আর ফিরিয়ে ও আনা যায় না।ফেলে আসা সেই সুন্দর মুহুর্ত গুলো আমাদের কাঁদায়।সেই অনুভূতি নিয়ে আজ চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু।কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit