আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩ || আমার শরতের সেরা ফটোগ্রাফি

in hive-129948 •  2 months ago 

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। ফটোগ্রাফি করাটা বর্তমানে আমাদের প্রতিনিয়ত একটা কাজ হয়েছে। এমনিতেই যেকোনো ফটোগ্রাফি করতে ভালো লাগে।তবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার বেশি ভালো লাগে। শরৎকালে কিন্তু বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি করা যায়। তার মধ্যে আমার কাছে প্রাকৃতিক দৃশ্য এবং কাশফুল বেশি অন্যতম মনে হয়। এমনকি আমার ভীষণ ভালো লাগে। আসলে ফটোগ্রাফির প্রতিযোগিতা দেখে নিজের হাজবেন্ডের সাথে এলাকার পাশেই বের হয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য। সেখানে আবার একটি ছোট নদী রয়েছে। নদীর ফটোগ্রাফি এমনকি নদীর আশেপাশের কিছু জায়গায় ফটোগ্রাফি করেছি। সব মিলিয়ে ফটোগ্রাফি গুলো করে ভীষণ ভালো লাগলো। তার সাথে আবার ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লেগেছে।

কাশফুলের সাথে সূর্যাস্তের দৃশ্য :

এটা হচ্ছে সূর্যাস্তের সময় তোলা কাশফুলের ফটোগ্রাফি। কাশফুল যখন ছোট থাকে তখন কাশফুল গুলো দেখতে একটু বেশি সুন্দর দেখায়। তাছাড়া কাশফুল একটু বড় হয়ে গেলে কিছুটা চারপাশের কিছুটা কাটার মত দেখায়। দূর থেকে সেটা দেখতে কাটার মত দেখালেও হাতে নিলে একদম নরম লাগে। এখন শরৎকাল আর শরৎকালে কাশফুল দেখা যাবে না সেটা কখনোই হতে পারে না। শরৎকালের মধ্যে সবচেয়ে বেশি কাশফুল ফুটে থাকে। আর আমি নিজে নদীর ধারে এই কাশফুলের ফটোগ্রাফি করেছিলাম। অন্যান্য ফটোগ্রাফি করতে সব সময় নিজেদের চারপাশের ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করি। কিন্তু আজকে নদীর কিনার থেকে কাশফুল আর সূর্যাস্তের এই সুন্দর ফটোগ্রাফি করলাম। আশা করি আপনাদের সবার এই ফটোগ্রাফি টা অনেক ভালো লাগবে।

20241007_172549.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য :

এটা হচ্ছে খোলা আকাশের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আমাদের চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সবচেয়ে বেশি গাছপালা আকাশ একসাথে দেখতে আরো ভালো লাগে। আমি নিজে চেষ্টা করলাম এই সুন্দর আকাশ আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার জন্য। সবচেয়ে বেশি ফটোগ্রাফিটা করার আগ্রহ বাড়লো তালগাছটা দেখার পর থেকে। বৃষ্টির দিনে বিজলী পরে তাল গাছের মাথার উপরের অংশ পুড়ে গেল। এরকম গাছগুলো খুবই কম দেখা যায়। তাছাড়া শরৎকালের পাতা বিহীন গাছগুলো অনেক দেখা যায়। কিন্তু এভাবে তাল গাছের পাতা বিহীন গাছ দেখব আমার একেবারে আশা ছিল না। সত্যি বলতে এই ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগলো। আশা করি এই প্রাকৃতিক দেশের ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

20241007_105935.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

নদীর দৃশ্য :

এটা হচ্ছে ফেনী ছোট নদী আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আমাদের বাড়ির পাশের ফেনী নদীটা কাছে থাকার কারণে আমরা দুপুরের পরপরই ফটোগ্রাফি করতে বের হয়ে গেলাম। খোলা আকাশ মেঘে ভরা আর নিচে ফেনী ছোট নদী সেই নদীর মধ্যে মাঝি মাছ ধরছে দেখতে কিন্তু বিষয়টা ভীষণ ভালো লাগলো। আমি অনেক উপর থেকে এই ফটোগ্রাফিটা করার চেষ্টা করলাম। আপনারা অনেকেই জানেন আমাদের এদিকে মুছাপুর ব্রিজটা ভেঙে গিয়েছে। সেই কারণে এখন ফেনী নদীর মধ্যে জলের স্রোত অনেক বেশি বেড়ে গিয়েছে। কিন্তু জোয়ার না থাকলে জল একটু কমে যায়। তাও চারপাশের মানুষগুলোর জন্য অনেক চিন্তা হয়। ব্রিজটা পুরোপুরি না হলে আরো অনেক বেশি ক্ষতি হতে পারে। কিন্তু আমরা সবাই দোয়া করি চারপাশে মানুষটা যেন ভালো থাকে। এরমধ্যে আমার কাছে এই ফটোগ্রাফি টা করে অনেক ভালো লেগেছে। আশা করি আমার এই ফটোগ্রাফি টা আপনাদের অনেক ভালো লাগবে।

20241007_124237.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

সবুজ প্রকৃতির সাথে আকাশের দৃশ্য :

এটা হচ্ছে খোলা আকাশ আর নিচে ধান ক্ষেতে ফটোগ্রাফি। আমার কাছে কিন্তু শরৎকালের সময় খোলা আকাশ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। মেঘে ভরা আকাশ গুলো যেন দূর থেকে আমাদের দিকে তাকিয়ে থাকে। তখন এক নজর সেই আকাশের দিকে তাকালে দেখতে অনেক মায়া লাগে। এখন শরৎকাল, আর এই শরৎকালে চারপাশে কৃষকেরা ধান চাষ করে। ধানের সবুজ ক্ষেত চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো যেন মনোমুগ্ধকর করে। সব মিলিয়ে ফটোগ্রাফিটা করতে অনেক ভালো লাগলো। আর মাঝখানে কাশফুলের বাগান সেই বাগানটা দূর থেকে দেখতে আরো ভালো লাগলো। কৃষকেরা অনেক কষ্ট করে ধান চাষ করে। আজ আমরা সেই ধান থেকে ভাত তৈরি করে খেয়ে নিজের জীবন বাচাই। আমাদের নিজেদেরও কৃষকদেরকে সম্মান করা উচিত। যাতে তারাও আমাদের কাছ থেকে উৎসাহ পেয়ে আরো অনেক ভালো কিছু করতে পারে। যাইহোক আশা করি আমার এই ফটোগ্রাফি টা আপনাদের অনেক ভালো লাগবে।

20241007_112054.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

সুন্দর আকাশের সাথে কাশফুলের দৃশ্য :

এটা হচ্ছে কাশফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টা করতে আমার একটু বেশি কষ্ট হয়েছিল। কারণ আপনারা অনেকেই আমার আগের ফটোগ্রাফি টার মধ্যে দেখেছিলেন ধান ক্ষেতের মাঝখানে একটি কাশফুল বাগান ছিল। আমি অনেক কষ্ট করে ধানক্ষেত পাড়ি দিয়ে কাশফুল বাগানে গিয়ে পৌঁছালাম। তখন ধানক্ষেত দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যেতে লেগেছিলাম। কিন্তু কষ্ট করে হলেও শেষমেশ কাশফুল বাগানে গিয়ে পৌঁছালাম। আর এই সুন্দর খোলা আকাশ আর কাশফুলের ফটোগ্রাফি টা করলাম। চারপাশে হাজারো কাশফুল দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। আর এই শরৎকালের মধ্যে অন্যতম ফুল হলো কাশফুল। তাই আমি এই সুন্দর কাশফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আশা করি এই কাশফুলের ফটোগ্রাফি টা আপনাদের অনেক ভালো লাগবে।

20241007_111933.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

সূর্যাস্তের দৃশ্য :

এটা হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি। আর সূর্যাস্তের ফটোগ্রাফি করতে গেলে একটু ধৈর্য সহকারে ফটোগ্রাফি করতে হয়।কারণ অনেক চেষ্টা করলে একটি সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব হয়। আমার নিজেরও কিন্তু এই ফটোগ্রাফি করতে অনেক সময় লেগেছে। পাশেই একটি গাছ আর সেই গাছের ছায়ার পাশ থেকে এই সূর্যাস্তের ফটোগ্রাফি টা করলাম। শরৎকালের সময় খোলা আকাশের মধ্যে সূর্য অস্ত যাওয়ার সময় দেখতে অনেক ভালো লাগে। আর আমার কাছেও এই ফটোগ্রাফি টা করে অনেক ভালো লেগেছে। কারণ চারপাশে এখন শরৎকালের আবহাওয়া। তাই চারপাশের প্রাকৃতিক পরিবেশ গুলো দেখতে আরো ভালো লাগে। আশা করি আমার এই সুন্দর সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

20241007_172317.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য :

এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের চারপাশের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এই শরৎকালে চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর শরৎকাল মানেই তো সুন্দর খোলা আকাশ আর প্রাকৃতিক পরিবেশ। এই ফটোগ্রাফিটা আমি আমাদের গ্রামের পাশেই একটি প্রতিষ্ঠানের পাশ থেকে করেছিলাম। ফটোগ্রাফিটা করার সময় সবচেয়ে বেশি খোলা আকাশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। কারণ নীল আকাশের মধ্যে সাদা মেঘগুলো অনেক সুন্দর দেখায়। তাইতো এই শরৎকালে আকাশ গুলো অনেক সুন্দর লাগে। আর চারপাশে সবুজ শ্যামল গাছপালা তাই আরো বেশি ভালো লাগে দেখতে। সবমিলিয়ে আমার কাছে ফটোগ্রাফি টা অনেক ভালো লাগলো। আশা করি এই প্রাকৃতিক ফটোগ্রাফিটা আপনাদের অনেক ভালো লাগবে।

20241007_105346.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

কাশফুলের সাথে সূর্যাস্তের দৃশ্য :

এটা হচ্ছে সূর্যাস্তের সময় কাশফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টা করতে একটু বেশি সময় লেগেছিল। কারণ মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে এই ফটোগ্রাফিটা করার চেষ্টা করলাম। সবচেয়ে বেশি শরৎকালে সূর্যাস্তের সেই মুহূর্তটা অনেক বেশি ভালোভাবে উপভোগ করা যায়। তাছাড়া যদি কাশফুলের মাঝখান থেকে সূর্যাস্তের ফটোগ্রাফি করা হয় তাহলে সেই ফটোগ্রাফি টা আরো বেশি সুন্দর লাগে। আমার কাছে নিজের মতো করে এই ফটোগ্রাফি টা অনেক ভালো লাগলো। কারণ আমি কাশফুল এবং সূর্যাস্ত দুটোই অনেক পছন্দ করি। কারণ ছোট থেকেই এই কাশফুল নিয়ে অনেক মায়া জড়িয়ে আছে। ছোটবেলায় এই কাশফুল দিয়ে কতই না খেলাধুলা করতাম। আজকে সেই কাশফুলের সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আশা করি সূর্যাস্তের সময় এই কাশফুলের ফটোগ্রাফিটা আপনাদের ও ভালো লাগবে।

20241007_170941.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

জবা ফুল :

এগুলো হচ্ছে কয়েকটি কালারের জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুলকে তো আপনারা সবাই চিনেন। এই জবা ফুলের ফটোগ্রাফিটা আমি আমাদের বাড়ির পাশ থেকে করেছিলাম। কারণ আমাদের বাড়ির পাশে একটি বাড়ির সামনের দিকে কয়েকটি বিভিন্ন কালারের জবা ফুল গাছ আছে। আর এই শরৎকালে জবা ফুল কিন্তু প্রচুর দেখা যায়। তাছাড়া আমি গুগলে সার্চ করার পরে জবা ফুল শরৎকালের ফুল এই বিষয়টা জানতে পারলাম। তখনই আমি চিন্তা করলাম আমাদের পাশে যখন জবা ফুল গাছ আছে তখন নিজের মতো করে কিছু ফটোগ্রাফি করব। তাছাড়া আরো অনেক ফুল এই শরৎকালের সময় দেখা যায়। কিন্তু আমার হাতে কম সময় থাকার কারণে আমি শুধু জবা ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আশা করি এই কয়েকটি জবা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20220811_161827.jpg

IMG-20221123-WA0025.jpg

IMG_20220811_161559.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

শাপলা ফুলের কলি :

এটা হচ্ছে শাপলা ফুলের কলির ফটোগ্রাফি। আমার প্রত্যেকটি ফটোগ্রাফি থেকে এই ফটোগ্রাফি টা খুঁজে বের করতে অনেক বেশি কষ্ট হয়েছিল। কারণ অনেক জায়গায় শাপলা ফুল খোঁজাখুঁজি করার পরেও পাচ্ছিলাম না। এখন এই সময়ে শাপলা ফুল চারপাশে থাকার কথা। কিন্তু আমাদের এদিকে কয়েক জায়গায় শাপলা ফুল ছিল। কিন্তু কিছুদিন আগে শাপলা ফুলগুলো তুলে বিক্রি করা হয়েছিল। তাই সেই জায়গা গুলোতে শাপলা ফুল ছিল না। তাই এই ফুলের জন্য অনেক জায়গায় যেতে হয়েছিল। শেষমেষ যেও শাপলা ফুলের দেখা পেলাম সেও সেই গুলো শাপলা ফুলের কলি ছিল। তখন কিন্তু আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। কারণ এত কষ্ট করার পরেও ফুটন্ত শাপলা ফুল পেলাম না। তাই আমিও থেমে না থেকে শাপলা ফুলের কলির ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আশা করি এই শাপলা ফুলের কলির ফটোগ্রাফি টাই আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20241009-WA0004.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ফটোগ্রাফি গুলো করতে গিয়ে বেশ পরিশ্রম করেছেন দেখছি। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো আপু। নদী নীল আকাশ, প্রাকৃতিক দৃশ‍্য সবুজ প্রকৃতি, সূর্যাস্ত, কাঁশফুল,.শাপলা ফুল সবকিছুই ছিল আপনার ফটোগ্রাফি তে। অনবদ‍্য করেছেন ফটোগ্রাফি গুলো আপনি। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

আমি সব ধরনের ফটোগ্রাফি নিজের মত করে করার চেষ্টা করলাম ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। এত সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম

আপু প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শরতের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য পরবর্তীতে এভাবে পরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য। আপনার প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারন। ফটোগ্রাফিগুলোর মাধ্যমে আপনি শরৎকালের সৌন্দর্য তুলে ধরেছেন। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে।তবে কাশফুলের সাথে সূর্যাস্তের দৃশ্য টাইটেলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

আমার কাছে সব সময় নিজের মতো করে প্রতিযোগিতায় গুলো অংশগ্রহণ করতে অনেক ভালো লাগে

আপনার চমৎকার একটি পোস্ট দেখতে পারলাম। যেখানে আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন শরৎকালকে কেন্দ্র করে। কনটেস্টে দারুণভাবে উপস্থাপন করেছেন এই সময়ের দুর্দান্ত সব ফটো। যেখানে কাশফুল থেকে শুরু করে আরো অনেক কিছু। তবে আমি মনে করি শরতের কাশফুল আকাশের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগার।

এই ফটোগ্রাফির পিছনে অনেক সময় দিতে হয়েছিল আমাকে যাই হোক আপনার মন্তব্য পেয়ে আরো ভালো লাগলো

প্রতিযোগিত অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে।

আমার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম

আপনি চমৎকারভাবে প্রাকৃতিক দৃশ্য ফটো ধারণ করেছেন। অনেক অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই ফটোগ্রাফি। যেখানে প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা আকাশের সৌন্দর্য ফসলের মাঠ কাশফুল। সব মিলে দারুন ভাবে আপনি উপস্থাপন করেছেন আজকের এই অসাধারণ একটি পোস্ট। আশা করব বিজয়ীদের মধ্যে আপনিও একজন থাকবেন।

আমার নিজের কাছেও কিন্তু কাশফুল এবং আকাশের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো

ওয়াও চোখ জুড়ানো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে বার বার দেখতে ইচ্ছে করতেছে। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।ফটোগ্রাফির সাথে বর্ণনাও দারুণ ছিলো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

সত্যি বলতে যখন নিজের ফটোগ্রাফি গুলো দেখি তখন অনেক বেশি আমি নিজেও অবাক হই

এক কথায় আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে। সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে যা বলার মত না। কাশফুলের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়েছে। শরতের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলোকে সুন্দর করে ক্যামেরাবন্দি করেছেন। সবার কাছেই ভালো লাগবে আপনার ফটোগ্রাফি গুলো। অনেক ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

এবারে অনেক সময় দিয়ে ফটোগ্রাফি গুলো করলাম আপনাদের ভালো লেগেছে জেনে আরো খুশি হলাম

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মত কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো লাগছে। আমি তো এই ফটোগ্রাফি গুলো যত দেখছিলাম ততই ভালো লাগছিল। মুগ্ধ হয়ে এক নজরে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম ফটোগ্রাফি গুলোর দিকে।

চেষ্টা করলাম নিজের মতো করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার মন্তব্য পেয়ে আরো ভালো লাগলো

আপু আপনি এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনি শরৎকালীন বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি যেনো চোখ ফেরাতেই পারছি না। আমি আপনাদের মতো এত সুন্দর ফটোগ্রাফি করতে পারি না। তাইতো বসে বসে আপনাদের ফটোগ্রাফি গুলো উপভোগ করি। কাশফুল,শ্রভ সাদা মেঘের আড়ালে নীল আকাশ,জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন কিছু ফটোগ্রাফি দেখতে সুন্দর হলে নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগে আপনাদের ভালো লেগেছে যেন খুশি হলাম

শরতের সৌন্দর্য সবসময় অন্যরকম থাকে। আজকে আপনি দেখতেছি শরতের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কি চমৎকার শরতের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। এবং সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ভাবে মন্তব্য দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

পরবর্তী থেকে আরো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। একটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।