লাইফ স্টাইল :- রাস্তার ধারে ভাপা পিঠা খাওয়ার মুহূর্ত

in hive-129948 •  4 months ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তাই আমিও চেষ্টা করি লেখার পোস্টগুলো আপনাদের মাঝে প্রতি সপ্তাহে একটা হলেও শেয়ার করার জন্য। আজকে রাস্তার ধারে ভাপা পিঠা খাবার মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করলাম। আশা করি এই পোস্টটি পড়ে আপনাদেরও বেশ ভালো লাগবে।

IMG_20240116_174301.jpg

IMG_20240116_174244.jpg

আমরা কিন্তু অনেকেই রাস্তার ধারে ভাপা পিঠাগুলো শীতকালে খেতে বেশ পছন্দ করি। আমি নিজেও এমনিতে ভাপা পিঠা খেতে বেশ পছন্দ করি। শীতকাল মানেই তো পিঠা খাওয়ার উৎসব। শীতকালে অনেক রকমের পিঠা তৈরি করা হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকে। তাছাড়া পিঠার মেলাও প্রায় জায়গায় বসে। আমার কাছেও কিন্তু কিছু কিছু পিঠা আছে যেগুলো খেতে বেশ ভালো লাগে। আমাদের বাজারে রাস্তার পাশে এরকম ভাপা পিঠা তৈরি করা হয়। একদিন বিকেলে আমি সানিয়া আপু এবং রকি ভাইয়া আমরা সবাই মিলে একদিন বিকেলে ঘুরতে গিয়েছিলাম।

IMG_20240116_174256.jpg

IMG_20240116_174254.jpg

শীতকালে বিকেলে ঘুরতে যাওয়ার মুহূর্ত এটা আলাদা একটা মুহূর্ত। আমরা তো প্রথমে বিকেলে কিছুটা ঘুরতে গিয়েছিলাম। কারণ ঘুরাঘুরি করতে সবাই কমবেশি বেশ পছন্দ করে। তাই আমরাও ঘুরাঘুরি শেষ করে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে খুব সুন্দর ভাবে ভাপা পিঠা তৈরি করে বিক্রি করতেছে। তাই আমি রকি ভাইয়াকে বললাম আমরা সবাই ভাপা পিঠা খেতে যাব। তখন রফি পেয়ে যাব বল আচ্ছা ঠিক আছে চলো তাহলে সবাই মিলে ভাপা পিঠা খেতে চাই। আসলে আমার কাছে কিন্তু রাস্তার ধারে ভাপা পিঠা খেতে বেশ ভালোই লেগেছে। প্রথমে তো দেখেছিলাম কিভাবে ভাপা পিঠাগুলো তৈরি করে।

IMG_20240116_174233.jpg

IMG_20240116_174228.jpg

আসলে ভাপা পিঠাগুলো খুব নরম এবং তুলতুলে হবার কারণে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া ভাপা পিঠা কমবেশি আমার মত সবাই খেতে বেশ পছন্দ করে। আমরা তিনজনে দাঁড়িয়ে ভাপা পিঠা খেতে খেতে বেশ মজা করতে লাগলাম। আসলে রাস্তায় চারিপাশে বিভিন্ন রকম লাইট তার মাঝখানে ভাপা পিঠা তৈরি হচ্ছে এই দৃশ্যটা দেখতে খুবই অপরূপ সুন্দর দেখাচ্ছিল। দেখতে দেখতে সবাই বেশ মজা করতে করতে রাস্তার ধারে ভাপা পিঠা খেতে শুরু করলাম। ভাপা পিঠা খাবার সময় রকি ভাইয়া বলতে লাগলো এর আগে আমি আরো অনেকবার রাস্তার ধারে দাঁড়িয়ে ভাপা পিঠা খেয়েছিলাম।

