মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই

in hive-129948 •  2 years ago 

মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

আমি কিছুদিন পর পর ভিন্ন ভিন্ন ভাবে বাসায় পটল ফ্রাই তৈরি করি। আর পটল আমার ফেভারিট একটি সবজি। অনন্যা রেসিপি থেকে পটলের ফ্রাই রেসিপিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তাই আমিও আমার মতো করে বেশ কয়েক রকম উপকরণ যুক্ত করে মজাদার ভাবে পটল ফ্রাই রেসিপি তৈরি করার চেষ্টা করি। আজকে আমি আমার বাসায় নতুন ভাবে মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই রেসিপি তৈরি করেছি যা আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন। মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই এর কালার টা যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক টেস্টি হয়েছে। ক্রিস্পি ও মসলার স্বাদে মিশ্রিত এক মজাদার স্বাদ।

নতুন ভাবে মজাদার কিছু খেতে হলে একটু কষ্ট করতে হয় যা আমি সবসময় বলি। আর নিজে নিজে বাসায় মজাদার কিছু তৈরি করার মধ্যেও অনেক আনন্দ রয়েছে। মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই তৈরি করতে বেশ কয়েক রকম উপকরণ প্রয়োজন হয় আর সেগুলো বাসায় থাকলে খুব সহজে আপনিও এই মজাদার খাবারটি একটু সময় দিয়েই তৈরি করতে পারেন খুব সহজে। মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই আমার অনেক পছন্দের তাই আমিও আমার মতো করে একেক সময় একেক ভাবে তৈরি করার চেষ্টা করি। আপনারও আমার মতো এই ভাবে মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই মজাদার ভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই রেসিপি। মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই রেসিপি তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

05.jpg

ধাপ-5.

5.jpg

ধাপ-6.

6.jpg

ধাপ-7.

7.jpg

ধাপ-8.

8.jpg

ধাপ-9.

9.jpg

ধাপ-10.

10.jpg

ধাপ-11.

11.jpg

ধাপ-12.

12.jpg

ধাপ-13.

13.jpg

ধাপ-14.

14.jpg

আমার আজকের বাসায় মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png

break.png

banner-abb23.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি ঠিক বলেছেন বাসায় নিজে নিজে কোন রেসিপি তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আমার কাছেও ভালো লাগে এমন নতুন নতুন রেসিপি তৈরি করতে। আপু আমি আগে কখনো পটলের ক্রিসপি ফ্রাই খাইনি। আপনার কাছ থেকে নতুন ইউনিক একটা রেসিপি শিখে নিয়েছি।

আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু শেয়ার করার জন্য যাতে করে আপনারা নতুন কিছু শিখতে পারেন আমার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।

ঠিক বলছেন আপু নিজের বাসায় নতুন কিছু তৈরি করতে একটু কষ্ট করতে হয়। আপনার ইউনিক রেসিপি গুলো আমার খুবই ভালো লাগে। প্রতিনিয়তই আপনার থেকে নতুন রেসিপি শিখতে পারি।মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই দেখতে বেশ মচমচে লাগছে।অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কিছুটা কষ্ট সবকিছুতেই হয়ে থাকে তবে অল্প একটু কষ্ট থেকে যদি নতুন কিছু তৈরি করা যায় তাহলে বিষয়টি ভালই হয়। ধন্যবাদ আপু আপনাকে।

পটল আমারও একটা প্রিয় সবজি। বিশেষ করে আমার কাছে পটল ভাজার খেতে ভালো লাগে। নিজে শুধু দু একদিন রান্না করেছি। তাই বলতে পারবোনা নতুন রেসিপি তৈরি করে খাওয়ার মজা। তবে রান্নার মজাটা পেয়েছি। আর হ্যাঁ আপনার রেসিপিটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

হ্যা এই রেসিপিটি খেতে যেমন অসাধারণ তেমনি দেখতেও খুব ভালো লাগে।

একদম যথাযথা বলেছেন বাসার রেসিপি আর বাইরের রেসিপি আকাশ পাতাল ব্যবধান। বিশেষ করে পটল দিয়ে কিছুদিন আগে আমরা একটা কনটেস্টে বিভিন্ন রকম রেসিপি দেখতে পেয়েছি। আর আপনার আজকের রেসিপিটিও দুর্দান্ত ছিল ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করেছি নিজের মতো করে দুর্দান্ত করে তৈরি করার। ধন্যবাদ আপনাকে।

তাহলে আমি বলব আপু আপনার চেষ্টা সফল হয়েছে। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেয়ার জন্য।

আপু আমি তো বরাবরই বলে আসছি যে আপনার করা প্রতিটি রেসেপি একদম ইউনিক রেসিপি ৷
ওয়াও কি সুন্দর করে মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই করেছেন ৷ একবারে মচমচে করে ভেজেছেন ৷ অনেক ভালো লাগলো আপু ৷ আসলে দেখে কি মন ভরে খেতে না পারলে হয় ৷ তবুও দেখে স্বাদ নিতে হবে ৷

ছবি দেখে যদি মুখের স্বাদ পাওয়া যেত তাহলে আর হয়তো রান্না করা প্রয়োজন হতো না। মুখে স্বাদ নেয়ার জন্য অবশ্যই আপনাকে আমার মত করে এভাবে তৈরি করে খেতে হবে।

আপু বাসায় তৈরি করা যে কোন খাবারই অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে আপনার এই রেসিপিটি আমার জানা ছিল না। নতুন করে অত্যন্ত সুস্বাদু এবং ক্রিসপি একটি রেসিপি আজ দেখতে পেলাম। ব্রেডকাম, কর্নফ্লাওয়ার আর পটল দিয়ে একটি সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আবার সেই রেসিপিটি আমাদের মাঝখানে ১৪ টি ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

হ্যাঁ আমি প্রতিটি রেসিপির প্রতিটি ধাপ এমন ভাবে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন ও মজাদার স্বাদ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ আপু আপনাকে।

নতুন ভাবে মজাদার কিছু খেতে হলে একটু কষ্ট করতে হয় যা আমি সবসময় বলি।

ঠিকই বলেছেন অবশ্যই ভালো খেতে হলে বেশি সময় নিয়ে বেশি ভালো মনোযোগ সহকারে প্রস্তুত করতে হবে যে কোন খাবার হোক না কেন।।

আপনার প্রস্তুত করার রেসিপিগুলো বরাবরের সবার থেকে আলাদা এবং এক্সেপশনাল।। পটল এবং বিভিন্ন ধরনের মসলার ব্যবহার করে খুব সুন্দরভাবে পটল ফ্রাই আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হবে।। তেলে ভাজা খাবার সব সময়ই আমার অনেক ফেভারিট আপনার প্রস্তুত করার রেসিপি দেখে তো লোভ সামলানোই মুশকিল।।

আজকের পটল ফ্রাই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা আপনি চাইলে এমনিও নাস্তার মত তৈরী করে খেতে পারেন আবার গরম ভাতের সাথেও খেতে পারেন।

এত বুদ্ধি আসে কোথা থেকে আপু।আসলে আপনার আজকের রেসিপিটি খুবই মনোমুগ্ধকর এবং দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হবে। তবে আমি কিন্তু খুব শীঘ্রই এটি চেষ্টা করে দেখব, কারণ খুব লোভ হচ্ছে আপনার রেসিপিটি দেখে ধন্যবাদ আপু।

যেহেতু এই রেসিপির লোভে পড়ে গিয়েছেন খাবারের জিনিস বলে কথা আর দেরি করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় উপকরণ গুলো একসাথে করে তৈরি করে নিন এই মজাদার খাবারটি।

সত্যি আপু নতুন ভাবে নতুন স্বাদের কোন খাবার তৈরি করা হলে খেতে ভালো লাগে। তবে বেশ কষ্ট করতে হয়। আর আপনি সবসময় এত মজার মজার রেসিপি তৈরি করেন দেখেই ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপি গুলোতে নতুনত্ব রয়েছে। এভাবে যদি খাবারের মাঝে ভিন্নতা আনা যায় তাহলে খেতে ভালো লাগে। পটল দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপু।

জ্বি আপু আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিদিনের খাবারের মধ্যে কিছুটা ভিন্নতা আনার জন্য এবং এটাও চেষ্টা করি সাধারণ কোনো রেসিপিকে কিছুটা ভিন্ন ভাবে নতুন করে তৈরি করার জন্য এবং আপনাদের সাথে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপু আপনাকে।

হ্যা ক্রিস্পি হিসেবে এটা দারুণ রেসিপি, আমি অবশ্য শুধু চালের গুড়া আর বেসন দিয়ে খেয়েছি। তবে একটা আইডিয়া দিতে পারি আপনাকে, একটু জাস্ট চিন্তা করুন পটলের জায়গায় যদি মুলো হতে তাহলে কেমন হতো?

  ·  2 years ago (edited)

প্রথমের কথা গুলো ভালো লেগেছিল ভেবেছিলাম কোনো আইডিয়া দিবেন, পরে মুলোর কথা শুনে এই পটলকে এখন মুলোর মতো লাগছে। না আর পারা গেল না,
😿😦🙆‍♀️

আপু আপনি যে কি করেন না !দারুন দারুন রেসিপি দেখিয়ে শুধু আমাদেরকে লোভ লাগান। ভোর বেলায় খেতে পারি না শুধু দেখে দেখে জিভে জল ফেলতে হয়। তবে অবশ্য আপনারই রেসিপিগুলো দেখে শিখে নিতে পারি তাই নিজে বাসায় তৈরি করতে পারি। এত চমৎকার রেসিপি গুলো কোথা থেকে শিখেন আপু আপনি আসলে একজন গুণবতী। আপনার পরিবারের সবাই প্রতিদিন ভালো ভালো খাবার খেতে পারে। পটল এমনিতে আমার অনেক প্রিয় ।তার মাঝে যদি মসলাদার ফ্রাই হয় তাহলে তো কথাই নেই।

আমি কতটুকু গুণবতী সঠিক বলতে পারবো না, তবে আমি চেষ্টা করি আমার রান্না করার রেসিপি গুলো দেখে আপনারা যাতে সুন্দরভাবে বাসায় তৈরি করতে পারেন আমার এটাই মূল উদ্দেশ্য। আর আমি এমনভাবে রেসিপিগুলো প্রতিটি ধাপ দেখিয়ে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নতুন ভাবে মজাদার কিছু খেতে হলে একটু কষ্ট করতে হয় যা আমি সবসময় বলি। আর নিজে নিজে বাসায় মজাদার কিছু তৈরি করার মধ্যেও অনেক আনন্দ রয়েছে।


একেবারেই সত্যি কথা বলেছেন। আসলে ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে।কারন কষ্টে ফল মিষ্ট হয়।হা হা হা। আসলে আপনার রেসিপির মধ্যে একটু নতুনত্ব থাকে। যা আমার কাছে খুব ভালো লাগে।অবশ্য কিছু দিন আগে পটলের রেসিপির কনটেস্ট ছিল। আপনার রেসিপি দেখে সেই কথা মনে পড়ে গেল। যাইহোক ভাজা জাতীয় খাবার কমবেশি সকলেই খুব পছন্দ করে। আর আপনার মতো সুস্বাদু ভাবে তৈরি করলে তো নিমিষেই শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুস্বাদু ও মজাদার করে পটল দিয়ে মসলাদার ক্রিস্পি ফ্রাই রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

নতুন ও মজাদার খাবার সামনে আসলে নিমিষে শেষ করা হয়তো সম্ভব তবে আমি নিমিষেই শেষ করতে পারি না কারন আপনার মত আমি এত খাদক না হয়তো, হাহাহা.....ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপু,খাদক কিন্তু এমনি এমনি হয় না। আপনারা আমাদের লোভনীয় খাবার দিয়ে খাদক বানিয়ে ফেলেন।অতএব দোষ কিন্তু যারা বানায় তাদের।হা হা হা।

পটল আমার কাছেও খুব ভাল লাগে। তবে পটল তরকারি বা এমনি হলুদ মরিচ দিয়ে ভেজে বেশি খাওয়া হয়। আপনি ত একদমই ভিন্ন রকম একটি পটল ভাজার রেসিপি শেয়ার করেছেন। কর্ন ফ্লাওয়ার আর ব্রেডক্রাম্ব দিয়ে সাধারণত আমি চিকেন ফ্রাই করে খেয়েছি। এভাবে যে এগুলো দিয়ে পটল ভেজে খাওয়া যায় আজ আপনার রেসিপি দেখে বুঝলাম। তবে আমার মনে হচ্ছে খেতে খুব ভালই লাগবে। খুব ক্রিয়েটিভ একটি রেসিপি আপনি তৈরি করেছেন। ভাজার পর পটলের কালারও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনার পরিবেশন বরাবরই খুব ভাল হয় আজও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

আমি সবসময় চেষ্টা করি সাধারন কোন রেসিপিকে ভিন্ন রকম উপকরণ দিয়ে ভিন্ন ভাবে ও অসাধারণ ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। যাতে করে আপনারাও নতুন কিছু দেখতে পারেন ও বানিয়ে খেতে পারেন।

যেকোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে কিন্তু তৈরি করাটাই সবচেয়ে কষ্ট লাগে। বাসায় একেক সময় ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়ার মজাই আলাদা। তাই হোক আপনার ক্রিস্পি পটল ফ্রাই দেখে লোভ সামলানো যাচ্ছে না। এভাবে কখনো পটল ফ্রাই করে খাওয়া হয়নি। আপনার কাছ থেকে এই প্রথম এমন রেসিপি দেখে খুবই ইউনিক লেগেছে। রেসিপি দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছে। একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ ইউনিক ও মজার রেসিপি শেয়ার করার জন্য।

আমি সব সময় নতুন ও ইউনিক কিছু শেয়ার করার চেষ্টা করি আর আমার ধারণা অনুযায়ী আমার চেষ্টা কখনো বিফলে যায়না। আপনারাও এভাবে বাসায় পটল ফ্রাই তৈরি করতে পারেন ও মজাদার একটি স্বাদ গ্রহণ করতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।

আপনি সব সময় ইউনিক রেসিপি করার চেষ্টা করেন আপু। আসলে ঠিক বলেছেন অন্যান্য সবজি থেকে পটল কিন্তু বেশ ভালো লাগে। আর পটল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। পটল ভাজা খেয়েছে কিন্তু এইভাবে ক্রিসপি পটল কখনোই খাওয়া হয়নি। ভাবছি আপনার মত করে ট্রাই করবো। আমারও আবার নতুন রেসিপি দেখলে ট্রাই করতে ইচ্ছে করে ।

যেহেতু এভাবে কখনো মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই খাওয়া হয়নি তাই আমি বলবো দেরি না করে এভাবে একদিন মসলাদার ক্রিস্পি পটল ফ্রাই তৈরি করেন এবং মজাদার একটি খাবারের স্বাদ গ্রহণ করেন। আশা করি নতুন খাবার হিসেবে আপনার কাছে অনেক ভালো লাগবে।

পটলের ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। বাসায় একদিন ট্রাই করতে হবে।

আপু আপনি মজার মজার রেসিপি তৈরি করেন।বেশির ভাগই ভাজাপোড়া টাইপ,যা আমার খুব ভালো লাগে।বিশেষ করে পরিবেশের ছবিগুলো বেশ আর্কষণীয় লাগে।আজকে ইউনিক একটি রেসিপি দিলেন, আমার কখন এভাবে ব্রেডক্রাম দিয়ে পটল ফ্রাই খাওয়া হয়নি,ক্রিস্পি যেহেতু,সেহেতু আমার একবার বানানো লাগবে।আপনার ক্রিস্পি পটল ফ্রাই এর কালার টা দারুণ হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

এমনিতে পটল আমার খুবই পছন্দের সবজি। কিন্তু পটলের এই ধরনের রেসিপি করে কখনোই খাওয়া হয়নি। ক্রিসপি পটল ফ্রাই শুনে বোঝা যাচ্ছে এটি অনেক বেশি সুস্বাদু হবে। পটল ভাজা খেয়েছি তবে ক্রিস্পি পটল তৈরি করা সম্ভব এটা জানা ছিল না। একদম ইউনিক একটি রিসিপি শেয়ার করেছেন আপু। অবশ্যই আমি বাসায় এটি একদিন ট্রাই করে দেখব। ‌

আপু আপনি ঠিকই বলেছেন বাসায় নিজের হাতে কোন রেসিপি তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা।আমার কাছে এই বিষয়টি অনেক ভালো লাগে,আপনি প্রতিবারই নতুন নতুন কিছু আমাদের সাথে শেয়ার করেন।ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে পটলে ক্রিসপি ফ্রাই শেয়ার করেছেন।পটলের এই ক্রিসপি ফ্রাই আমার কখনো খাওয়া হয়নি।ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।