হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমার ভার্সিটিতে আজকে ল্যাব আইছিএস এক্সাম ছিলো। এক্সাম এর প্রিপারেশন এর কারণে পোস্ট করতে পারিনি। আজকে এক্সাম শেষ করে এক্সাম নিয়েই পোস্ট করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
সে হরতাল ও অবরোধের কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। আজকে যেহেতু হরতাল ও অবরোধ ছিল না তাই আমাদের আইসিএস মিড এক্সামটির ডেট আজকে ফিক্সড করা হয়। তাই দুইদিন ধরে আইসিএস এর প্রবলেম সলভ করছিলাম। আমাদের কোডিং এর উপর এক্সাম নেওয়া হবে তাই ম্যাম আমাদের একটি প্রব্লেম প্রাকটিস শীট দেয়, সেখান থেকে প্রবলেম সলভ করতে থাকি।
আমি যেহেতু এখনো ল্যাপটপ কিনিনি তাই ফোনের মধ্যেই কোডিং ছি অ্যাপ নামিয়ে সেখানে কোডিং প্রাক্টিস করছি। আমি প্রবলেম শীট এর প্রায় সব সমস্যা একে একে ফোনের মধ্যেই কোডিং করে সমাধান করতে থাকি। আমার রুমমেট ৩য় সেমিস্টারে পরে তাই কোথাও আটকে গেলে বা সমস্যা হলে ভাই এর কাছে দেখায় নেই। আপনাদের কাছে আমার করা কিছু কোডিং তুলে ধরছি।
যেহেতু আমি প্রবলেম শীটের সবগুলো প্রবলেম সলভ করে গিয়েছিলাম তাই পরীক্ষার প্রিপারেশন আমার মোটামুটি ভালই ছিল। আজকে সকাল ১১:০০ টায় আমার পরীক্ষা ছিলো। বাসা থেকে সকাল দশটার আগেই রওনা দেই। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই আমি ভার্সিটি পৌঁছে যাই। পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে আমি যেয়ে আসন গ্রহণ করি। এবং ঠিক ১১ঃ০০ টায় আমাদের পরীক্ষা শুরু হয়।
আমাদের আইছিএস মিডে ৩ টি প্রশ্ন আসে সময় মাত্র ৩০ মিনিট। প্রতিটি প্রশ্নের জন্য আমরা দশ মিনিট করে সময় পাবো। কোশ্চেন মোটামুটি ছিলো। আমি প্রশ্ন পাওয়ার পরেই প্রশ্নটি আগে একবার ভালো করে পড়ে নেই এরপর কোডিং করা শুরু করি। একটি প্রশ্নের অ্যানসার করা শেষ হলে সেটি সেইভ করে নতুন ফাইল ওপেন করে পরের উত্তরগুলো দিই। কোডিং প্রায় আমার ঠিকই ছিল । ৩০ মিনিট পরে এক্সাম শেষ হয়ে যায়। এরপর ম্যাম এসে একে একে সবার কোডিং চেক করে এবং কোডিং দেখে ভাইভা নেয় ও সেই অনুযায়ী মার্ক দেয়।
আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
ভাই! আপনি shy-fox কে বেনিফিসিয়ারী দিতে ভুলে গেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit