স্টিমিট প্ল্যাটফর্মে বাংলা ভাষার সর্বপ্রথম ও একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ" -এ আপনাকে সুস্বাগতম
➤ আমার বাংলা ব্লগের যাত্রা শুরু......
➤ "আমার বাংলা ব্লগ" -এর governance এর উপর সংক্ষিপ্ত আলোকপাত
"আমার বাংলা ব্লগ" -এ একজন একটিভ ব্লগার হওয়ার জন্য নিম্নলিখিত গাইডলাইনস ফলো করুন:
☑ Verification পোস্ট করা অবশ্যই প্রয়োজনীয়। আপনার Steemit ID, "আমার বাংলা ব্লগ" লেখা এবং তারিখ সহ একটি পেপার এর সাথে সেলফি দেওয়া বাধ্যতামূলক Verification পোস্টের সাথে। প্রথম ট্যাগ হিসেবে #abb-intro ব্যবহার অবশ্যক।
☑ নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।
☑ নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
☑ নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল।
☑ অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
☑ মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
☑ আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
☑ আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।
👉 আমাদের discord চ্যানেলে কন্টাক্ট করুন :
আমি #abb-intro ট্যাগ ব্যবহার করে পোস্ট করেছি। একটা পরিষ্কার কাগজে আমার বাংলা ব্লগ, আমার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজ দিয়ে ছবি তুললাম। 3400 টিরও বেশি শব্দের চারটির বেশি ছবি এবং স্ব-পরিচয়মূলক পোস্ট। আমি নিজের সম্পর্কে আরও তথ্য লিখেছি যেমন আমার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকার সমস্ত তথ্য।
আমাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করতে সাহায্য করুন এবং আমাকে সমর্থন করুন
Link : https://steemit.com/hive-129948/@loveblog/6dttw1
steem ID : @loveblog
Discord ID : @shereef#0079
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit