দিওয়ালি - আলোর উত্সব

in hive-129948 •  6 months ago 

istockphoto-1439133749-612x612.jpg

Copyright image source : pixabay

দীপাবলির সন্ধ্যায় আমাদের বাজি পোড়ানো মোট 3 রাউন্ডে সম্পন্ন হয়েছিল। প্রথম দফায় শুধুমাত্র আতশবাজি এবং শিঙা জ্বালানো হয়। দ্বিতীয় দফায় আতশবাজি ও শিঙা কম জ্বালানো হলেও বিপুল সংখ্যক ফুলঝুরি, রংমশাল, ঘাটবাজি, চরকি ও তারাবাজি জ্বালানো হয়। তবে দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি পুড়েছে ঘাটবাজি ও চরকি। তৃতীয় রাউন্ড ছিল শুধু রংমশাল, ফুলঝুরি ও তারাবাজি পোড়ানোর রাউন্ড। এই রাউন্ডে খুব অল্প পরিমাণ মশাল জ্বালানো হয়েছিল।

istockphoto-864543734-612x612.jpg

আমরা তিন রাউন্ডে মোট দেড় ঘণ্টা বাজি পোড়ালাম। তবে এ বছর খুব কম বাজি কেনা হয়েছে। প্রতি বছর দীপাবলি-কালীপুজোর সময় আমরা এক সপ্তাহের জন্য প্রতিদিন দেড় ঘণ্টা বাজি পোড়াই। এটি একমাত্র ব্যতিক্রম। তবে আনন্দের কমতি ছিল না।

istockphoto-1430673496-612x612.jpg

প্রতি বছর আমরা দিওয়ালির এক সপ্তাহ আগে নীলগঞ্জের বাজি বাজারে বাজি কিনতে যাই। এই বাজি বাজার বেশ বড়। দীপাবলির কয়েক সপ্তাহ আগে বাজার শুরু হয় এবং কালী পূজার রাত পর্যন্ত চলে। নীলগঞ্জে দুটি বাজার রয়েছে। একটা পুরনো কুঁড়েঘর, তার থেকে দুই কিলোমিটার দূরে আরেকটা নতুন কুঁড়েঘর। এই বাজারটি গ্রামের রাস্তার দুই পাশে বসে প্রায় এক মাইল লম্বা। হাঁটতে গিয়ে পায়ে ব্যাথা। কত শত অজানা সব ধরনের বাজি বাজারে বিক্রি হয়- তার কোনো লেখা নেই। নীলগঞ্জের এই বাজির দোকানে প্রতিদিন কোটি টাকারও বেশি মূল্যের বাজি বিক্রি হয়।

istockphoto-1045328796-612x612.jpg

এ বছর প্রশাসনের অনেক চাপে নীলগঞ্জে বাজির বাজার বন্ধ হয়ে যায়। এমনকি বাজি তৈরি, বিক্রি এবং পোড়ানোও ভারতে নিষিদ্ধ নয়। কিন্তু চলতি বছর নীলগঞ্জে বড় বাজি কারখানায় বিস্ফোরণের কারণে নীলগঞ্জে বাজির হাট বসাতে দেয়নি প্রশাসন। অভিযোগের আড়ালে বোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে

আপনি যদি আমার ব্লগ পছন্দ করেন তাহলে দয়া করে আমাকে ভোট দিন। আমাকে অনুসরণ কর. আমি আরো ব্লগ পোস্ট করব. খুব সুন্দর জীবন কাটুক। আপনার শুভ কামনায় আমাকে রাখুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : https://www.istockphoto.com/photo/celebration-gm864543734-143436173?searchscope=image%2Cfilm