IMG_20240116_174224.jpg

IMG_20240116_174220.jpg

তখন আমিও বলতে শুরু করলাম এই শীতকালে আমার কিন্তু এই প্রথম রাস্তার ধারে দাঁড়িয়ে ভাপা পিঠা খেয়েছিলাম। আসলে সবার সাথে রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে বেশ ভালো লেগেছে। আমার কিন্তু এই ছবিগুলো অনেক আগের তোলা ছিল। আসলে অনেকদিন আগের ছবিগুলো তুলেছিলাম তাই পুরনো অ্যালবাম যখন খুলে ছিলাম তখন হঠাৎ ছবিগুলো চোখে পড়ল। তাই ভাবলাম সেই শীতকালের সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝেও শেয়ার না করে পারলাম না। বেশ ভালো লাগলো আপনাদের মাঝে পোস্টটি আবারও নতুন করে তুলে ধরতে পেরেছি তাই। আশা করি পোস্টটি পড়ে আপনাদের ও বেশ ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়ার উৎসব। এমনিতেও শীতের সময় বাজারে গেলে দেখা যায় যে রাস্তার একপাশে তারা এ ভাপা পিঠাগুলো বিক্রি করছে। আসলে শীতকালে ভাপা পিঠা ক্ষার মজাই আলাদা। আমিতো বাজারে গেলেই এই ভাপা পিঠা না খেয়ে আর আসে না কারণ শীতকালে এই গরম গরম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। তবে আপনি আজকে আমাদের মাঝে সেই সুন্দর একটি মুহূর্তে শেয়ার করেছেন যে রাস্তার পাশে ভাপা পিঠা খাওয়ার বেশ দুর্দান্ত একটি মুহূর্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।

শীতকালে ভাপা পিঠা খায় না এমন লোক চাইলেও আমার মনে হয় খুজে পাওয়া যাবে না

আসলে শীতের সময় বাজারে কিংবা যেখানে কিছু লোক জমায়েত হয় সেরকম স্থানের রাস্তার পাশে এরকম ভাপা পিঠা তৈরি করে অনেকেই। আর এরকম ভাপা পিঠা খেতে কিন্তু অসাধারণ মজাদার লাগে। ভাপাটা খাওয়ার আপনার অনুভূতির কথাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন রাস্তার ধারে ভাপা পিঠা খাওয়ার মজাটাই অনেকটাই আলাদা

আপনার পোষ্ট দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম এখন রাস্তার ধারে ভাপা পিঠা কোথায় পেলেন আপু। তারপরে আপনার পোস্ট পড়ে বুঝলাম এটি শীতকালের একটি বিকেলের মুহূর্ত। রকি ভাইয়া সহ আপনারা সবাই অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন ভাপা পিঠা খেতে গিয়ে। সত্যি আপু এই পিঠা যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। খুব সুস্বাদু ভাবে ওনারা এই পিঠা গুলো তৈরি করে। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

ঠিক বলেছেন পোস্টটি আরো আগের মানে শীতকালের হয়ে গিয়েছিল তাই হঠাৎ চোখে পড়ে আপনাদের মাঝে শেয়ার করলাম

দীর্ঘদিন পরে খুবই মজার একটি ঘটনা মনে করিয়ে দিলে। এখন তো আমার ভাপা পিঠা খেতে ইচ্ছে করতেছে। কিন্তু মুহূর্তটা খুবই ভালো ছিল। শীতকালীন সময়ে এটি খুবই মজার একটি খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন পোস্টটি লেখার সময় আমারও ভাপা পিঠা খেতে খুব ইচ্ছে করতেছিল

এটা অবশ্য ঠিক বলেছেন আপু শীতকাল মানেই ভাপা পিঠা খাওয়ার দারুণ অনুভূতি। রাস্তার পাশের দোকানগুলো থেকে ভাপা পিঠা কিংবা অন্যান্য পিঠা খেতে বেশ ভালো লাগে। সবাই মিলে ভাপা পিঠা খেয়েছেন জেনে ভালো লাগলো। এখন তো গরমকাল চলছে তাই পিঠা গুলো দেখে বেশি লোভ লাগছে।

ঠিক বলেছেন আপনি শীতকাল মানেই তো সুন্দর মুহূর্ত গুলো সবাই মিলে একসাথে উপভোগ করা

ভাপা পিঠা আমার খুব পছন্দের। বিশেষ করে শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা খেতে বেশ ভালো লাগে। রাস্তার ধারে ভাপা পিঠা খাওয়ার মুহূর্ত বেশ সুন্দর ভাবে অতিবাহিত করেছেন সবাই মিলে। আসলে রাস্তার ধারে ভাপা পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে। রাস্তার ধারে ভাপা পিঠা খাওয়ার মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আমার কাছেও ভাপা পিঠা সহ খেতে কিন্তু বেশ ভালোই লাগে

আপু এই অবেলায় ভাপা পিঠা খাওয়ার অনুভূতি শেয়ার করলেন খেতে ইচ্ছে করতেছে। আমিও খুব পছন্দ করি আপু এরকম মিষ্টি ভাপা পিঠাগুলো। বিশেষ করে রাস্তায় দাঁড়িয়ে থেকে গরম গরম ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে। আপনারা সবাই মিলে যেহেতু খেয়েছিলেন অনেক ভালো লাগবে। সেই সুন্দর মুহূর্তটি আপনি আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

ঠিক বলেছেন অবেলায় আপনাদের মাঝে আবারও পিঠা খাবার মুহূর্ত টা শেয়ার করলাম। আসলে এটি আগের পোস্ট রয়ে গিয়েছিল তাই।

শীতকালে ভাপা পিঠা খেতে দারুণ লাগে। তবে আমার কাছে কেনো জানি বাসায় তৈরি করা ভাপা পিঠার চেয়ে, বাহিরে বিক্রি করা ভাপা পিঠা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। শীতকালে আমিও বাহিরে বেশ কয়েকবার ভাপা পিঠা খেয়েছিলাম। যাইহোক একসাথে সবাই মিলে ভাপা পিঠা খেয়েছিলেন,দেখে খুব ভালো লাগলো আপু। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছিলেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলে বাড়িতে যত ধরনের পিঠা তৈরি করি খায় না কেন রাস্তার ধারে দাঁড়িয়ে ভাপা পিঠার খাবার মুহূর্তটা আসলেই আলাদা

শীতকালে এই ভাপা পিঠা খেতে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপু। যাইহোক, আপনারা সবাই মিলে ভাপা পিঠা খেয়েছেন এবং সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগছে। তাছাড়া ভাপা পিঠাগুলো দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। তবে আমাদের রকি ভাইয়ের মুখ দেখে মনে হচ্ছে, উনি ভাপা পিঠের দিকে অনেক বেশি লোভ দিচ্ছিলেন। হা হা হা...😂😁😁🤭 যাইহোক, অনেক ভালো লাগলো আপু, রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের ভাপা পিঠা খাওয়ার অনুভূতি জেনে।

আমরা সবাই মিলে কয়েকবার গিয়ে ভাপা পিঠা খেয়েছিলাম। আসলে আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম

আমি তো ভেবেছিলাম দু একের ভিতরেই আপনি মজাদার ভাপা পিঠাগুলো খেয়েছেন আবার ভাবছিলাম শীত ছাড়া তো রাস্তার ধারে কখনো ভাপা পিঠা ভাজে না।ভীষণ লোভনীয়। পিঠার মধ্যে নারকেল কোরা এবং গুড় দিলে খুব ভালো লাগে আর এই পিঠা গুলোতে দেখছি দুটোই দেয়া আছে।ভাপা পিঠা নরম তুলতুলে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবা পেটটা খাওয়ার ভর্তির পোস্টটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

আসলে আপু পোস্টটি গালি দিয়েছিল কিন্তু আগে আপনাদের মাঝে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তাই আজকে হঠাৎ করে মনে পড়ল

রাস্তার ধারে ভাঁপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনি বেশ সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরেছেন আপু। ভাঁপা গুলো দেখে বেশ লোভ লেগে গেল। দারুন কিছু মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনার সুন্দর এই আলাদা মন্তব্য আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

ভাপা পিঠা আমার অনেক পছন্দের। শীতকালে এই ভাপা পিঠা খেতে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপু।আপনারা সবাই মিলে পিঠা খেয়েছেন এবং সুন্দর সময় উপভোগ করেছেন দেখি অনেক ভালো লাগলো। শীতকালীন সময়ে এটি খুব মজার একটি খাবার। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রাস্তার ধারে মজাদার ভাপা পিঠা খেতে আসলেই কমবেশি সবার বেশ ভালো লাগে

জ্বি আপু রাস্তার ধারের খাবারের ভেতর কি আছে কে জানে।

ভাপা পিঠা খেতে পছন্দ করো না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। রাস্তার ধারে ভাপা পিঠাগুলোর স্বাদ যেন একটু আলাদাই হয়ে থাকে৷ সেগুলোর স্বাদ যেন আমাদের ঘরে তৈরি করা ভাপা পিঠা থেকে একটু বেশি হয়ে থাকে৷ যাইহোক আজকে আপনি সেরকম একটা মুহূর্ত শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

আপনার গুছানো সুন্দর মন্তব্য পড়ে আরো ভালো লাগলো ধন্যবাদ