আজ -শুক্রবার
১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
২৮শে জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ
২১শে জিলহজ্ব ১৪৪৫ হিজরি।
আসসালামু আলাইকুম |
---|
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে পোষ্ট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে এই দুনিয়ায় নতুন একজন মানুষের আগমন উপলক্ষে।
ইমেজ নম্বরঃ এক
রাত ১:২২ মিনিট, হঠাৎ অচেনা নম্বর থেকে আমার ভায়েরা আমাকে ফোন দেয়, আমি তখন ঘুমে, এতো রাতে তার ফোন পেয়ে আমি কিছুটা বিস্মিত হয়ে যাই, প্রথমে তার কণ্ঠ ধরতে না পারলেও কয়েকটি কথা বলার পর আমি কন্ঠ থেকেই বুঝতে পারি, সে আমাকে কথাটা না বলে বলল তুমি নিপাকে দাও নিপা হচ্ছে আমার স্ত্রী তার শালী। ওর সাথে কথা শেষ হলে আমি জিজ্ঞেস করলাম কি বললো, সে আমাকে বলে যে তার ভাইয়ের মেয়ে হয়েছে। খবরটা শুনে খুব ভালো লাগলো। রাতে আমি আর কিছু জিজ্ঞেস না করে ঘুমিয়ে পড়লাম।
ইমেজ নম্বরঃ দুই
সকালে আমাকে ফোন দিয়ে জানানো হলো এবং আমাদের বাড়িতে মিষ্টি পাঠানো হলো। আমার বাড়ির সবাইকে খবরটা দিয়ে মিষ্টি মুখ করালাম। পরে আমি হাসপাতালে গিয়ে দেখে আসলাম। মা মেয়ে দুজনেই খুব ভালো আছেন। বিস্তারিত জিজ্ঞেস করে জানতে পারলাম বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় সিজার হয় এবং আল্লাহর রহমতে খুব সুন্দর ভাবেই একজন নতুন অতিথি (মেয়ে সন্তান) পৃথিবীর বুকে ভূমিষ্ট লাভ করে।
ইমেজ নম্বরঃ৩
আসলে একজন সন্তান ভূমিষ্ট হওয়াতে তার বাবা মা বা পরিবারের মধ্যে কতটা সুখের অনুভুতি বিরাজ করে তা বলে বোঝাতে পারবো না। দোয়া করি আল্লাহ যেন মা এবং সন্তানকে সুস্থ রাখে।
ইমেজ নম্বরঃ ৪
বন্ধুরা, এই ছিলো আমার আজকের পোস্ট এর বিস্তারিত, আশা করি আমার বাংলা ব্লগের সকল পাঠকেরা পোস্টটি ভিজিট করে অবশ্যই আপনাদের ভালো মন্দ অভিমত জানিয়ে দিবেন। সে আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর। |
হঠাৎ করে কেউ যদি ফোন করে এরকম সুখবর দেয় তখন সত্যি অনেক ভালো লাগে। আপনাদের পরিবারে একজন নতুন সদস্যের আগমন হয়েছে দেখে ভালো লাগলো ভাইয়া। মেয়েটি যেন সুস্থভাবে বেড়ে ওঠে এই দোয়াই করি। শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু, এভাবে হঠাৎ ফোনটা আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পরে খুশির সংবাদ পাওয়ার পরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্টস করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit