শারদীয়া কনটেস্ট ১৪৩১

in hive-129948 •  24 days ago 

প্রিয় স্টীমেইন ফ্রেন্ডস, বাংলা ১৪৩১ সালের শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভাল আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার বাংলা ব্লকে এই প্রথম চমৎকার একটা কনটেস্টে ভগবানের অশেষ কৃপায় অংশ গ্রহণ করছি। সবার ভালবাসা এবং সাপোর্ট
করবেন।

Thumbnail photo-01.jpg
Thumbnail Photo

মহা সপ্তমীর পরিক্রমা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হল শারদীয়া দূর্গা পূজা। ঐতিহ্যগতভাবে ক্যালেন্ডার অনুযায়ী বাংলা মাসের সপ্তম মাসের আশ্বিন মাসে এই দিনে পূজা অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের শুক্ল পক্ষের তিথীতে ষষ্ঠী থেকে পূজা শুরু হয়। তবে আমরা ষষ্ঠী পূজাতে কোন পূজা মন্ডপে যাওয়া হয় না। আমি ঢাকা শহরে প্রায় নয় বছর পর্যন্ত পূজা উৎযাপন করি। এবার আমাদের পূজা উৎযাপনটা অনেক সুন্দর হয়েছে। এবার ঢাকা শহরে পূজা আয়োজন করা হয় ২৫৭টি । এবার মনের ভিতরে একটা ভয় ছিলো পূজা কেমন হবে। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তেমন একটা ভাল না, কারণ নতুন অন্তবর্তীকালীন সরকার। তারপরও পূজা উৎযাপনটা ভাল হয়েছে। আমরা প্রথমে ঢাকা স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ আশ্রমে গিয়েছি। পূজার সময় এখানে কখনো আসা হয় না, এবার প্রথম আসলাম। দেখলাম এখানে পূজা কমিটি অনেক সুন্দরভাবে পূজা আয়োজন করেছে। আর একটি বিষয় হল এখানে অনেক খোলামেলা জায়গা আছে। আমরা প্রায় এক ঘন্টার মতো এখানে ছিলাম। তবে অন্য সব জায়গা থেকে এখানে খুব ভাল লাগছে।

20241010_185807.jpg

20241010_185530.jpg

আজকে আমরা প্রায় দশ থেকে বারোটা পূজা মন্ডপে গিয়েছি, প্রতিটি পূজা মন্ডপে অনেক করে আয়োজন করেছে। সর্ব শেষ আমরা ঢাকার নাম করা রাম কৃষ্ণ মিশন মঠে গিয়েছি। এখানে বিগত চার থেকে পাঁচ পর্যন্ত আমরা পূজা দেখতে আসি, তবে আমাদের সাথে আমাদের বন্ধুর পরিবার এই প্রথম আসছে। আমার বন্ধু আমাদের সাথে ছিলো না। সে পূজা দেখতে ভারতে গিয়েছে, তাই আমাদের সাথে তাদেরকে নিয়ে আসলাম। রাম কৃষ্ণ মিশনে প্রসাদের আয়োজন করা হয়েছে। আমাদেরও ক্ষুধা লেগেছে। আমরা সবাই পূজা দেখার পর প্রসাদ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত প্রায় সাড়ে বারোটা বাজে। প্রথমে যে দু’টি ছবি দেয়া হল শ্রী শ্রী লোকনাথ আশ্রমের পূজা মন্ডপের, পরের দু’টি ছবি হল জয়কালি মন্দির এবং রাম কৃষ্ণ মিশনের। সপ্তমীর একটা ভিডিও লিংক দিয়েছি।

20241010_191655.jpg

20241010_211851.jpg

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVW.png

মহা অষ্টমীর পরিক্রমা

অষ্টমী পূজা আমাদের এখানে শুরু হয় সকাল ৬টা। সপ্তমী পূজা দেখে বাসায় আসতে রাত প্রায় সাড়ে বারোটা এবং ঘুমাতের্ ঘুমাতে প্রায় দেড়টা। তাই সকাল বেলা ঘুম থেকে আমি উঠতে পারিনি। তবে আমার পরিবার মাকে পুষ্পঞ্জলী দিয়ে আসছে। এবার আমি পুষ্পঞ্জলী দিতে পারিনি। আজকে আমরা দু’পরিবার পূজা দেখতে নারায়ণগঞ্জ গিয়েছি। ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে নামকরা পূজা হয় নারায়ণগঞ্জ শহরে। এবার নারায়ণগঞ্জে পূজার আয়োজন করা হয় ২১৫টি। তবে অন্যন্যা বছরের থেকে এবার অনেক সকাল সকাল পূজা দেখতে গিয়েছি। সন্ধ্যা ছয়টা বাজে ট্রেনে করে আমরা নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে নেমে পূজা দেখার জন্য হাঁটা শুরু করি। আমরা প্রথমে নারায়ণগঞ্জের বড় পূজার মধ্যে এইটা অন্যতম হল আমলা পাড়া। আমলা পাড়া লোকে লোকারণ্য, কারণ এখানে সরাসরি মা দূর্গা কিভাবে অসুরকে বদ করে তা সুন্দরভাবে উপস্থাপন করা হয়। এখানের ছবি এবং ভিডিও দেওয়া হল।

20241011_183420.jpg

20241011_183831.jpg

তারপর আমরা নন্দী পাড়া, গোপাল পাড়া এবং ইসকন মন্দিরের পূজা মন্ডপগুলো দেখেছি। তবে একটা মজার ব্যবপার হল এক জায়গা পাঁচটা পূজার আয়োজন করা হয়েছে। তা হল ইসকন এবং লোকনাথ আশ্রম। এখানে আমরা প্রায় চল্লিশ মিনিট সময় ব্যয় করেছি। হাঁটতে হাঁটতে প্রায় সবাই ক্লান্ত, তাই সবাই মিলে হালকা নাস্তা করে নিয়েছি। আমার মামুনি হাঁটতে হাঁটতে তার পা প্রচন্ড ব্যথা করছে, কারণ নতুন জুতার কারনে পা ব্যথা করছে, তাই তাড়াতাড়ি ফার্মেসীতে গিয়ে ওয়ান টাইম ব্যন্ডেজ কিনে পায়ে লাগিয়ে দিয়েছি। এখানের কিছু ছবি মোবাইলে ধারণ করে নিয়েছি।

20241011_191226.jpg

20241011_192445.jpg

তারপর সর্ব শেষ যে পূজা মন্ডপে গিয়েছি তা হল নিতাইগঞ্জ। আমার জানা মতে কেউ যদি নারায়ণগঞ্জ পূজা দেখতে যায় নিতাইগঞ্জ অবশ্যই যাবে। কারণ এখানে স্পেশাল আয়োজন করা হয়। সাজ সজ্জ্বা এবং লাইটিং অন্যরকম করা হয়। ফটোগ্রাফির জন্য আলাদা জায়গা করা এবং ব্যকগ্রাউন্ড সুন্দর করে সাজানো হয়। এখানে পূজা কমিটির আর একটা গুন হল, তারা প্রতিবছর ভক্ত বৃন্দের জন্য প্রসাদ, চা, কফি, বিশুদ্ধ পানি এবং স্পেশাল ঝাল মুড়ি আয়োজন করা হয়। তবে এইগুলো আনলিমিটেড। যে যতবার খেতে চায় কোন না নেই। এখানের কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করছি। এখান থেকে সোজা বাসার উদ্দেশ্যে রওয়ানা হলাম। মনে করে ছিলাম ট্রেনে করে বাসায় আসবো। কিন্তু ট্রেন মিস করেছি। পরে অটো দিয়ে বাসায় আসলাম।

20241011_194434.jpg

20241011_223545.jpg

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVW.png

মহা নবমী এবং বিজয়া দশমীর পরিক্রমা

মা দূর্গা কৈলাশ থেকে এসেছেন এবং কৈলাশে ফিরে যাবেন। যদিও খারাপ লাগছে তারপরও বিদায় দিতে হবে। আজ দশমীর সিঁদুর খেলা, মায়ের ফেরার পালা। আপনার এবং আপনার পরিবারের সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। মায়ের আর্শিবাদে আমাদের সকলের জীবন হোক সমৃদ্ধ। আবার হবে দেখা আগামী বছর এই দিনে। আজকে পূজা দেখেছি আমাদের এলাকায়। আমাদের পাগলা এলাকায় পূজা হয় ছয়টা। আজকে বিজয়া দশমীতে আমার মামুনি নাচানাচি করছে এবং কিছু সিঁদুর খেলার ছবি মোবাইলে ধারণ করে নিয়েছি। আমার লেখায় যদি কোন ভুল ক্রটি হয় তাহলে ক্ষমা ‍দৃষ্টিতে দেখবেন।

20241012_204307.jpg

20241012_204653.jpg

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVW.png

দয়া করে আপনারা সবাই আমার শারদীয়া দূর্গা পূজার কনটেস্ট দেখবেন, পড়বেন এবং সাপোর্ট করবেন।

সপ্তমীর ভিডিও লিংক:

অষ্টমীর ভিডিও লিংক:

নবমী এবং বিজয়া দশমীর ভিডিও লিংক:

শুভেচ্ছান্তে
@azit1980

আমার নিমন্ত্রিত তিন বন্ধু

@mahadisalim
@green015
@selina75

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ripon0630.jpg
Congratulations!!! because your post has been upvoted by Team 7 using steemcurator09. Keep up the good work and keep making quality posts. Curated By <@ripon0630>

Thank you so much for support to me.