আসলে সময় এর গুরুত্ব আমরা বুঝি নাহ সঠিক সময়ে। যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই বুঝতে পারি আর তখন বুঝেও কোন লাভ হয়ে উঠে নাহ।
image src
image src
আমরা আমাদের হাতে কিছু নিদিষ্ট সময় পেয়েছি। এই সময় পর আমরা আমাদের নিজ নিজ সৃষ্টিকর্তা এর কাছে ফিরে যাবো। আমরা যখন একবার বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবো তখন আমাদের আসার আর কোনও সুযোগ নেই। তাই আমাদের হাতে যতটুকু সময় আছে এটার সঠিক ব্যাবহার করতে হবে। আমরা কি আমাদের সময় গুলো সঠিক পথে ব্যবহার করতে পারতেছি ? আমি যদি আমার কথাই বলি তাহলে আপনারা শুনে খুবই হতাশ হয়ে যাবেন। আমি আমার সময় এর বেশি ভাগ সময় মোবাইল ফোন এর ভিতর অযথা নষ্ট করি । আপনারা ভাবতে পারেন এটা কমবেশি সবাই করে । কিন্তু আমি এতো বেশি সময় নষ্ট করি যে সেটা খুবই হতাশা জনক।
প্রতি সপ্তাহে আমি কতটা সময় মোবাইল স্ক্রিনে ব্যায় করি এর কয়েকটি স্ক্রিনশট
আমি সপ্তাহে 60-70 ঘণ্টা মোবাইলে কাটিয়ে দেই। এবং যদি প্রতিদিন এর হিসাব করা হয় সেটা গড়ে 10 ঘণ্টা এর আসে পাশে থাকে। আমি এতোটাই বেশি সময় নষ্ট করি যেটা থেকে এখন আর বের হতে পারি নাহ। যেহেতু আমি সময় এর অপচয় এবং জানা সত্যেও এই ভুল পথ থেকে সরে আসতে পারতেছি নাহ। এজন্য আমি মনে করি সময় আমাকে ব্যাবহার করতেছে।
আর যদি আমার মনমতো আমি সময়কে সঠিক কাজে ব্যাবহার করতে পারতাম ভালো কাজের মাধ্যমে তাহলে নিশ্চয় আমি সময়কে সঠিক ব্যবহার করতাম।
image src
ইতিমধ্যে আমার সকল কথা আপনারা পড়েছেন। এখন হয়তো আমার মতো অনেকেই এমন আছে যারা সময় নষ্ট করেন। আবার অনেকেই আছেন যারা এরকম সমস্যা এর মধ্যে ছিলেন বের হয়ে আসছেন। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইবো। আমি কিভাবে আমার সময় গুলো ভালো কাজে ব্যাবহার করতে পারি? এবং আপনারা কিভাবে আপনাদের সময় গুলো ভালো কাজে ব্যাবহার করতেছেন?
আমার অনেক বেশি ফোন এ আসক্ত । একবার যদি আমি হাতে ফোন নেই তাহলে কিভাবে 2-3 ঘণ্টা পার করে দেই নিজেও বুঝি নাহ। এবং আমি জানি আমার হাতে অনেক গুলো কাজ আছে তবুও মনে হয় এখন নাহ একটু পড়ে করবো। এবং এভাবে করতে করতে আমার কাজ জমে যায় । পড়ে সময় এর অভাবে কাজ গুলো আর ভালো করে করা হয়ে উঠে নাহ। কারণ আমি যে কাজটা করার জন্য 1 ঘণ্টা সময় পেতাম সেটা 30 মিনিট এ করতে হয় । যখন আমি তাড়াহুড়ো করে কাজটি করি তখন কাজের মান অনেক খারাপ হয় । যেটাকে গ্রামের ভাসায় বলা হয় দায়সারা কাজ। এবং আমি অনেক পরিকল্পনা রুটিন করেও এর কোন ভালো ফলাফল পাইনি । দেখা গেছে রুটিন করেছি ঠিকই বাট সে ভাবে কাজ করা হয়নি। পরিশেষে আমি আপনাদের কাছে জানতে চাইবো এরকম সিচুয়েশ থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারি ? এবং আপনারা জীবনে এমন পরিস্থিতি হলে আপনি কি কি পদক্ষেপ নিতেন।ধন্যবাদ সকলকে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদ্যাই নিচ্ছি ভালো থাকবেন সকলে । আল্লাহ হাফেজ।
Device | realme-c35 |
---|---|
Location | Panchagarh |
Photographer | @bashar1426 |
আমি আবুল বাশার সুমন। আমি পড়াশোনা করতেছি বিএসসি অনার্স প্রাণীবিজ্ঞান বিভাগে। আমি জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক এবং একজন বাঙালি। আমি সবসময় অসহায়, নির্যাতিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই এবং এটাই আমার ভালো লাগে। আমার বাংলা ব্লগ এর সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই ইনশাআল্লাহ।
আসলে ভাই আমাদের জীবনে সময়ের গুরুত্ব যে কতটা সেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে এই সময়টা অনেকেই অনেক রকম ভাবে অপচয় পারে। আর আপনার মোবাইল ফোন এর ব্যবহারটা একপ্রকার আসক্তিতে পরিণত হয়েছে। আর এ আসক্তি থেকে নিজেকে বের করে আনতে হলে আপনাকে অন্যান্য কর্মে মনোযোগী হতে হবে। একই সাথে চেষ্টা করতে হবে অতি প্রয়োজনীয় মুহূর্ত ছাড়া মোবাইল ফোন কাছে না রাখা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাইয়া অনেক চেষ্টা করলেও হয়ে উঠে নাহ মনে হয় একটু চালাবো নেই এখন তারপর শুরু হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা অনেক সময় না বুঝেই সময় নষ্ট করি। আর সেই সময় কখনোই আমার জীবনে ফিরে আসে না। সময়ের মূল্য যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলেই সফল হতে পারব। আর প্রত্যেকটি সময়ের মূল্য দিতে শিখতে হবে। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit