ঘরে বসে ৪০,০০০ টাকা ইনকাম
বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে অনলাইনে ঘরে বসেই মাসে ৪০,০০০ টাকারও বেশি ইনকাম করবেন🙂।
ত চলুন শুরু করা যাক।
জ্বি আজকে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং নিয়ে যেখান থেকে আপনি আপনার লাইফ খারা করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই🙂। আপনি জানেন বাংলাদেশে প্রাই ৬ লাখেরও এক্টিভ ফ্রিলান্সার রয়েছেন যা থেকে বাংলাদেশে প্রাই কোটি কোটি রাজস্ব আয় হয়। অনেক ফ্রিলান্সার রা সরকারি চাকরি ছেরেও দিয়েছে শুধ এই ফ্রিলান্সিং এর জন্য। এর কারন হলে এখানে রয়েছে ফুল টাইম স্বাধীনতা। এখান আপনাকে কাজের ২৪ ঘন্টা কেউই প্যারা দিবে না। আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন।
কোন সাইট থেকে কাজ করব?
এখানে কাজ করার জন্য আপনার জন্য কয়েকটি বিশ্বস্ত ওয়েবসাইট রয়েছে।
www.upwork.com
www.freelancer.com
www.fiber.com
এই ৩ টি ওয়েব বিগত ১০ বছর এর বেশি সময়ে থেকে খুবই ভালো সার্বিস দিয়ে আসছে। আপনারা চোখ বন্ধ করে এখানে কাজ করতে পারেন।
কি নিয়ে কাজ করব?
এখন প্রশ্ন হলে কি নিয়ে কাজ করব? এখন আমার যদি আকা আকি তে খুব ভালোলাগে বা করতে পারি, ছবি আকতে ভালোবাসি তাহলে আমার গ্রাফিক্স ডিজাইন বেছে নেওয়া উত্তম, এখানে হাজার রকমের কাজ রয়েছে আপনার পছন্দ মত কাজ এর ওপর স্কিল তৈরি করে কাজ করতে পারেন। মনে রাখবেন অবশ্যই ধৈর্য রাখবেন। ধৈর্য্য ছাড়া সফলতা আসবে না।
কিভাবে টাকা তুলবেন?
যেহেতু এটা একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তাই সরাসরি রকেট বা বিকাশে নিতে পারবেন না এর জন্য আপনাকে একটি পেপাল একাউন্ট খুলতে হবে ওখান থেকে সরাসরি ব্যাংক এ নিতে পারবেন।
বিকাশে টাকা নেওয়ার জন্য আমাদের বাংলাদেশে তৈরি ওয়েবসাইটে কাজ করতে পারেন। যেমন ঃ kormojobs
ইত্যাদি।
Reed More : https://www.bdtechnology.xyz/2022/02/blog-post_18.html
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। তারপর নিউ মেম্বার ট্যাগ পাওয়ার পর আপনি রেগুলার পোস্ট করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য আমাদের ডিসকর্ড এ যোগ দিন।
ডিসকর্ড লিংক-
https://discord.gg/fVpc9RfN5C
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit