নিউ মেম্বারদের কি ভাবে স্টিমিট লিংকআপ করতে হবে !! আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল

in hive-129948 •  2 years ago 

9.jpg

স্টিমিট ব্লকচেইন এমন একটি ফ্লাটফর্ম যেখানে আপনি আপনার নিজের সকল রকম দক্ষতাকে নিজের মতো করে সকলের সামনে তুলে ধরতে পারেন। নিজের দক্ষতা, নিজের আগ্রহ, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারেন। আমরা নিজে থেকে যাই পারিনা কেন তাই নিজের কাছে অনেক কিছু। নিজেকে কখনো ছোট করে ভাববেন না ও তুচ্ছ মনে করবেন না। আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে করা যেকোনো কাজ হয়তো সকলের কাছে পছন্দ হয়ে যেতেও পারে। তাই নিজের যোগ্যতা দিয়ে নিজের মতো করে আপনি আপনার দক্ষতাকে আমাদের মাঝে তুলে ধরুন আমার বাংলা ব্লগ এর মাধ্যমে ও নতুন ভাবে নিজেকে সাজিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন।

যারা নতুন অবস্থায় কারো রেফার হয়ে আমার বাংলা ব্লগে যুক্ত হয় তখন তাদের বেশ কিছু কাজ থাকে। যেমন প্রথম অবস্থাতেই নিয়ম মেনে ইন্ট্রো পোস্ট করতে হয় এরপর গাইডলাইন পাওয়ার পর ডিসকোর্ডে যুক্ত হতে হয়। ডিসকর্ডে যুক্ত হওয়ার পর প্রথমেই তাদের লিংক আপ করতে হয় আর এই কাজটা অনেকের কাছে বেশ কঠিন একটি কাজ বলে মনে হয়। আসলে প্রতিটি বিষয় খুব সহজ থাকে তবে যদি সেটা জানা থাকে। আর অজানা থাকলে এই সহজ কাজটিও অনেকের কাছে বেশ কঠিন বলে মনে হয়ে থাকে।

আজকে এই কঠিন বিষয়টিকে আরো সহজ ভাবে বুঝানোর জন্য স্ক্রিনশট দেখিয়ে এই পোস্টটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। যাতে করে খুব সহজেই এই পোস্ট দেখে স্টিমিট লিংক আপ করে নিতে পারেন।

ধাপ-১

প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ডিসকোর্ড apps ইনস্টল করে লিংকের মাধ্যমে আমার বাংলা ব্লগ ডিসকোর্ড সার্ভারে যুক্ত হতে হবে। এটি হলো আমার বাংলা ব্লগের ডিসকোর্ড সার্ভার এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে।
সেখানে প্রবেশ করার পর #newbie-chat এই নামে একটি চ্যানেল খোলা পাবেন সেখানে আপনাদের সকল রকম সমস্যার কথা শেয়ার করতে পারেন। কমিউনিটির মডারেটরগণ উত্তর দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। আর এই চ্যানেলটি শুধুই নিউ মেম্বারদের জন্য।

010.png

ধাপ-২

আমার বাংলা ব্লগ ডিসকোর্ড সার্ভারে প্রবেশ করার পর একটু নিচের দিকেই #steemit-discord-linkup নামে একটি চ্যানেল পাবেন সেখানে ক্লিক করবেন।

11.png

ধাপ-৩

#steemit-discord-linkup চ্যানেলে প্রবেশ করার পর ঠিক এই ভাবে ডিসকোর্ড আইডি ও স্টিমিট আইডি লিখবেন।

12.png

ধাপ-৪

এবং সেখানে সঠিক ভাবে আপনার ডিসকোর্ড আইডিটি লিখবেন ও সঠিক ভাবে আপনার স্টিমিট আইডির নামটি লিখবেন।

10.png

ঠিক এভাবেই আপনি আপনার লিংক আপ কাজটি খুব সহজেই করে নিতে পারেন। এরপর আপনার এই লিংক আপ এর মাধ্যমে আমরা আমাদের কাজ গুলো করে নিতে পারবো খুব সহজেই।

এরপরও কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা কোন প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে #newbie-chat এই চ্যানেলে আমাকে ম্যানশন করে প্রশ্ন করতে পারেন যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিউ মেম্বারদের জন্য অনেক অনেক উপকারে একটি পোস্ট করেছেন আপনি। যারা আমার বাংলা ব্লগ কমিউনিটির নতুন মেম্বার তাদের উচিত এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে কাজে মনোযোগী হওয়া। সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

অবশ্যই যারা নিউ মেম্বার আছে তাদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। কাউকে রেফার করতে গেলে এই পোস্ট কপি করে তাকে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া যাবে। আমি নিজেও এই পোস্ট রিস্টিম করে রাখছি। অনেক ধন্যবাদ আপু।

হা ভাইয়া আপনাদের রেফার করা মেম্বারকে এখন লিংক আপ করাতে আর সমস্যায় পড়তে হবে না।

আপনাকে অনেক ধন্যবাদ,এ ধরণের একটি প্রয়োজনী পোস্ট দেয়ার জন্য।আমি আপনার পোস্টটি রিস্টিম করে রাখছি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য জন্য।

নতুন মেম্বারদের জন্য খুবই উপকারী একটি পোস্ট করেছেন। নিউ মেম্বারদের এই ডিসকর্ডে লিংক আপ সব সময় সমস্যা হয়। এখন থেকে আপনার এই পোস্ট দেখে, সহজেই ডিসকর্ডে লিংকআপ হতে পারবে। ধন্যবাদ আপনার সুন্দর গাইড লাইনের জন্য।

হা ভাইয়া সেই প্রত্যাশা করছি।

নতুনদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেটা দ্বারা অনেকে উপকৃত হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু।

ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যর জন্য।

আমার বাংলা ব্লগ এ যারা নতুন মেম্বার আসে। তারা অনেকেই বুঝতে পারে না।যে কিভাবে কি করতে হবে।এই পোস্টে মাধ্যমে তারা সুন্দর ভাবে বুঝতে পারবে বলে মনে করি।

হা তবে যারা সত্যিই বুঝেনা তাদের এই পোস্টের মাধ্যমে ও বুঝানো সম্ভব না।

আপু নতুনদের জন্য বেশ উপকারী পোস্ট। ভালো ছিলো।ধন্যবাদ

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

নিউ মেম্বারসহ আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী এই পোস্ট। স্টিমিটে লিংকআপ করার সম্পূর্ণ পদ্ধতি আপনি অত্যন্ত চমৎকার করে এই পোস্টে উল্লেখ করেছেন। এখন সকলের জন্য লিংকআপ করা অনেক সহজ হয়ে যাবে। সবগুলো বিষয়ে একসঙ্গে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যথার্থ মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।

নিউ মেম্বারদের জন্য খুব সুন্দর একটি উপকারী পোস্ট আপু।এই পোস্ট পড়ে খুব সহজে নিউ মেম্বারদের লিংক আপ করে সহযোগিতা করতে পারবে।আমাদের জন্য ও বেশ উপকার হলো ভুলে গেলে এখান থেকে শিখে নিতে পারবো।ধন্যবাদ আপু।

অনেক সুন্দর একটি কাজ ছিলো এটি আপু ৷ সত্যিই নতুন মেম্বারদের স্টিম লিংকআপ একটি দারুণ সমস্যা ৷বিভিন্ন ভাবে বোঝার পরও অনেক বুঝে না এবিষয়টি ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

আশা করছি এই পোষ্টের মাধ্যমে এবার তাদের সমস্যার সমাধান হবে।

সময় উপযোগী একটা পোস্ট ছিল এটি । বিশেষ করে এবারের প্রথম ক্লাসে অনেকেই এটি করতে ব্যার্থ হচ্ছিলো বিধায় ক্লাস টাইম অনেক বেশি বেড়ে গিয়েছিল । তবে এখন শুধু মাত্র এই পোস্ট টি পড়ার মাধ্যমে যে কোন নিউ মেম্বার খুব সহজেই তার স্টিমইট আইডি ডিস্কর্ডের সাথে লিংকআপ করতে পারবে ।

হা মেইন বিষয়টা উল্লেখ করেছেন ভাইয়া, তবে আরও অনেক সমস্যায় পড়তে হতো আমার।

সত্যিই আপু নতুনদের জন্য এটা অনেক উপকার দিবে। নতুন অবস্থায় ডিস্কুর্ড আর স্টিমেট এর মধ্যে লিংকাপ করতে অনেক সমস্যা হয় । প্রথমদিকে ভুলক্রমে আমার দুইটি আইডি ক্রিয়েট হয়ে গিয়েছিল। এই পোস্ট অনুসরণ করে নতুনরা সহজে এই সমস্যার সমাধান করতে পারে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হা ভাইয়া তাদের সুবিধার্থেই এই পোস্ট।

নতুনদের উদ্দেশ্যে খুবই চমৎকার একটা টিউটোরিয়াল আজকে আপনি শেয়ার করলেন আপু। এই টিউটোরিয়ালটি নতুনদের খুবই কাজে আসবে বলে আমি মনে করি কেননা তারা নতুন হবার কারণে কিভাবে ডিসকার্ড এ লিংক আপ করতে হয় সেটা জানতো না। এখন তারা সহজেই জেনে যাবে এই টিউটোরিয়ালটি পড়ার মাধ্যমে কিভাবে ডিসকার্ড এ লিঙ্কআপ করতে হয়।

হা ভাইয়া চেস্টা করেছি বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার ধন্যবাদ আপনাকে

যারা একদম নতুন তাদের জন্য এই পোষ্ট খুবই উপকারে আসবে, কারণ এমনিতেই তারা নতুন এই বিষয়গুলো সম্পর্কে অভ্যস্ত নয় তাদের কাছে সহজ বিষয়টিও অনেক কঠিন হয়ে দাঁড়ায়, এই পোস্ট দেখার পর আশাকরি লিংক আপ করার বিষয়টি খুব সহজ হয়ে যাবে।

হা একমাত্র নিউ মেম্বারদের উদ্দেশ্য এই পোস্ট। আশাকরি আর সমস্যা হবে না।

লিংক আপ করা টিউটোরিয়াল অনেক পূর্ব থেকে পাওয়ার প্রত্যাশা করতাম। কখনো কাউকে বলা হয় নাই। তবে আজকে আপনার এত সুন্দর পোস্ট পেয়ে আমার খুবই ভালো লাগলো,তাই সাথে সাথে রিস্টিম করে রাখলাম। আশা করি এই পোস্ট অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে।

বাহ, তাহলে আপনার জন্য ভালোই হলো,ধন্যবাদ ভাইয়া।

আপনি দারুণ একটি টিউটোরিয়াল শেয়ার করেছেন ।এটি নতুনদেরকে সহজে সবকিছু বুঝতে সাহায্য করবে।তারা দরকারী বিষয়টি জানতে পারবে দ্রুত,ধন্যবাদ আপু।

হা আপু ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে

যারা আমার বাংলা ব্লগে প্রথম জয়েন করবেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। নিউ মেম্বাররা অনেকেই বুঝতে পারে না আইডি কিভাবে লিংক আপ করতে হবে। লিংকআপ এর বিষয়গুলো আমাদের শ্রদ্ধেয় মডারেটর আপু স্ক্রিনশটের মাধ্যমে পোস্টটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে শিক্ষানীয় বিষয়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

আমি নতুন এই App এ।। আমাকে সাহায্য করবেন কেউ ?? কিছুই বুঝতে পারছি না।।

আপনি আমাদের discord এ এসে কথা বলুন।

এই পোস্ট টি সবার রিস্টিম করে রাখা উচিত। এই পোস্ট থেকে নতুনদের অনেক কিছু শেখার আছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু। খুব সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন।

এই পোস্ট আরও আগেই করা উচিত ছিল আমার, তাহলে এতোদিন সবার এই সমস্যায় পড়তে হতো না।

খুব ভালো কাজ করেছেন আপু।নতুদের আর বার বার কারো দ্বারস্থ হতে হবে না।এই পোস্ট দেখলে তারা নিজে থেকেই করতে পারবে।

হ্যাঁ আমিও আশা করছি, ধন্যবাদ আপনাকে

যাহারা নতুন মেম্বার হিসেবে আমার বাংলা ব্লগে আছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।কারণ নতুনদের জন্য এই পোস্টটি কমিউনিটির মডাটেরদের সাথে সেতুবন্ধন হিসাবে কাজ করবে।এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

এটা অনেক সুন্দর একটি পোস্ট আপু আমরা যারা নতুন মেম্বার তাদের জন্য। এই পোস্ট টি ফলো করে অনেক সহজেই আমরা স্টিমিট এ লিংক আপ করতে পারবো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এতোদিন অনেক কষ্ট হয়েছে তাদের, আশা করছি এখন কোন সমস্যা হবে না।

অনেক নতুন মেম্বাররা ব্যাপার গুলো জানে না। এই পোস্টটি তাদের জন্য অনেক উপকারি হবে।

হা আশাকরি বিষয়টি এবার ক্লিয়ার হবে। ধন্যবাদ আপনাকে

নতুন মেম্বারদের জন্য অসাধারণ একটি পোস্ট। পাশাপাশি পুরাতন ইউজারদের জন্য অনেকটা সহায়ক হবে এই পোস্টটি। পোস্টটি পড়ে অনেক পুরাতন ইউজার ঝালিয়ে নিতে পারবেন নিজেকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হা নতুন মেম্বারদের সুবিধার্থে এই পোস্ট , আশাকরি এবার আর সমস্যা হবে না।

যারা নতুন মেম্বার আছে ওনাদের জন্য খুবি একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট। এই পোস্টটি যদি পড়ে খুব সহজে ডিসকোড লিংক আপ করতে পারবে ।অনেক ধন্যবাদ আপু এই গুরুত্বপূর্ণ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করা জন্য ।

হা আপু আপনি ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে।

লিংক আপের জন্য এই পোস্টটা নিউ মেম্বার এর কাছে খুবই সুবিধাকর হবে ।কারণ আপনি খুবই সুন্দর ভাবে সিস্টেম গুলো দেখেছেন ধাপে ধাপে সত্যি তারা খুব উপকৃত হবে।

হা আশাকরি এখন আর কারো সমস্যা হবে না।

  ·  2 years ago (edited)

খুভ সহজেই সমাধান