এভাবেও ভালোবাসা হয় বাংলা নাটকের রিভিউ
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
আজকে আমি বেশ সুন্দর রোমান্টিক একটা নাটক শেয়ার করবো আপনাদের কাছে। নাটকটাখুবই রোমান্টিক এবং টুইস্ট এ ভরা ছিল। সত্যি বলতে আমি বেশ এনজয় করেছি এই নাটকটি। আমি আজকে এই নাটকটি আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | এভাবেও ভালোবাসা হয় |
---|---|
প্লাটফর্ম | ইউটিউব |
পরিচালক | শাহ মোহাম্মদ রাকিব |
অভিনয়ে | মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান ও আরো অনেকেই। |
প্রকাশিত | এপ্রিল ১২ , ২০২৪ |
সময় | ৫০.৪৮ মিনিট |
নাটকের মূল কাহিনী শুরু |
---|
নাটকের শুরুতে আমরা দেখি এই নাটকের যে অভিনেত্রী আছে তাকে দেখে সবাই একদম ফিদা হয়ে যায়। বলতে গেলে সে যখন রাস্তা দিয়ে যায় তখন সবাই ওর দিকে তাকিয়ে থাকে। আর এই নাটকে অভিনেত্রীর নাম হচ্ছে দীপা এবং অভিনেতার নাম হচ্ছে অনিক। তো একদিন দীপা রাস্তা দিয়ে যাওয়ার সময় হটাৎ অনিক তার সামনে আসে একটা ফুল নিয়ে কিন্তু তার সাহস কুলাচ্ছিলোনা দিপাকে ভালোবাসার প্রস্তাব জানানোর। এই নিয়ে সে অনেকবার চেষ্টা করেছে তাকে প্রস্তাব জানানোর কিন্তু সে ব্যর্থ হয়েছে। সেদিনও সেইভাবে ব্যর্থ হয়ে তখন অনিক তার বন্ধুর সাথে রাস্তায় বসে ছিল এবং তখনি একটা খাটো লোক এসে তাকে বলে অনিকে এর কি হয়েছে , তখন অনিক বললো তার প্রেম হয়েছে এবং সেইলোক তাকে কার সাথে প্রেম হয়েছে জিজ্ঞেস করলে , অনিক তখন বলে দীপার সাথে। আর তখনি সেই খাটো লোকটা আফসোস শুরু করে কেননা সেও এখনই যাচ্ছিলো দীপিকাকে প্রেমের প্রস্তাব জানানোর জন্য। আর সেই খাটো লোকের নামটা আমার খেয়াল ছিল না , যদি আপনাদের মধ্যে কেউ এই নাটকটি দেখে থাকেন এবং সেই খাটো লোকটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট এর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন।
তারপর সেই খাটো লোকটা এইটা শুনার পর সে পুরো এলাকায় এই কথা ছড়াতে থাকে যে অনিক ভাই এর সাথে দীপা আপু রিলেসনএ আছে। অথচ দীপার কিন্তু অনিক কে চিনে ও না । যাই হোক , এই কথা দীপার মা শুনার পর দিপাকে জিজ্ঞেস করলে দীপা বলে যে অনিক নাম কোনো ছেলেকে সে চিনেও না। তারপর তার মা সেটা বিশ্বাস করে। তার কিছু দিন পর , দীপা একদিন তার ঘর থেকে বের হওয়ার সময় তাদের গেট এর সামনে আসলে হটাৎ অনিক এসে বলে যে দীপার বাসাটা কোথায় তখন দীপা বলে যে সেই হচ্ছে দীপা। তখন অনিক দিপাকে যা তা বলতে থাকে যে দিপাই নাকি ইচ্ছা করে অনিক এর নামে এইসব ছড়িয়েছে। ব্যাপারটা এমন যে অনিক নিজেই এইসব কথা ওই খাটো লোকটাকে বলেছে আবার সে নিজেই দিপাকে এসে দোষারোপ করছে। তবে ওর উদ্দেশ্য ছিল এইভাবে কোনোরকম ভাবে করে দীপার সাথে একটা সম্পর্ক তৈরির।
