সাফল্য ০ঃআমার কিছু কথা @badhankumar

in hive-129948 •  3 years ago  (edited)

নমষ্কার,

আশা করি,আপনারা সকলে ঈশ্বরের আর্শিবাদে অনেক ভালো আছেন। আমিও ঈশ্বরের আর্শিবাদে অনেক ভাল আছি। আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবঃ

IMG_20220403_184345.jpg

আমার নাম বাধন কুমার ভূঁইত আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘোঁষগাতী গ্রামে । আমার স্কুল জীবন কেটেছে উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে । এরপর এইচএসসি পরীক্ষা দেয় ২০২০ সালে এইচ টি. ইমাম ডিগ্রি কলেজ থেকে। আমি ছোটবেলা থেকেই নতুন কিছু করতে এবং শিখতে ভালোবাসি। জীবনের শেষ দিন পর্যন্ত,সৎপথে থাকতে চাই এবং নিজের দেশ ও মানুষের জন্য ভালো কিছু করতে চাই।আমি ঘুরতে ভালোবাসি সুযোগ পেলেই বন্ধুদের সাথে ঘুরতে যাই।
IMG_20200915_154823.jpg

প্রত্যেকটি মানুষের চাহিদার পরিমাণ বেশি। তাই আমারও চাহিদার পরিমাণ বেশি হওয়াই স্বাভাবিক। তাই আমি অনলাইন জগতে আসি এবং বেশ কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার পর ইস্টিমেট এর সাথে পরিচিত হই এবং এখানে এটা ভালো প্লাটফর্ম এটি আমি বিশ্বাস করি এবং এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আমি ব্লগিং শুরু করছি না। এবং কাউকে আঘাত বা হেয় বা কারো মতাদর্শকে ছোট করার জন্যও নয়। আমার লেখালেখিতে, অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আশা করি সকলের অনুপ্রেরণা ও সহযোগিতা আমার এই ব্লগ লেখালেখির জগৎটাকে অনেক সহজ করে দিবে.....
আজ এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনারা সকলেই আমার জন্য আর্শিবাদ করবেন..
ঈশ্বর সহায়।

#achievement1#introuceyourself#introucemyself#steem_bangladesh#steemit

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি পরিচিতিমূলক পোস্ট শেয়ার করেছেন কিন্তু কোনো রেফার দেন নাই। এই কমিউনিটি সম্পর্কে যার মাধ্যমে খোঁজ পেয়েছেন তাকে অবশ্যই মেনশন দিতে হবে।

ভাইয়া আমি কমিউনিটি তে নতুন তাই জানতাম না ।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আপনার পরিচিত মূলক পোষ্ট টি সঠিক হয়নি ।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি যেসকল দিক নির্দেশনা ও নিয়ম রয়েছে সেগুলো মেনে তারপরে পোস্ট করার চেষ্টা করবেন। সেটাই কামনা করি।

Loading...

প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই। তবে আমার জানামতে আমার বাংলা ব্লগ এ এখন নতুন কোন মেম্বার আর নেয়া হচ্ছে না। আর আপনার উপস্থাপনাটি ও সঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারেননি। যাইহোক আমার বাংলা ব্লগ এর দিকে নজর রাখুন এবং পরবর্তীতে মেম্বার দেয়া হলে অবশ্যই চেষ্টা করবেন।