আসসালামু আলাইকুম ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হ্যালো বন্ধুরা
চিত্র নম্বর-এক
বন্ধুরা পোস্টটি একটি সাধারণ পোস্ট কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়, তারপরও আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি পোস্টটি ভালো লাগবে।
চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্ট: |
---|
বন্ধুরা আমাদের বাড়ির সামনে একটি পেয়ারা গাছ আছে, এটি একটি দেশি পেয়ারা গাছ। গাছটির উচ্চতা খুব বেশি নয়, আট দশ বছরের ছোট ছোট ছেলেমেয়েরা চাইলে মাটিতে দাঁড়িয়েই এই গাছের পেয়ারা ছিঁড়তে পারে। পেয়ারা গাছটার কাছে আমি খুব একটা যেতাম না, এবং জানতাম না যে গাছে এতটা পরিমাণ পেয়ারা ধরে। আজ সেই পেয়ারা গাছ থেকে পেয়ারা পারার অনুভূতি এবং পেয়ারা খাওয়ার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব।
চিত্র নম্বর- দুই
জানতে পারলাম তখন যখন আমার মেজ ভাই পরিবার নিয়ে বাড়িতে চলে আসলো। এর আগে যেহেতু মা বাড়িতে একা থাকতেন এবং পেয়ারা গাছটা বাড়ির বাহিরে সেহেতু এলাকার ছোট ছেলে মেয়েরা মাঝে মাঝেই ছিড়ে নিয়ে যেত। আমার ভাইয়ের ছেলে মেয়েরা এবং সাথে আমার ছেলেও ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিড়ে এনে খেতো। তো কালকে আমার ভাতিজা এবং ভাতিজি তারা তাদের নানা বাড়িতে বেড়াতে গেছেন। সকালে আমার ছেলে বলতেছে চলো বাবা পেয়ারা পাকছে কিনা দেখে আসি, ছেলের কথা মতো আমি পেয়ারা গাছের নিচে গেলাম।
চিত্র নম্বর -তিন
গিয়ে দেখলাম গাছে পেয়ারা তেমন একটা নাই। তারপর ও গাছে উঠে কয়েকটি পেয়ারা খোঁজার চেষ্টা করলাম। তো পাকা পেয়ারা একটাও পেলাম না। অবশেষে নিচে নেমে মাটিতে দাঁড়িয়ে একটা পেয়ারা পাড়লাম। এই পেয়ারা গাছটির বিশেষত্ব হচ্ছে এর গাছ খুব একটা বড় হয় না, পেয়ারা আকারে ছোট হয়, উপর থেকে দেখলে কাঁচা মনে হলেও ভিতরে দেখবেন পেকে গেছে এবং যথেষ্ট মিষ্টি হয় এবং প্রচুর পরিমাণে ধরে, এই পেয়ারাগুলো খাওয়ার মজাই আলাদা।
চিত্র নম্বর-চার
বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট, আশা করি সবাই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার পোস্টে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর |
ঞ ত