ভোর বেলা জেলেদের ধরা যমুনার ছোট বড় নানা মাছ। রানীগ্রাম বাধ,সিরাজগঞ্জ সদর।

in hive-129948 •  2 years ago 

আমি মো: রিফাতুর রহমান।
Steemit এ একদম নতুন
সকালে হাটতে গিয়ে জেলেদের টাটকা মাছ দেখে ছবি তুলার শখ থেকে আজকের পোস্ট।

আমাদের উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এর পুরো জেলা ঘিরেই যমুনা নদীর অবস্থান।নদীতে নানা রকমের মাছ পাওয়া যায় যা লোকাল জেলেরা ভোর রাতে মাছ শিকারে যায় আর তা সকাল সকাল নদীর পাড়েই বিক্রি করতে চলে আসে। আর উৎসুক পাইকারী, জনতারা ভিড় জমায় টাটকা মাছ কিনতে।
আমি যমুনার পাড়ের ই একজন মানুষ তাই আমার এলাকার সকালের মাছের বাজার টা দেখানোর চেষ্টা করলাম।
ধন্যবাদ 😊

Jomuna-river-fish.jpg
Jamuna-river-fish.jpg
Jomuna-river-fish-1.jpg
Jamuna-river-fishes.jpg

রাণীগ্রাম বাধ,সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সঠিক নিয়ম কানুন না জেনে যেথায় সেথায় যেভাবে সেভাবে পোস্ট করা ঠিক নয়।আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।
আমার কি কি ভুল হয়েছে একটু বিষদভাবে বললে ভাল কিছু করার চেষ্টা করবো।

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

source: https://postimg.cc/9D2Lds98

  ·  2 years ago (edited)

জেলে ভাইদের ধরা ছোট বড় বিভিন্ন প্রকার মাছের ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এভাবে প্রতিনিয়ত যমুনার পাড়ে অনেক মাছ ধরা পড়ে। আর এভাবে প্রতিনিয়ত দেশের বিভিন্ন নদীতে মাছ ধরা পড়ে যা বাজারে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং মানুষের চাহিদা পূরণ হয়। যাই হোক চেষ্টা করবেন আরো সুন্দরভাবে ব্লগ সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর এই কমিউনিটি রুলস গুলো মান্য করে কাজ করার।

ধন্যবাদ সুমন ভাই,আরও ভাল ভাবে কিছু লিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।