সুসম্পর্ক।

in hive-129948 •  7 months ago 

image.png

image source

বর্তমানে যদি সব থেকে কঠিন কাজ গুলোর কথা বলা হয় তখন এখনকার সময়ে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বজায় রাখাটা আগে থাকবে। কেননা বর্তমানে যেভাবে মানুষ নিজের স্বার্থের পিছনে দৌড়াচ্ছে সেখানে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা আসলেও অনেক কষ্টকর। হয়তোবা তারা আপনার সাথে স্বার্থের খাতিরে এখন সম্পর্ক রাখছে তারপর আবার যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে তখন আপনাকে আর মনে রাখবে না। যদিও সবাই কিন্তু এমন না। তবে বেশির ভাগ মানুষই এমন স্বার্থপর। যাই হোক , আবার অনেক সময় দেখা যায় আমাদের নিজেদেরই তাদের কাছ থেকে সরে আসতে হয়। আর এটা কিন্তু স্বাভাবিক , যখন আমরা দেখবো তার কারণে আমরাদের কোনো ক্ষতি হতে পারে তখন আমরা নিজ থেকেই তাদের থেকে দূরে সরে আসবো ।


তো এভাবে কি কারো সাথে চলা যায় ? অনেক সময় দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশীরা আমাদের কাছে অনেক কিছুর জন্যই আসে। আমরাও যাই মাঝে মধ্যে কোনো কিছুর দরকার পড়লে। আর এটাই কিন্তু স্বাভাবিক , একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে যাবে।আর আমি মনে করি এতে করেই সুসম্পর্ক তৈরী হয়। যাই হোক , অনেকেই আছে যারা কিনা কোনো কিছুর জন্য আসলে যদি সেটা আমাদের কাছে না থাকার কারণে বাধ্য হয়ে মানা করতে হয় তখন সেটাকে তারা না বুঝে উল্টো বলতে থাকে আমরা থাকার সত্ত্বেও মানা করে দিয়েছি। ব্যাপারগুলো খুবই কষ্ট দায়ক।


আবার অনেকেই আছে যারা একে অপরকে নিয়ে সমালোচনা করে। না বুঝে না শুনে , যেটা ইচ্ছা সেটাই বানিয়ে বলে অন্যের বদনাম করতে থাকে। তো আপনি যখন জানতে পারবেন যে আপনার এবং আপনার পরিবারের নামে কেউ একজন অযথা বদনাম ছড়াচ্ছে সেখানে আপনি কিভাবে ওই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনাকে বাধ্য হয়েই তার থেকে দূরে দূরে থাকতে হবে। আসলে , বর্তমান যুগে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্টকর। কেননা কেউই চাইবেনা নিজের নাক কেটে অন্যের শ্রদ্ধা করতে। এবং এটাই স্বাভাবিক।


তবে নিজেদের নিরাপদ জীবনের স্বার্থে যদি একে অন্যের সাথে সুসম্পর বজায় না রাখতে পারি তাহলে কথা বলা বন্ধ করে দিবো। কিন্তু ঝগড়া জাটি এইগুলো খুবই খারাপ। আর এতে করে শত্রু তৈরী হয়। আমরা অবশ্যই চাইবো না আমাদের কোনো শত্রু তৈরী হোক। যাই হোক , আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছের আজকের এই পোস্টটি ভালো লেগেছে। আপনারা আপনাদের মন্তব্য গুলোকে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ এতক্ষন অব্দি আমার সাথে থাকার জন্য।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই আপু সুসম্পর্ক বজায় রাখাটা এখন ভীষণ জরুরী।সবাই যেভাবে স্বার্থের পেছনে ছুটছে তাতে করে একের সাথে অন্যের সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে।কেউ কাউকে বিশ্বাস পর্যন্ত করছে না।সম্পর্ক ভালো না থাকলে চুপ থাকা ভালো। তবুও ঝগড়া করা ভালো নয়।আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

জি আপু একদম ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

প্রথমত বলব সবার মন-মানসিকতায় একরকম হয় না হ্যাঁ কিছু প্রতিবেশী আছে যারা সব সময় মানুষকে নিয়ে সমালোচনা করে। আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করি এই ধরনের মানুষের থেকে একটু দূরে থাকতে আমি চাই না এ ধরনের মানুষের সাথে কোন সম্পর্ক তৈরি হোক।

হ্যা ভাইয়া ,এটাই করা উচিত। আপনাকে ধন্যবাদ।

বর্তমান যুগে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা সত্যিই খুব কঠিন কাজ। এই ব্যাপারটা আমিও মাঝেমধ্যে ভাবি। সবসময় চাই মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু দিনশেষে সেটা আর সম্ভব হয় না। কারণ বেশিরভাগ মানুষ প্রচন্ড স্বার্থপর হয়ে গিয়েছে। এককথায় বলতে গেলে পরিবার, আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের মধ্যে বেশিরভাগ মানুষই স্বার্থপর। কিন্তু সবাই মিলেমিশে থাকার আনন্দটা কিন্তু অন্য রকম। সেটা আসলে মানুষ বুঝতে চায় না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।