হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে কম্পিউটার তাই ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আমাদের কম্পিউটার ল্যাবে আজকে থেকে প্রোগ্রামিং শুরু হল। আজ আমি আপনাদের মাঝে আমার প্রথম প্রোগ্রামিং ক্লাসের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
আমার ক্লাস ছিল সকাল ১১ টায়। আমি বাসা থেকে সকাল দশটায় রওনা দেই ভার্সিটির উদ্দেশ্যে। ২০ থেকে ৩০ মিনিটের মাথায় আমি ভার্সিটি পৌঁছে যাই। আমার কাজ ছিল ভার্সিটির ৭ নম্বর ফ্লোরে ৭২৮ নাম্বার রুমে। আমার যে রুমে ল্যাপ ক্লাস ছিল আমি ওই রুমে গিয়ে বসে পড়ি এখনো প্রায় ২০ মিনিট ছিল ক্লাস শুরু হতে। তাই পিসি অন করে গান শুনতে থাকি।
এরই মাঝে ক্লাসে চলে আসে । ক্লাসে আসার পরে ম্যাম আমাদের অ্যাটেনডেন্সড নিয়ে নেয়। ক্লাসের শুরুতেই ম্যাম আমাদের প্রোগ্রামিং কি সেটি বুঝায়। আমরা সকল শিক্ষার্থীর মনোযোগ দিয়ে ম্যামের ব্রিফিং শুনতে থাকি। এরপর ম্যাম আমাদের প্রোগ্রামিং এর গুরুত্ব ও প্রোগ্রামিং এর কাজ আমাদের বলে। এরপর সবাইকে পিসিতে code.blocks এ ঢুকতে বলে। এরপর ম্যাম নিজের পিসিতে যা যা করে আমাদের ও তা করতে বলে।
code.blocks এ গিয়ে কনসোল প্রোগামিং সিলেক্ট করতে বলে এরপর ল্যাঙ্গুয়েজ C সিলেক্ট করে ফাইলের একটি নাম দিয়ে সাবমিট করতে বলে। সাবমিট করার পর আমাদের মেইন প্রোগামিং পেইজ ওপেন হয়ে যায়। এখানে ম্যাম আমাদের প্রথমেই Hello world এর প্রোগামিং দেখায়। printf এর পরে "" এর মাঝে ডাটা দিয়ে শেষ এ \n এর মাধ্যমে শেষ করে সবার শেষে ; এটি উইজ করতে হবে।
এরপর ম্যাম আমাদের কমেন্টের কাজ শেখায়। তিনি প্রথমেই বলে যে কমেন্ট এর কাজ হল আমাদের নিজেদের জন্য, এটি মেইন পেইজ এ সো করবে না। অর্থাৎ আমরা এই কোডগুলো টাইপ করব ঠিকই কিন্তু যাতে এইগুলো মেইন প্রোগামিং এ সো না করে। অনেক ক্ষেত্রেই আমাদের এই কমেন্টের দরকার হতে পারে। // এইটি দিয়ে এক লাইন কমেন্ট বোঝায়, অর্থাৎ এটি ব্যবহার করার পরে একটি লাইন হাইড হয়ে যাবে। আবার আমরা যদি বেশ বড় কমেন্ট করতে চাই অর্থাৎ এক লাইনের বেশি তাহলে আমাদের /* দিয়ে শুরু করে */ দিয়ে শেষ করতে হবে।
এরপর আমাদের int, float, char এর কাজ শেখায়। int বলতে যেকোনো পূর্ণসংখ্যা, float বলতে দশমিক সংখ্যা এমন এবং char বলতে character বোঝায়। integer number এর ক্ষেত্রে =%d, float number এর ক্ষেত্রে =%f এবং character এর ক্ষেত্রে character is =%c ব্যবহার করতে হবে।
উপরোক্ত বিষয়গুলো করিয়ে শেষ হয় আজকের ল্যাব ক্লাস। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
কম্পিউটার ল্যাবে প্রথম প্রোগ্রামিং ক্লাসে ম্যাম তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং এগুলো হুবহু তুমি সুন্দর করে পোস্ট আকারে আমাদের সাথে শেয়ার করেছ। এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে এই পোস্টটি তোমার অনেক কাজে লাগবে।দোয়া করি তুমি একদিন অনেক বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।মন ও মেধা দুটোকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলো অন্তহীন শুভকামনা।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit