ইউয়াইইউ সিএসসি ফেইস্ট ২০২৫ || শেষ পর্ব ||

in hive-129948 •  2 days ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গত পোস্টে আমি আপনাদের মাঝে UIU CSE FEST 2025 এর প্রথম দিনের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেছিলাম৷ আজ আমি আপনাদের মাঝে UIU CSE FEST 2025 এর দ্বিতীয় দিনের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অনেক বেশি মজা হয়েছে ও দ্বিতীয় দিনের ইভেন্টগুলো ছিলো প্রথম দিনের তুলনায় জাকজমকপূর্ণ। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


1000045032.jpg

ইউনিভার্সিটিতে সকাল থেকেই ফেইস্ট চলছিলো। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি ও এই ফেস্টে অংশ নিয়েছিলো যেমন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাউস্ট, বিইউবিটি ইত্যাদি। এই সকল ইউনিভার্সিটি সাথে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিটিশন চলছিলো সকাল থেকেই। কিন্তু সেদিন সকালে আম্মু আর ভাইয়া আসার ফলে আমার সকালে ইউনিভার্সিটি যাওয়া হয়না কিন্তু সকাল থেকেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও ফেস্ট চলমান ছিলো। আমি ও আমার বন্ধুরা বিকেলে ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। আমরা বিকেল পাঁচটার মধ্যে ইউনিভার্সিটিতে পৌঁছে যাই।

ইউনিভার্সিটিতে তখনো কিছু কম্পিটিশন চলছিল। রোবট সকার কম্পিটিশনে অন্য সকল ইউনিভার্সিটিকে পেছনে ফেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ত্রিপলি ডিপার্টমেন্ট ফাইনালে উঠে। আমরা যখন ইউনিভার্সিটি যাই তখন দেখি এই ফাইনাল ম্যাচটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। আমি ও আমার বন্ধুরা মিলে সবার সাথে এই ফাইনাল ম্যাচটি দেখার জন্য দাঁড়িয়ে পরি। ফাইনাল ম্যাচটি শুরু হয় এবং ফাইনাল ম্যাচটি দেখার জন্য বেশ ভালোই ভীড় জমে। খেলাটি সবাই মিলে অনেক বেশি উপভোগ করে। সবশেষে ম্যাচটি জয়লাভ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ত্রিপলি ডিপার্টমেন্ট।


1000045026.jpg

এরপর আমি ও আমার বন্ধুরা মিলে ভার্সিটির মাঠের দিকে যাই। ভার্সিটির মাঠের ডেকোরেশন আগের দিনের তুলনায় অনেক বেশি আপডেট করেছিলো। স্টেজের চারপাশে বেরিকেট দিয়ে ঘেরা ছিলো। মাঠের একদিকে স্টল বসেছিলো প্রথম দিনের মতো। ইউনিভার্সিটি এর গ্যালারিতেও বেশ কয়েকটি খাবার স্টল বসেছিলো। ইউনিভার্সিটি এর মাঠে আমাদের মতো অনেক শিক্ষার্থীরা ঘোরাফেরা করছিলো। আমি ও আমার বন্ধুরা মিলে মাঠের চারপাশে স্টলগুলো ঘুরে দেখতে থাকি ও একটি স্টল থেকে আমরা সকলে দই নিয়ে দই খাই। সন্ধ্যার পরে ছিলো জমজমাট কর্নসার্ট আয়োজন। প্রথম দিনেও কনসার্ট আয়োজন ছিলো কিন্তু ২য় দিনে বাংলাদেশের বেশ জনপ্রিয় ব্যান্ড এনকোর ও বাংলাদেশের খুবই জনপ্রিয় গায়ক মিনার মঞ্চ মাতাবেন।

সন্ধ্যার পরে কনসার্ট শুরু হয়ে যায়। প্রথমেই স্টেজে আসে বাংলাদেশের অতি জনপ্রিয় ব্যান্ড ইনকোর ব্যান্ড। আমরা যারা বাংলা ব্যান্ড গান শুনি তারা অনেক ভালো করেই ইনকোর ব্যান্ডকে চিনি। এই ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর মধ্যে স্রোতস্বিনী, নীলাঞ্জনা ইত্যাদি। তারা এক এক করে তাদের ব্যান্ডের গান আমাদের মাঝে পরিবেশন করে। এছাড়াও তারা কয়েকটি কভার গান আমাদের মাঝে পরিবেশ করে যার মধ্যে মাইলস এর নীলা, ফিরিয়ে দাও এবং লালন ব্যান্ডের পাগল ছাড়া দুনিয়া চলে না গানগুলো দিয়ে স্টেজ মাতিয়ে তুলে। কনসার্টটি সবাই বেশ উপভোগ করে। ইনকোর ব্যান্ডের পরেই আসে মিনার রহমান। স্কুল জীবনে মিনার এর গান অনেক শোনা হয়েছে কিন্তু কখনো মিনারের কনসার্ট এ যাওয়া হয়নি। মিনার এসে তার গানগুলো আমাদের মাঝে পরিবেশন করে। মিনারের গান আমরা সবাই শুনেছি প্রায়। মিনারের অনেক অনেক জনপ্রিয় গান রয়েছে যার মধ্যে ঝুম, কারণে অকারণে, আহারে, দেয়ালে দেয়ালে, সাদা, চোখ, আবার ইত্যাদি। আমরা সকলে মিলে মিনারের গান উপভোগ করতে থাকি। মিনারের পরে আমাদের ইউনিভার্সিটি এর একটি ব্যান্ড পারফর্ম করে যার নাম প্রজন্ম বাউল কিন্তু রাত হয়ে যাওয়ায় আমি বাসায় ফিরে আসি।


IMG20250118211824.jpg

IMG20250118173009.jpg

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000045345.jpg

1000045343.jpg

1000045340.jpg

Screenshot_2025-01-18-22-51-22-14_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg