চা প্রেমীদের নিয়ে কিছু কথা।। ☕☕

in hive-129948 •  11 months ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি একটু ভিন্ন রকম পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা এমন অনেক মানুষ আছি যারা চা লাভার। আমার আজকের পোস্টটি সকল চা লাভারদের জন্য। আশা করি চা লাভারদের পোস্টটি ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

IMG20240315215028.jpg

যারা চা লাভার তাদের দিনের শুরুটাই হয় চা দিয়ে। সারাদিনে তাদের চা বেশ কয়েক কাপ চা তো লাগবেই। চা লাভারদের চা না খেলে মাথা ঠিক থাকে না। চা ছাড়া যেনো চা লাভারদের জীবন ফ্যাকাশে। চা ছাড়া তাদের জীবন যেনো রঙহীন। আর বেশিরভাগ চা লাভারদের প্রিয় চা হলো দুধ চা। বন্ধু, সহপাঠীদের সাথে একসাথে চায়ের আড্ডা যেনো আরো জমে যায়। আমি বেশ কিছুদিন আগে শাহাবুদ্দিন পার্ক নিয়ে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছিলাম।
শাহাবুদ্দিন পার্কে জনপ্রিয় একটি চায়ের টং রয়েছে। এই চায়ের টংটি গুলশান-২ এর মধ্যে বেশ জনপ্রিয় একটি চায়ের টং। শাহাবুদ্দিন পার্ক এ চা এর টংটির নাম “গ্রাম চা”। দুধ চা, রঙ চা, মাসালা চা, মালাই চা, মালটা চা বেশ বিখ্যাত। চা তো পাওয়া যায় ই, সাথে পাওয়া যাওয়া বাকর খানি আর বিভিন্ন পদের বিস্কুট। দুধ চা ৪০ টাকা, দুধ মালাই চা ৫০ টাকা, মাসালা চা ৬০ টাকা। এখানে আরো অনেক পদের চা পাওয়া যায়। আমাকে এখানটার মালাই চা ও মালটা চা টি অনেক বেশি ভালো লাগে। শাহাবুদ্দিন পার্কে গেলেই মালটা চা ও মালাই চা খাওয়া হয়। এই টংটির চা গুলো খুবই ভালো হয়ে থাকে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে।

IMG20240315215019.jpg

চায়ের সাথে আড্ডার মান বেড়ে যায় শতগুণ,জমে যায় গল্প।এক কাপ চায়ের সাথে মূর্ছা যায়, সারাদিনের নিরলস ক্লান্ত শরীরের অবসন্নতা। 'চা' মানেই হলো আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ।চা সম্পর্কে যদি লিখতে দেওয়া হয় একদম নিমিষেই অনেক লিখা হয়ে যাবে কিন্তু চা নিয়ে কথা ফুরোবে না। চা - হলো এক প্রকৃতিক প্রাণ। চা মানেই ভালোবাসা, চা মানেই আবেগ, চা মানেই নিজের অনুভুতি, চা মানেই ভালোলাগার কারণ, চা মানেই মানুষের প্রাণ, যে চা -কে ভালোবাসে সে মানুষ সবাইকে মন উজার করে ভালোবাসতে পারবে। তাই চা এর সাথে কারো তুলনা হয় না।
চা এমন একটি বিশেষ মূহুর্ত, যা আমাদের জীবনে আকর্ষণীয় এবং সহজলভ্য করে। চা এর প্রতিটি কাপ হলো একটি কাহিনী, একটি আবেগ। চায়ের সাথে সম্পর্কগুলো হয়ে উঠে আরো মধুর। চা যা আমাদের মন ও আত্মাকে সান্ত্বনা দেয়। আপনি যদি কোনো চা লাভারকে জিজ্ঞেস করেন চা আসলে কি তার উত্তরটা ঠিক এরকম হবে চা হলো একটা অনুভূতি, আনন্দে চা, কষ্টে চা, টেনশনে চা,ডেটে চা,ব্রেকাপে চা, শীতে চা, গ্রীষ্মে চা, বর্ষায় চা, চায়ের পরে চা।

IMG20240309213358.jpg

বর্তমানে রমজান মাস চলছে। চা লাভারদের জন্য সকালে চা খাওয়া হয়ে উঠে না। কিন্তু রাতে সেহেরির পরে চা আবার সন্ধ্যায় ইফতারির পরে চা যেনো চা লাভারদের কাছে বাধ্যতামূলক। বন্ধু, সহপাঠী, পরিবার সবার কাছে একসাথে চায়ের আড্ডায় আরো সুন্দর হয়ে উঠে আমাদের জীবন। তাই আর যাই হোক কখনো চা কে না করবেন না।

IMG_20240325_171203.jpg

IMG20240309213415.jpg

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি আগে চা পান করতাম না। বিশেষ করে দুধ চা। কারন দুধ চা খেলে মানুষ বলে কালো হয়ে যায় এমন কথা বলত সবাই, জানি না এর সত্যতা কতটুকু। কিন্তু এখন পড়ার শুরুতে, দিনের শুরুতে কিংবা দিন শেষ এ এক কাপ চা লাগেই।

Posted using SteemPro Mobile

জি এটা ঠিক বলেছেন যে বর্তমান সময়ে প্রতিটি মানুষের কাছে চা যেন একটা অমৃতের মতো ৷ যেটা না খেলে না কি মন-মানসিকতা ভালো থাকে না৷ অনেকে এ বেলা না খেয়ে থাকতে পারবে ৷ কিন্তু চা বাদ দিতে পারবে না ৷
যাহোক ঢাকার গুলশানের বিভিন্ন চা এর দোকান এর ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ আর বেশ গোছানো লিখেছেন ৷ তবে যদি ঢাকা গুলশানে যাই অবশ্যই এই টং এর দোকানে যাই ৷

বাঙালির চায়ের আড্ডার উপর আর বড় কিছু হতে পারে না। বাঙালি যেন চায়ের আড্ডায় স্বর্গসুখ লাভ করে। আমি ঢাকা গেলে ঐ সাইডে যায়। এবার গেলে দেখি এই গ্রাম চা দোকানে যাব। অনেক ধরনের চা পাওয়া যায় দেখছি। আর বন্ধুরা মিলে গেলে আড্ডাটাও বেশ জমে যায়। আপনার পোস্ট টা সুন্দর ছিল। যেকোনো চা প্রেমিকে আকর্ষণ করবে এটা।

Posted using SteemPro Mobile

বাবা তুমি চা প্রেমীদের নিয়ে কিছু কথা খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছ। তবে পাবনায় আমি এক ধরনের চা খেয়েছিলাম যেটা আজ পর্যন্ত আমার মুখে লেগে আছে।অনেক কিছুর সমন্বয়ে সেই চা তৈরি হয়।