হ্যালো বন্ধুরা
Copyright free image source:pixels
আজকে একটা জেনারেল পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে যে পোস্টটি লিখব সেটি হচ্ছে একটি গল্প যা আমি কয়েকটি খন্ডে আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি আপনাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সে গল্পের নাম হচ্ছে"ওরা কবে ফিরবে"। আশা করি গল্পটি সবার কাছে ভালো লাগবে।
চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার আজকের পোস্ট:
গল্পের নামঃ ওরা কবে ফিরবে? |
---|
আলিম মাহমুদ, বয়স সাড়ে পাঁচ বছর, প্রত্যন্ত গ্রামের কোন একটি ছোট পরিবারের ঘরে জন্ম তার। বাবার নাম রহিম উদ্দিন, মা রাহেলা বেগম। আলিম মাহমুদরা এক বোন, এক ভাই। বোনের বয়স সাড়ে সাত কিংবা ৮ বছর হবে, নাম জোনাকি আক্তার। আলিম মাহমুদের বাবা মানুষের খেতে কৃষি কাজ করে সংসারের ব্যয়ভার বহন করেন। নিজের বলতে কিছুই নেই আছে শুধু ছোট্ট একটি ঘর। তাও অন্যের জায়গায় মানুষের সহযোগিতায় টাকা পয়সা দিয়ে উঠানো হয়েছে।
স্বামীর উপার্জনের সংসারে ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যাচ্ছে, তাই স্বামীকে সহযোগিতা করার জন্য স্ত্রী রাহেলা বেগম ও মানুষের বাড়িতে বুয়ার কাজ নেয়। দুজনের আয় রোজগারে মোটামুটি ভালই চলছিল তাদের সংসার। কিন্তু বিধাতা যেন তাদের এই সামান্য সুখ সামনের দিকে এগিয়ে নিতে চাননি। তাই কোন এক অজানা রোগে রাহেলা বেগমকে দুনিয়া থেকে তুলে নেয়। গরিব রাহেলা বেগমেরা যেখানে একটু সুখের স্বপ্ন দেখা শুরু করেছিল সেখান থেকে যেন আবার অন্ধকার নেমে এলো তাদের জীবনে।
এদিকে মা মারা যাওয়ার পর ছোট দুই ভাই বোনের জীবনটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে, বাবা ঠিক মত খোঁজখবর রাখে না, খেয়ে থাকলো বা না খেয়ে থাকলো তার কোন খবর নেয় না, ঠিকমত কাজে যায় না, কেমন যেন উদাসীন। কিন্তু ছোট দুটো বাচ্চা তারা তো আর না খেয়ে জীবন যাপন করতে পারে না, তারা তো আর জীবনের সাথে এত সংগ্রাম বোঝে না। এখান থেকেই শুরু হয় তাদের সংগ্রামী জীবন---(অসমাপ্ত)
বন্ধুরা এই ছিল আমার আজকের গল্প ওরা কবে ফিরবে এর প্রথম পর্ব। আপনারাই গল্পটির সাথেই থাকুন, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সামনের প্রতিটি পর্ব ভিজিট করলে জানতে পারবেন ওরা কবে ফিরবে এই গল্পের যথার্থতা। ধন্যবাদ সবাইকে।