জেনারেল রাইটিং :- জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই।

in hive-129948 •  last month 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


fire-6007111_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই। আমরা মানুষ তাই আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ বিপদ থাকবে। একজন জীবিত মানুষের বিপদ আছে এটি স্বাভাবিক। তবে বিপদ আসলে অনেকে ভয় পায়। প্রতিটি মানুষ চলার পথে কোন না কোন বিপদের সম্মুখীন হয়। হয়তোবা ফ্যামিলির কারণে নয়তোবা তার চলার কারণে। অনেক সময় দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় বিপদে পড়ে। আবার দেখা যায় কিছু কিছু মানুষ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে। মানুষ যতক্ষণ জীবিত থাকবে চলার পথে সেই বিপদে পড়বে।

আর বিপদ থেকে মানুষ উদ্ধার হয় এবং সতর্ক হয়। এবং মানুষের ভুল ত্রুটি গুলো ঠিক করার চেষ্টা করে। তবে অনেক সময় দেখা যাক কিছু মানুষ যদি বিপদে পড়ে তখন অন্যকে দোষারোপ করে। কারণ বিপদ এক একটা অজুহাত নিয়ে আসে। আর বিপদ কখন কোন পাশ থেকে আসে কেউ জানে না। কারণ বিপদ থেকে মানুষ অনেক কিছু বুঝতে পারে এবং শিখতে পারে। তবে অনেকে আবার বলে বিপদ আসলে মানুষ এক একটা শিক্ষা গ্রহণ করতে পারে। তবে বিপদ এর কারণে অনেক সময় মানুষের জীবন নষ্ট হয়ে যায়। কারণ বিপদে পড়লে মানুষ অনেক কিছু ভুলে যায়।

আবার কিছু কিছু বিপদ আছে নিজে নিয়ে আসে। কারণ বিপদের সূত্রগুলো নিজে তৈরি করে। তবে এখানে বিষয় হচ্ছে জীবন থাকলে বিপদ আসবে এটি স্বাভাবিক। মানুষের জীবনের সাথে বিপদের একটা সূত্রপাত আছে। আপনি কাজ করতেছেন হঠাৎ করে আপনার কোন এক্সিডেন্ট বা ক্ষতি হয়ে গেল সেটিও বিপদ। আবার চলার পথে আপনি কোন দুর্ঘটনার শিকার হয়েছেন সেটিও বিপদ। তবে বিপদ আসতে অজুহাত নিয়ে আসে। তবে কখন কোন সময় বিপদ আসবে সেটা কেউ জানে না। তবে এখন বেশিরভাগ দেখা যায় ফ্যামিলির কথা ঝগড়া বেশি এই কারণে বিপদ আসে। আর কিছু কিছু বিপদ মানুষ আগ থেকেও অনুমান করতে পারে।

আমাদের বাড়ির এক লোক নিজের টাকা খরচ করে চাচাদের জায়গা সম্পত্তি রেকর্ড করেছিল। লোকটি তার ক্ষমতার দাপট দেখিয়েছিলেন। লোকটিকে অনেকে ভয় পাই। তার চাচাতো ভাই গুলো সুযোগের অপেক্ষায় ছিল। তারাও সুযোগ পেলেই তাকে বিপদে ফেলে দিবে। হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার সময় কিছু লোক ঠিক করেছে তাকে আঘাত করার জন্য। এবং লোকটি ওইখানে আহত হলেন মানুষের হাতে। মূলত তারা ভাড়াটিয়া লোক ছিল তাকে মারার জন্য। কিন্তু এখানে সে তার নিজের বিপদ নিজে নিয়ে আসলো। কারণ জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া না করলে তার এই বিপদ আসতো না। এই কারণে কিছু বিপদ আছে নিজের কারণে হয়।

আবার কিছু বিপদ আছে মানুষ নিঃস্ব হয়ে যায়। মনে করে তার জীবন একদম শেষ। এই বিপদ থেকে সে কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ বিপদ আসলে মানুষ এমনিতে একদম দুর্বল হয়ে পড়ে। তবে এই বিপদ থেকে মানুষ এক সময় উদ্ধার হয়ে যায়। কারণ মানুষ মারা গেলে তার কোন আর বিপদ নেই। কারণ বিপদের ছায়া থাকে আর গ্রাস করতে পারবে না। তাই জীবিত থাকা অবস্থায় মানুষের পথে পথে বিপদ আসতে পারে। একটি পশুপাখি যখন বনে বাস করে তারও বিপদ আসতে পারে। তাই আমি মনে করি বিপদ আসলে মানুষ ভয় পাওয়ার কিছু নেই। বিপদ থেকে মানুষ শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবন যতক্ষণ বিপদ ততক্ষণ। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

IMG_20241212_175615.jpg

সুন্দর বললেন এমন কিছু মানুষ আছে নিজের বিপদ নিজে ডেকে আনে। অতিরিক্ত লোভ দেখানোর কারণে ওই লোকটির আজ এই দশা হয়ে গেল। জীবনে আসলে বিপদ আপদের কোন শেষ নেই। আমাদের জীবন যতক্ষন থাকবে বিপদ ও ততক্ষণ থাকবে। তাই এসব ঝামেলা থেকে একটু নিজেকে আলাদা করে রাখা অনেক ভালো।

সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

যখন মানুষ বিপদের সম্মুখীন হয় তখন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। আর সতর্ক হয়। আসলে হঠাৎ করে আমাদের জীবনে বিপদ নেমে আসে। সেই বিপদ থেকে রক্ষা পেতে গেলে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।

ঠিক বলেছেন যখন মানুষ বিপদের সম্মুখীন হয় তখনই অভিজ্ঞতা অন্যরকম অর্জন হয়

আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। আসলে আমাদের সবার জীবনটা এরকমই। আর মানুষের জীবন যতক্ষণ আছে বিপদ তো ততক্ষণ থাকবেই। আমাদের সবারই উচিত সবসময় সতর্ক থাকা। বিপদের মোকাবেলা করার চেষ্টা করতে হবে আমাদের। তাহলেই আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারব।

আপনার সুন্দর মন্তব্য গুলো পড়ে আরো বেশি উৎসাহিত হলাম ধন্যবাদ

আপনি একটা বাস্তবিক টপিক নিয়ে লিখেছেন আজকের এই পোস্ট। আর এই পোস্ট পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে জীবন এমন একটা জিনিস যেখানে বিপদ থাকবে। আর এই বিপদ ছাড়া জীবন চলে না। জীবনে বিপদ যেমন আশে তেমনি চলেও যায়। ভালো লাগলো এই পোস্ট পড়ে।

চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো কিছু টপিক আপনাদের মাঝে শেয়ার করার জন্য