স্বরচিত কবিতা - প্রতিবেশীর রূপ

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

pexels-craig-adderley-1563356.jpg

image source

আমরা প্রতিটা মানুষ সমাজ নিয়ে বসবাস করি, আর প্রতিটা সমাজে এমন কিছু কিছু মানুষ বসবাস করে যারা কিনা অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত। কখনো নিজের দিকে চেয়ে দেখবে না, নিজের কি আছে বা কি নেই।

এইসব মানুষ আমাদের প্রতিটা সমাজে কয়েকজন থেকেই থাকে, কারণ এদের মত মানুষ না থাকলে কি সমাজকে সমাজ বলে? আমরা কিছু কিছু মানুষ চাই নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে চলতে কিন্তু সমাজের এই মানুষগুলোর জন্য স্বাধীন দেশ হয়েও স্বাধীনভাবে বাঁচা যায় না। প্রতিদিন নানা ধরনের কথাবার্তা আর কানা গোসা শোনা যায়।

দিন শেষে কিন্তু তারাই ভালো সবার কাছে, এটাই সমাজের নিয়ম। আপনি কি করছেন না করছেন তা উনারা দেখবে ঠিকই কিন্তু তাদের মতো মানুষেরা কি করছে তা আপনি দেখার বিন্দুমাত্র অধিকার নেই। কারণ জোর যার মুল্লুক তার, আর এটাই বাস্তবতা। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে প্রতিবেশীর রূপ নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

প্রতিবেশীর রূপ

লেখা - আইরিন ইসলাম

প্রতিবেশী মানে পর মানুষ
ছদ্মবেশী কালো ছায়া,
প্রতিবেশী মানেই বিপদের সময়
দেখাবে রুপের কায়া।

প্রতিবেশী মানে উপরে ভালো
ভিতরে বাজে কাজ,
প্রতিবেশী মানেই তোমার সুনামে
পরবে মাথায় বাজ।

প্রতিবেশী মানে গর্তে পড়লেই
ঢিল ছোড়াছুড়ি করা,
প্রতিবেশী মানেই অন্যের ভালো কাজে
দোষ ত্রুটি খতিয়ে ধরা।

প্রতিবেশী মানে খুবই আপন
তাই বিপদে কাছে পাই না,
প্রতিবেশী মানেই সময় অসময়ে
একটুও ছাড় দেয় না।

প্রতিবেশী মানে তোমার সুখে
জ্বলে পুড়ে ছারখার,
প্রতিবেশী মানেই অল্প ঝামেলাতে
দোয়া করে মরিবার।

প্রতিবেশী মানে হিংসা বিদ্বেষ
ন্যয় নীতি কিছু নেই,
প্রতিবেশী মানেই তাদের ভুলে
দোষ দিবে তোমাকেই।

প্রতিবেশী মানে অদৃশ্য মায়া
কালো ধোয়ার মত,
তাইতো তাদের থেকে সাবধান থাকো
আপন হোক না যত।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই আপু আপনি সত্যি বলেছেন বর্তমানে জোর যার মুল্লুক তার। প্রতিবেশীদের দেখে মনে হয় সবসময় তারা নিজের থেকে পরের চিন্তাই বেশি করে। কিভাবে কারো বদনাম করা যায় কিভাবে কারো ক্ষতি করা যায় শুধু সেই চিন্তা। অনেক সুন্দর একটি কবিতা পড়ে বেশ ভালো লাগলো আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

আপু আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিবেশীর রূপ শিরোনামের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আমার। বর্তমান সময়ে আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিবেশীদের যে আচার-ব্যবহার সেটা আপনার কবিতার মাঝে দারুণভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আপনার লেখা কবিতাটি আসলেই সুন্দর হয়েছে। খুবই বাস্তব ধর্মী। ধব্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাজে শেয়ার করার জন্য।

আপনার কবিতা গুলো বরাবরই সুন্দর হয়। আজকের কবিতাটিও দারুন হয়েছে। বাস্তব কিছু কথা তুলে ধরেছেন কবিতায়। প্রতিটি লাইনই আমাদের আশেপাশের মানুষগুলোর সাথে মিলে যায়। প্রতিবেশীদের আসল রূপ গুলো কবিতায় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

একেবারে যথার্থ বলেছেন আপু, প্রতিটি সমাজে কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় পরনিন্দায় ব্যস্ত থাকে। তারা মানুষের গীবত না করলে তাদের পেটের ভাত হজম হয় না। এই সমস্ত মানুষদের জন্য স্বাধীন ভাবে চলাফেরা করা যায় না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। আপনার কবিতাগুলো পড়তে সব সময়ই খুব ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

জোর যার মুল্লুক তার এই কথাটা অনেক আগে থেকেই হয়ে আসছে।আপনি আজ প্রতিবেশীর রুপ নামক চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। কবিতাটিতে বাস্তবতা ফুটে উঠেছে। বরাবরের মতো আজকের কবিতাটি ও দারুন ছিল আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আসলে সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু পরের দোষ খুঁজে বেড়ায় কিন্তু নিজের বেলায় ষোল আনা। স্বাধীন দেশের মানুষ আমরা কিন্তু স্বাধীন ভাবে আসলে কেউ বাঁচতে পারে
না। প্রতিটি মানুষ একজন আরেকজনের পিছু লেগে আছে। যাইহোক আপু আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। সময় উপযোগী এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপু আপনার কবিতায় বলে দিচ্ছে যে আপনি প্রতিবেশী সম্পর্কে বেশ দারুন অভিজ্ঞ। কবিতার মাধ্যমে প্রতিবেশীর এমন অপরূপ রূপ আমাদের মাঝে তুলে ধরায় আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি কিন্তু আপু আমাদের চারপাশের এমন প্রতিবেশীর জন্যই কিন্তু মাঝে মাঝে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়।