Ranbir-Alia Wedding: সাতপাক সেরেই ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড, চুম্বনে, উষ্ণতায় মিলেমিশে একাকার ‘রণলিয়া’

in hive-129948 •  3 years ago 

IMG_20220415_010931.jpg

ক্যাটরিনা-ভিকির বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। কবে হবে এই বিগ ফ্যাট ওয়েডিং? এই অপেক্ষায় দিন গুনছিলেন। বিগ ফ্যাট না হলেও পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনেই বিয়ে করেছেন দুই তারকা। বিয়ের তারিখ বুধবারের আগে পর্যন্ত জানা যায়নি। তবে উৎসবের আবহ বেশ কয়েকদিন আগে থেকেই টের পাওয়া গিয়েছে। সেজে উঠেছে আর কে হাউস, আর কে স্টুডিওজ, কৃষ্ণারাজ বাংলো এবং রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’। ‘বাস্ত’তেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের হার্টথ্রব।

IMG_20220415_010916.jpg

IMG_20220415_010903.jpg

রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। প্রথমে ইনস্টাগ্রামে আলিয়া বিয়ের ছবি শেয়ার করে নিজেদের স্বপ্নের কথা জানালেন। তারপর কথা মতো সন্ধে সাড়ে ৭ টা নাগাদ এলেন সাংবাদিকদের সামনে। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন রণবীর ও আলিয়া।

IMG_20220415_010851.jpg

সবাই ভেবেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ হিট করানোর জন্য সব কিছু। প্রেম প্রেম ভাব। বিয়ের গুঞ্জন। শেষ মুহূর্তেও বদলেছে বিয়ের তারিখ। বিয়ের আসর। অবশেষে চার হাত এক হতেই যেন শ্বাস ছাড়ল বলিউড।
সেই আবেশ ছড়িয়ে পড়েছিল বর-বধূর চেহারায়। বিয়ের ফাঁকেই তাই চলেছে প্রেমালাপ। কানে কানে কথা। আলিয়ার অধর ছুঁয়েছে রণবীরের লালচে রাঙা গাল।

IMG_20220415_010840.jpg

IMG_20220415_010827.jpg

মেহেন্দি থেকে বিয়ে, সব অনুষ্ঠানেই দুই পরিবারের তারকা সদস্যদের দেখা গিয়েছে। সেজেগুজে এসেছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, পূজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, মহেশ ভাট। বাকি অতিথিদের তালিকায় আলিয়ার মেন্টর করণ জোহর এবং রণবীরের প্রিয় বন্ধু তথা ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারলেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’।

Follow করুন আরো বাংলা news পাবার জন্য।

IMG_20220415_010815.jpg

IMG_20220415_010801.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কোনো বলিউডের তারকাদের খবর কি কারো introducemyself পোস্ট হতে পারে?????
এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন। না হয় আপনার পোস্ট মিউট করে দেয়া হবে।
আমার বাংলা ব্লগে ব্লগিং করতে হলে অবশ্যই আপনাকে সকল নিয়ম মেনে ব্লগিং করতে হবে।
কমিউনিটির সকল নিয়ম কানুন জানতে এখনি ক্লিক করুন।
👉 link: https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আরো সঠিক ধারণা পেতে জয়েন করুন আমাদের discord server এ
link:https://discord.gg/5aYe6e6nMW

ধন্যবাদ আপনাকে। আমার প্রথম পোস্ট ছিলো তাই আমার বেশি idea ছিলো না

  ·  3 years ago (edited)

আরও কিছু জানতে জয়েন করুন আমাদের discord এ।

ধন্যবাদ এত টা সাহায্য করার জন্য

আপনার সম্পূর্ণ কন্টেন্টটি প্ল্যাগারাইজ। এছাড়া আপনি কপিরাইটেড ফটো ব্যবহার করেছেন আপনার পোস্টে। আপনি নতুন মেম্বার হওয়ায় আপনাকে ব্যান করা হচ্ছে না। শুধুমাত্র আপনার পোস্ট মিউট করা হচ্ছে। পরবর্তীতে এমন কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://www.anandabazar.com/entertainment/alia-bhatt-ranbir-kapoor-wedding-take-a-look-at-the-pictures-of-the-newly-wed-couple-ranbir-kapoor-and-alia-bhatt-dgtl-photogallery/cid/1338819/?slide=2

Repeated
https://steemit.com/introduceyourself/@banglakhobor/ranbir-alia-wedding