ফ্রেম নাকি প্রেম

in hive-129948 •  2 years ago 

ফ্রেম নাকি প্রেম

1.jpg

2.jpg

আসলে ফ্রেম দিয়ে প্রেম বাড়ানোর কিন্তু উপায় আছে। কিভাবে ভাবছেন? আসলে এটা শুধু ফ্রেমের ক্ষেত্রে না ঘর সাজানোর জন্য যেকোনো কিছু কিনে আনলেই প্রেমটা আরেকটু বেড়েই যায়। যাইহোক ঈদের আগেই আমার উনি নিউমার্কেট থেকে এই দশটা ফ্রেম কিনে রাখে ও ঈদে আসার সময় বাড়িতে নিয়ে আসে। আরো আগে থেকে আমারদের ঘরে আরো অনেক রকমের ফ্রেম লাগানো আছে একেক রুমের একেক দেয়ালে। আর এই ফ্রেম গুলো সত্যি ঘরকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে। আমিও সবসময় আমার নিজের মতো করে চেষ্টা করি নিজের ঘরকে বিভিন্ন ভাবে সুন্দর ও আকর্ষণীয় জিনিসপত্র দিয়ে সাজিয়ে ঘুচিয়ে রাখার। যাতে করে যে কেউ আমার ঘরে আসলে শুধু তাকিয়ে থাকে ঘরের সৌন্দর্যের দিকে।

এই দেয়ালের মধ্যে বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে পুরোটা সাজিয়ে রেখেছিলাম কিন্তু এই ফ্রেম গুলো আনার পর সেই রঙিন কাগজ তুলে নতুন করে রং করে ফ্রেম গুলো দেয়ালে ঝুলিয়ে দেয় একটা একটা করে। দেয়ালে ঝুলানোর পর আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে দেখতে। আর আমি মনেকরি ঘর সাজানোর জন্য এমন ছোট বড় অনেক রকমের সুন্দর ফ্রেম কিনতে পাওয়া যাই সেগুলো দিয়ে খুব সহজেই ঘরের দেয়ালে ঝুলিয়ে ঘরকে আরো সুন্দর ও আকর্ষণীয় করা যায়।

আমার সবরকম ইচ্ছার মধ্যে এই একটা ইচ্ছা হলো নিজের ঘরকে অনেক কিছু দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখা। এই ফ্রেম গুলো আমি আগে অনেক দেখেছি কিন্তু তখন না কিনলেও মনে মনে ইচ্ছা ছিল একদিন নিজের ঘর সাজাবো এমন ছোট বড় ফ্রেম দিয়ে। আমার এই দেয়ালটা খালি ছিলোনা যদিও রঙিন কাগজ দিয়ে সাজানো ছিল তবে একই জিনিস অনেক দিন হয়ে যাওয়ার কারণে সেগুলো খুলে ফেলি ও এই নতুন ফ্রেম দিয়ে ঘরটাকে এ আবার নতুন করে সাজাই।

ফ্রেম গুলো ঘরে ঝুলিয়ে দিয়েছি আরো দুইদিন আগে। আর প্রতিটি ফ্রেমের ছবি নিয়ে একটি পোস্ট আকারে আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আলাদা আলাদা ভাবে প্রতিটি ফ্রেমের ছবি ও দেয়ালে ঝুলানোর পর সুন্দর কিছু ছবি দিয়ে ও আমার মনের কিছু কথা লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আপনাদের কাছে আমার ঘরের দেয়ালে ঝুলানো ফ্রেম গুলো ভালো লাগবে।
IMG20230410231429.jpgIMG20230410231449.jpg
IMG20230410231457.jpgIMG20230410231503.jpg
IMG20230410231509.jpgIMG20230410231518.jpg
IMG20230410231525.jpgIMG20230410231531.jpg
IMG20230410231543.jpgIMG20230410231620.jpg

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু সত্যি ই বলেছেন এভাবে সাজালে আমার খুব ভালো লাগে। আপনার ঘরের দেয়াল সত্যি ই খুব সুন্দর লাগছে।আপনি তো দারুন আঁকেন, আপনার কিছু আর্ট ও এই ফ্রেমে সুন্দর করে সাজিয়ে রাখলে আরো বেশি ভালো লাগবে আপু।সুন্দর অনুভূতি গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

ভাই তো দারুন একটা কাজ করেছে।ফ্রেম দিয়ে প্রেম বাড়িয়ে ফেলল।আসলে ঘরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই ফ্রেমগুলো যথেষ্ট।তাছাড়া ভাইয়া নিউমার্কেট থেকে এগুলো কিনে নিয়ে এসে ভালোই করেছে, একে তো দেয়াল সাজানো হলো আবার প্রেমের আলোড়ন বেড়ে গেল।

ভাইয়ার পছন্দ আছে এটা মানতেই হবে আপু। দেয়ালে ঝুলানো ফ্রেমগুলো সত্যিই অনেক সুন্দর। ঘরের সৌন্দর্য একেবারে বাড়িয়ে তুলেছে। এই ফ্রেমগুলো কিন্তু প্রেম বাড়িয়ে তুলবে আপু। যতবার ফ্রেমগুলোর দিকে তাকাবেন ততবার ভাইয়ার কথা মনে পড়বে। 🤭🤭🤭

আমার মনে হচ্ছে এই ঈদে ভাইয়া আপনাকে খুব সুন্দর উপহার দিয়েছে। আমি সবসময় অন্য কিছু উপহার হিসেবে পেয়েছি কিন্তু কখনও এত সুন্দর উপহার পাওয়া হয়নি। আপনার প্রতিটা ফ্রেম দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ফ্রেম দিয়ে ঘর সাজানোর পর নিশ্চয়ই আপনার ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। ভাইয়া একটু দূরে গেলে এই ফ্রেমগুলো তার কথা মনে করিয়ে দিবে😍🤭

যেহেতু ভাইয়ার পছন্দের ফ্রেম কেনা হয়েছে তাই এই ফ্রেম থেকে কিন্তু প্রেম হয়ে যাবে।।হিহিহি। ফ্রেমগুলো গুলো দেখেই বুঝা যাচ্ছে ভাইয়ার টেস্ট কত ভালো। এগুলো বাসায় বেশ মানাবে।

আপনার উনি কিন্তু আপনার মনের ইচ্ছাটা বেশ ভালোভাবে বুঝতে পেরেই সব কিছু করেছে আপু 😊। ঘরের মাঝে অথবা ড্রয়িং রুমে এভাবে ফ্রেম দিয়ে সাজালে সত্যি চমৎকার দেখায়। ছোট ছোট মোটিভেশনাল লেখাগুলো ভীষণ পরিমাণে উৎসাহ দেয়। সবগুলো ছবির ফ্রেম অসাধারণ ছিল আপু।

অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন আপু। আসলে ফ্রেম গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এরকম ফ্রেম ঘরে ঝুলিয়ে রাখলে সেই ঘরের দেখতে আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আর সুন্দর এই ফ্রেমগুলোর দেখে আপনি মনোযোগ দিয়ে যত বেশি তাকিয়ে থাকবেন তত বেশি আপনার প্রেমের মাত্রাটা বৃদ্ধি পাবে। আসলে ভাইয়ার পছন্দের তারিফ করতে হয়। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।