এভাবেই কিছু দিন যাওয়ার পর অনিক আবার দীপার সামনে এসে সেইদিনের জন্য ক্ষমা চায় , এতে করে দীপা আর অনিক এর মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপর একদিন হটাৎ করে অনিক যোগাযোগ অফ করে দেয়। এবং দীপা বেশ চিন্তিত হয়ে যায় এরপর এভাবেই বেশ কয়েকদিন চলে যায় হটাৎ একদিন সেই খাটো লোকটা দীপার কাছে অনিক এর চিঠি নিয়ে আসে তারপর দীপা অনিককে কল করলে অনিক তার ভালোবাসার কথা শিকার করে এবং দীপাও সেটা মেনে নেয়। এবং আস্তে আস্তে করে তাদের ভালোবাসা গভীর হয়ে থাকে। এভাবেই কিছুদিন যাওয়ার পর দীপার বাবা তার জন্য বিয়ে ঠিক করে এবং দীপা তখন বেশ চিন্তিত হয়ে যায় , তখন দীপা অনিককে তার বাবা এবং মাকে নিয়ে দীপার বাড়িতে আসার জন্য জন্য বললে তখন অনিক বলে অনিককে কিছুদিন এর জন্য সময় দিতে। কিন্তু দীপা এতে খুবই রেগে যায়। তারপর দীপার বাবা যাকে ঠিক করেছে তারা দিপাকে দেখতে আসলে হটাৎ করে দীপা দেখতে পায় সেখানে পাত্র অনিক নিজেই ছিল।
এবং দীপা অনিকে ছাদে নিয়ে গিয়ে এইসব জিজ্ঞেস করলে অনিক তখন বলে বিয়ে জীবনের খুবই গুরুত্ব পূরণ একটা অধ্যায়। তাই সে দিপাকে সারপ্রাইজ দেয়ার জন্য এমনটা করেছিল। তবে প্রথমে দিল কিছুটা রাগ করেছিল কেননা এইসবের জন্য দীপা খুবই কষ্ট পেয়েছে তবে তারপর দীপা অনিককে জড়িয়ে ধরে এবং নাটক এইখানেই শেষ হয়।
ব্যক্তিগত মতামত |
---|
সত্যি বলতে এটা বেশ সুন্দরও রোমান্টিক একটা নাটক ছিল। রোমান্টিক হওয়ার পাশা পাশি বেশ হাস্যকর কিছু সিনও ছিল সেখানে। সত্যি বলতে অসাধারণ একটা নাটক। আপনারা চাইলে নাটকটি দেখতে পারেন।
নাটকটির ইউটিউব লিংক |
---|
অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটি রিভিউ পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। সত্যি বলতে এ ধরনের নাটক গুলো দেখতে আমি বরাবরই খুবই পছন্দ করি। তাই আগামীতে সময় পেলে অবশ্যই চমৎকার এই নাটকটি দেখে নিবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফারহানের নাটক দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। কারণ ফারহান খুব ভালো অভিনয় করে থাকে। আর এই ধরনের রোমান্টিক নাটক দেখতে আমার সবসময়ই খুব ভালো লাগে। এই নাটকে শেষ পর্যন্ত হ্যাপি এন্ডিং হয়েছে তাহলে। আপনি দারুণভাবে এই নাটকের রিভিউ শেয়ার করেছেন আপু। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি চমৎকার মজার একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন। নাটকটি আমার দেখা হয়নি যদিও।আশাকরি সময় সুযোগ হলে দেখবো।যেহেতু বললেন হাসির সিন ও আছে। আবার রোমান্টিক ও।আপনি নাটকের রেটিং দিলেন ১০ এর মধ্যে ৯.৫। তবে তো ভীষণ ভালো একটি নাটক বলতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকের শেষটা যদি এরকম সুন্দর হয়, তাহলে আমার কাছে নাটকগুলো অনেক বেশি ভালো লাগে। ফারহান এবং সাদিয়া আয়মান দুজনই আমার খুব পছন্দের। তাদের দুজনের অভিনয় আমার অনেক ভালো লাগে। এ নাটকটা কিন্তু অনেক সুন্দর ছিল। ফারহান যেহেতু সাদিয়া আয়মানকে এরকমভাবে সারপ্রাইজ দিয়েছে, তাই প্রথমে সে রেগে গেলেও পরবর্তীতে মানিয়ে নিয়েছে। খুব সুন্দর ভাবে নাটকের শেষে দুজনের মিল হয়েছে। আমি যদি সময় পাই তবে অবশ্যই নাটকটা দেখার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit