"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮" এর ফলাফল প্রকাশ

in hive-129948 •  last year 

বন্ধুরা সবাই কেমন আছেন ?আশা করি ভালই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাংলা ব্লগের ৪৮ তম প্রতিযোগিতার পুরস্কার নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।


1701265832875.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam

প্রতিযোগিতার বিষয় ছিল "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শেয়ার কর তোমার সেরা, শীতকালীন ফটোগ্রাফি। শীতের এই শুরুতে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনটি করা কয়েছে। প্রতিটি ইউজার অনেক সময় ও পরিশ্রম দিয়ে তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের সামনে শীতকালীন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করেছেন। এবারের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ২৯ জন। যদিও আরো অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণের সময় শেষ হয়ে যাওয়ার পর। যার কারণে তাদের পোস্ট গুলো গ্রহণ করা হয়নি।

বিজয়ীদের কে জানাই অভিনন্দন এবং যে সমস্ত সদস্যরা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের হতাশ হওয়ার কোন কারণ নেই, চেষ্টা করতে থাকুন।কমিউনিটিতে আরও অনেক অনেক বিভিন্ন ভেরাইটির কনটেস্ট হাজির হতে যাচ্ছে আপনাদের জন্য। আশা করি পরবর্তীতে আপনারাও সফল হতে পারবেন।

মোট প্রতিযোগীর সংখ্যা --২৯ জন
মোট পুরস্কারের পরিমাণ- ১৪০ স্টিম



এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে যারা ছিলেন:


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩
@ayrinbdCommunity Moderator 🇧🇩

বিশেষ পুরস্কার

User namePost linkPrize
@ah-agimLink15 Steem

যারা বিজয়ী হয়েছেন

PositionUser namePost linkPrize
1st@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/3fbkyj-or-or35 steem
2st@litonalihttps://steemit.com/hive-129948/@litonali/b30840c1595ae25 steem
3nd@razuan12https://steemit.com/hive-129948/@razuan12/6vf22l-or-or-or-or20 Steem
4rd@ripon40https://steemit.com/hive-129948/@ripon40/5eiej3-or-or14 Steem
5th@nevlu123https://steemit.com/hive-129948/@nevlu123/2kdwxn-or-or12 steem
6th@tasonyahttps://steemit.com/hive-129948/@tasonya/6gtxst-or-or10 Steem
7th@aongkonhttps://steemit.com/hive-129948/@aongkon/4f44958a3fd1109 steem




বিজয়ীদের স্টিম প্রদান করা হলো

11111111.PNG



প্রতিযোগিতায় স্পন্সর করেছেন - @abb-featured



সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে দারুণ সব ফটোগ্রাফি দেখতে পেরেছিলাম। আসলে শীতের সময়টাতে গ্রাম বাংলার রূপটা কেমন হয় সেটা ফুটে তুলেছে সবাই ফটোগ্রাফির মাধ্যমে।

প্রথমেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন,তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবারের প্রতিযোগিতায় আমরা শীতকালীন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেয়েছি। তাছাড়া যারা অংশগ্রহণ করেছে কিন্তু বিজয়ী হতে পারেনি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতাটিকে সফল করার জন্য। যাইহোক বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতা মানে নতুন কিছু দেখা। নতুন বিষয়ের সাথে পরিচিত হওয়া। এবারের শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতাটা খুব ভালো ভাবেই উপভোগ করেছিলাম। সবাই সর্বাত্বক চেষ্টা করেছে নিজের ক্রিয়েটিভিটি ফুটিয়ে ফটোগ্রাফি শেয়ার করতে। যায়হোক যারা কষ্ট করেছে তারাই পুরষ্কার পেয়েছে। ধন্যবাদ।

আজকে ৪৮ তম প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করলেন। সবাইকে খুব সুন্দর প্রাইজের মাধ্যমে সম্মানিত করা হলো। এর মাধ্যমে সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয়। বেশ ভালই লেগেছে দেখে। অসংখ্য ধন্যবাদ সবাইকে শীতকালীন ফটোগ্রাফির ৪৮ তম প্রতিযোগিতার ফলাফলটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার বাংলা ব্লগের ফটোগ্রাফি কনটেস্ট এ যারা যোগদান করেছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা।

তবে আমার বাংলা ব্লগের এই চমৎকার কনটেস্ট এ বিশেষ পুরস্কার ঘোষণা করায় আমি বেশ আনন্দিত। সকল মেম্বারদের শুভেচ্ছা এবং অভিনন্দন।

৪৮ তম প্রতিযোগিতায় প্রথম হতে পেরে অনেক বেশি আনন্দিত হয়েছিলাম। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি প্রতিযোগিতা দিয়েছিলেন এ জন্যই বেশি ভালো লেগেছিল। কারণ আমি ফটোগ্রাফি করতেই সবচেয়ে বেশি ভালোবাসি। এবং এর প্রতিযোগিতায় যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি সেগুলো তুলতেও অনেক বেশি ভালো লেগেছিল। ‌ এত চমৎকার একটি প্রতিযোগিতা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। এবং আমার সাথে যারা এই প্রতিযোগিতায় বিজয় হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।

ইচ্ছে ছিল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার। কিন্তু সময়ের জন্য সেটা আর হয়ে উঠেনি। তবে সবার অংশ গ্রহণ দেখে কিন্তু নিজের মধ্যে একটি ভালো লাগা কাজ করছে। বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছে সবাই। সে গুলো থেকে বিজয়ী খুঁজে বের করাই কঠিন বিষয় ছিল। তবুও বিজয়ী ঘোষণা করা হয়েছে। অভিনন্দন রইল বিজয়ীদের প্রতি। আর রিপোর্টটি সুন্দর করে প্রকাশ করার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

ভীষণ ভালো লাগতেছে যে, আমি তৃতীয় অবস্থান অর্জন করেছি। আমি চেষ্টা করেছিলাম ভালো ফটোগ্রাফি করার জন্য অনেক সময় নিয়েছিলাম। অবশেষে আমি একদিন আগে ফটোগ্রাফিটা পোস্ট করেছিলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছি, সত্যি অনেক ভালো লাগতেছে। আশা করি সামনে আরো প্রতিযোগিতা অংশগ্রহণ করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য। প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো এবং নিজেদের ভিতর থাকা দক্ষতা কে কাজে লাগাবো।

Posted using SteemPro Mobile

শুরুতেই অভিনন্দন জানাচ্ছি এই প্রতিয়োগিতার সকল বিজয়ীদের ৷ তবে আসলেই এই প্রতিয়োগিতাটি দারুণ একটি প্রতিয়োগিতা ছিলো ৷ এই প্রতিয়োগিতার মাধ্যমে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেয়েছি ৷ শীতের শুরুতেই শীতের এমন চমৎকার ফটোগ্রাফি দেখে সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে ৷ যাই অসংখ্য ধন্যবাদ প্রিয় কমিউনিটিকে ৷

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে চলমান থাকা শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতায় মোট ২৯ জন ইউজার অংশগ্রহণ করেছিল জেনে বেশ ভালো লাগলো। আমাদের এদিকে এখনো শীতের তেমন প্রভাব পড়েনি তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি বেশ দুঃখের বিষয়। যে সকল ইউজার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিয়েছে সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

যদিও যেই সময়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সে সময়ে ভালোভাবে শীত ছিল না তারপরেও অনেক সুন্দর সুন্দর শীতকালীন ফটোগ্রাফি কনটেস্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। যে সকল ইউজার এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ফলাফল প্রকাশের পোস্টটি দেখে খুব ভালো লাগলো।আসলে গত প্রতিযোগিতায় ফটোগ্রাফি করার মত কোন সুযোগই পাইনি।তবুও যা ছিল তা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। ধন্যবাদ আমাদের মাঝে পাবলিস্ট করার জন্য।

৪৮ তম শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে। তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবারের প্রতিযোগিতা বেশ দারুন ছিলো । সবাই শীতকালীন বেশ চমৎকার ফটোগ্রাফি উপস্থাপন করেছে। আমাকে বিশেষ পুরস্কারে মনোনীত করার জন্য শ্রদ্ধেয় দাদাসহ সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা রইল সবার কাছে।

শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একই সাথে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে সমস্ত বন্ধুগণ পুরস্কার বিজয়ী হিসেবে মনোনীত হয়েছেন আমি তাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।