আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালোই আছেন,
আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি!
আছকে একটা বয়ংকর ভূতের মুবি নিয়ে কথা বলবো
২০২২ সালে Chorki তে মুক্তি পেয়েছে নুহাশ হুমায়ুনের মিনি সিরিজ ৪টা পর্ব আছে
আজ শুধু একটা পর্ব নিয়ে কথা বলবো বা রিভিউ করবো,
শুরুতেই দেখা যাই একটা ছেলে বাজার থেকে মাছ কিনে বাসাই নিয়ে যাচ্ছে রাস্তা থেকেই তার পিছন পিছন একটা পেত্নি যাচ্ছিল মাছ এর দাওয়াত খেতে, ওই ছেলের সাথে আরেক জন থাকে বাসাই জাইতেই তার সাথের ছেলের মৃত্যু দেহ পরে আছে এইটা দেখে ভয় পেয়ে গেল তারপর রুমের এক সাইডে তাকিয়ে দেখে একজন মেয়ে বসে আছে তখন সেই ছেলেটি বললো আপনি মনে হয় ভুল বাড়িতে চলে আসছেন এই Building এ মেয়ে নিষেধ, ওই পেত্নি কোন উত্তর দেইনা, তার পর তার হাত পা দেখে বঝে ফেলে এইটা কোন মানুষ না একজন পেত্নি, ভয়ে পালাতে চাইলে পেত্নি ভয় দেখাই, অনেক্ষন চুপ করে বসে থাকার পর বুজতে পারলো এই পেত্নি মাছের দাওয়াত খেতে আসছে, তারপর কাচা মাছ কেটে একটুকরো ওর সামনে দিলে কিন্তু খাইনা মাছের নিচে রক্ত দেখে খেপে যাই পেত্নি,পরে আবার ভাবতে থাকলো কি করা যাই, ভেবে চিন্তা কইরা মাছ ভেজে দেওয়ার জন্য মাছ কাটার সময় ভুল করে হাত কেটে ফেলে রক্ত দেখে পেত্নি দৌড়ে যাই হাত লুকানোর জন্য কিছু খুঁজে না পেয়ে মরিচের বোতলে হাত ঢুকিয়ে দেই, অনেক ব্যথা হওয়া সত্ত্বেও চুপ থাকে পেত্নির সামনে,
পেত্নি আবার ওর জাইগাই চলে গেলে হাত বাহির করে, ভালো কইরা মাছ কাইটা ভেজে পেন্তির সামনে দেই, মুখ থেকে কালো কি যেন বের করে মাছ মেখে খাই বয়ংকর ভাবে🙃
অনেক বার বের হওয়ার চেস্টা করেও বের হতে পারেনা।
এখানেই সমাপ্তি বয়ংকর রাতের
অনেক অনেক ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য 🙏🙏🙏