লাভ সাব || বাংলা নাটকের রিভিউ
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
গতকাল রাতে বেশ সুন্দর একটা নাটক দেখলাম। নাটকটির নাম হচ্ছে " লাভ সাব " , বেশ রোমান্টিক ছিল নাটকটি আবার হাস্যকর ও। বেশ ভালোই লেগেছে নাটকটি , তাই ভাবলাম এই নাটকের ছোট একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন নাটক মূল কাহিনী থেকে শুরু করা যাক।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | লাভ সাব |
---|---|
প্লাটফর্ম | ইউটিউব |
পরিচালক | প্রবীর রায় চৌধুরী |
অভিনয়ে | তাওসিফ মাহবুব ,তটিনী ও আরো অনেকেই। |
প্রকাশিত | জুলাই ৪, ২০২৪ |
সময় | ১ ঘন্টা ১৭ মিনিট |
নাটকের মূল কাহিনী শুরু |
---|
নাটকের শুরুতে দেখি যে রাফি অর্থাৎ তাওসিফ মাহবুব এবং তার বন্ধুবান্ধব মিলে ট্রেন এ করে তার এক বড় ভাই এর বিয়েতে যাচ্ছে। এবং তাদের পাশে সিটে ছিল অনা অথাৎ তটিনী ওরা। অনাদের সাথে ছিল অনার বাবার বন্ধুর ছেলে যার সাথে অনার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন পর এবং অনার ছোট বোন। যাত্রাপথে যদিও তারা কেউ কাউকে চিনতো না কিন্তু অনা এবং রাফিদের গন্তব্য একই ছিল। অনারা ও সেই বিয়েতে যাওয়ার জন্যই প্রতূতি নিচ্ছিলো। তবে সেই ট্রেনএ অনাদের বেশ বিরক্ত করে রাফিরা। তাই প্রথম পরিচয়এই রাফিদের খারাপ মনে করতে শুরু করে অনা। যাই হোক , তারা বিয়ে বাড়িতে পৌঁছানোর পর রাফি বুঝতে পারে যে অনারাও সেই বিয়ে বাড়িতে এসেছে।
তখনও তাদের মধ্যে বেশ রিসারিশি চলছিল। যেমন অনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তাকে রাফিরা মজা করে অনার বডি গার্ড বলে ডাকতো। আর সত্যি কথা বলতে ওই লোকটা আসলেই অনেক বেশি ওভারক্যারিং ছিল , যেটার কারণে অনা খুবই বিরক্ত ছিল। যাই হোক , এভাবে অনাদের সাথে বেশ দুষ্টামি করতে করতে কিভাবে যেন রাফির অনাকে ভালো লেগে যায়। যদিও সে জানতো আরেকজনের সাথে অনার বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু তাও সে চেষ্টা করছিলো অনাকে কাছে পাওয়ার। তখন আস্তে আস্তে রাফি অনার সাথে ভালো ব্যবহার শুরু করে এবং অনাও আস্তে আস্তে রাফিকে পছন্দ করতে শুরু করে। যদিও সেটা অনার হবু জামাই মোটেও সহ্য করতে পারতো না।
এভাবে কিছু সময় যাওয়ার পর একদিন রাতের বেলা রাফি একা একা পুল এর কাছে বসে ছিল এবং কিছুক্ষন পর অনা এসে তার পাশে বসে এবং রাফি তার সাথে বেশ ভালোই আলাপ করে। তখন অনা বলে সে তার হবু জামাইয়ের সাথে মোটেও সুখী না , কেননা সে খুবই পোসেসিভ এবং ওভারক্যারিং ছিল যেটা অনা মোটেও পছন্দ করতো না। তবে তাকে এইসব এখন সহ্য করতে হচ্ছে কেননা পরিবার থেকে তাদের বিয়ে প্রায় ঠিকঠাক। ঠিক সেই সময়েই রাফি এবং অনাকে অনার হবু স্বামী দেখে ফেলে এবং অনাকে ঘরে নিয়ে যায়। তারপর আসলো বিয়ের দিন , বিয়ের দিনে রাফি একটা কবিতা আবৃতি করার সময় অনাকে স্টেজএ ডেকে নেয় যার কারণে অনার হবু স্বামী খুবই রাগ হয় রাফির প্রতি এবং তার সাথে তর্কে যেতে থাকে। তখন রাফি সবার সামনে চিৎকার করে বলতে থাকে "অনা তো তোর সাথে সুখী না , ও তোকে পছন্দ করে না " এই শুনার পর অনা রাফিকে এসে চর মারে। তারপর রাফি অভিমান নিয়ে সেই বিয়ে বাড়ির থেকে চলে আসে।
কিছুদিন যাওয়ার পর অনা রাফিকে অনেক কল করে , এবং সেইদিনের জন্য সরি বলে। কিন্তু রাফি বার বার তাকে উপেক্ষা করছিলো। তারপর সে রাফিকে ম্যাসেজ দিয়ে বলে সে রাফিকে ঐদিন পুল এর পাশে সব কিছু বিশ্বাস করে বলেছিলো এবং রাফি সবার সামনে এটা বলাতে অনার খুবই রাগ হয় এবং তাকে থাপ্পড় মেরে বসে। যাই হোক , এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর অনার এটা ফ্রেন্ড অনাকে কল দিয়ে বলে রাফি তার পাশেই ট্রেন এ বসে আছে , তারপর অনা সেখানে তাড়াহুড়া করে এসে রাফিকে জানালা দিয়ে ডাকতে থাকে এবং তারপর রাফি ট্রেন থেকে বের হলে অনা রাফিকে বলে দেয় সে রাফিকে ভালোবাসে। তারপর রাফি সেই অনার হবু স্বামীর কথা বললে সে বলে সেইদিন বিয়ের থেকে আসার পর সেই লোক অনার গায়ে হাত তুলে এবং বিনা কারণে অনাকে দোষারোপ করতে থাকে। তারপর অনা তার সাথে বিয়ে ভেঙে দেয় এবং অনাকে তার জীবনের বেশ ডিসিশন নিতে আরো এক ধাপ এগিয়ে দেয়। তারপর রাফিও অনাকে জড়িয়ে ধরে এবং এখানেই নাটকটি শেষ হয়।
ব্যক্তিগত মতামত |
---|
সত্যি বলতে এটা বেশ সুন্দরও রোমান্টিক একটা নাটক ছিল। রোমান্টিক হওয়ার পাশা পাশি বেশ হাস্যকর কিছু সিনও ছিল সেখানে। সত্যি বলতে অসাধারণ একটা নাটক। আপনারা চাইলে নাটকটি দেখতে পারেন।
নাটকটির ইউটিউব লিংক |
---|
এই নাটকটি আমিও দেখেছি। এমনকি রিভিউ শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নাটকটি কিন্তু বেশ ভালো লেগেছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান ঘিরে সবার খুনসুটি গুলো দারুন ছিল। শেষ পর্যন্ত মেয়েটি নিজের সিদ্ধান্ত নিতে পেরেছে এটা দেখে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন রোমান্টিক নাটক দেখতে আসলেই খুব ভালো লাগে। তাছাড়া তটিনী আমার খুব পছন্দের একজন নায়িকা। যাইহোক সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি কেয়ারিং থাকাটা দরকার, তবে অতিরিক্ত কেয়ার করলে আসলেই খুব বিরক্ত লাগে। শেষ পর্যন্ত তৌসিফ এবং তটিনীর মিলন হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। নাটকের হ্যাপি এন্ডিং না হলে আমার কাছে ভালো লাগে না। যাইহোক এই নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাভ সাব রোমান্টিক নাটক ছিলো। নাটকটির গল্প ছিলো সম্পুর্ন ভিন্ন রকম। এধরনের রোমান্টিক নাটক গুলো দেখলে মন ভালো হয়ে যায়। বেশ কিছুদিন আগে নাটকটি দেখেছিলাম। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম সুন্দর এবং রোমান্টিক নাটকগুলো দেখতে আমি বেশি পছন্দ করি। আজ আপনি যে নাটকটার রিভিউ শেয়ার করেছেন, এটা তো আমার অসম্ভব ভালো লেগেছে। এই নাটকের শেষের অংশটা আমার অনেক ভালো লেগেছে। আমার কাছে তটিনীর নাটকগুলো দেখতে অনেক ভালো লাগে। একে অপরের প্রতি কেয়ারিং টা ভালো লাগে। তবে অতিরিক্ত কেয়ারিং ভালো লাগেনা। আমি যদি সময় পাই তবে এই নাটকটা সম্পূর্ণভাবে অবশ্যই দেখার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইরকম বাংলা রোমান্টিক নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে আপু। এই নাটকটি এখনো দেখা হয়নি। তবে বেশ কিছুদিন ধরে নাটকের টেইলার আমি ফেসবুকে দেখতেছি।আপনি সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit