আর্ট :- রং কলম দিয়ে আঁকা কালারফুল বহো আর্ট।

in hive-129948 •  yesterday 

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সব সময় চেষ্টা করে আপনাদের মাঝে সুন্দর কিছু পেইন্টিং শেয়ার করার জন্য। তাই আজকে পেইন্টিং না করে চেষ্টা করলাম রং কলম দিয়ে একটি কালারফুল আর্ট করার জন্য। কারণ মাঝেমধ্যে এ ধরনের কালারফুল আর্ট গুলো অনেক ভালো লাগে। তাই আজকে একটি বহো আর্ট করার চেষ্টা করেছি। এই বহো আর্ট এর মাঝখানে চিকন দাগ গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়া এখন দেখি সবাই বেশ সুন্দর সুন্দর বহো আর্ট করে। কারণ এই ধরনের কালারফুল আর্টগুলো সবাই বেশ পছন্দ করে। তাই আমি নিজেও এ বাড়িতে চেষ্টা করলাম সুন্দর একটি আর্ট করার জন্য। মাঝেমধ্যেই চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট শেয়ার করার জন্য। আমার কাছে তো এই আর্ট করার পরে দেখে ভীষণ ভালো লাগলো। আশা করে আমার আজকের এই আর্ট আপনাদের সবার ও বেশ ভালো লাগবে।

IMG_20241221_182856.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর খাতার দুপাশে গারো গোলাপি রং কলম দিয়ে দুইটা অংশ রং করে নিয়ে নিলাম।

IMG_20241221_182406.jpg

ধাপ - ২ :

তারপর লাল এবং হালকা গোলাপি রং কলম দিয়ে আরো কিছু কিছু অংশ সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241221_182424.jpg

ধাপ - ৩ :

তারপর মাঝখানে একটি বড় পদ্ম ফুল এবং উপরের অংশে একটি পদ্ম ফুলের কলির মার্কার কলম দিয়ে এঁকে নিয়ে নিলাম।

IMG_20241221_182439.jpg

ধাপ - ৪ :

তারপর আবারও নিচের অংশে আরো একটি পদ্ম ফুলের কলি এবং কিছু পাতা মোটা মার্কার কলম দিয়ে এঁকে নিয়ে নিলাম।

IMG_20241221_182454.jpg

ধাপ - ৫ :

তারপর পদ্ম ফুলের পাতাগুলোকে মার্কার কলমের মাঝখানে চিকন চিকন কিছু দাগ টেনে এঁকে নিয়ে নিলাম।

IMG_20241221_182527.jpg

ধাপ - ৬ :

তারপর উপরের এবং নিচের অংশে পদ্ম ফুলের কলি গুলোকে একই রকম ভাবে চিকন চিকন দাগ টেনে এঁকে নিয়ে নিলাম।

IMG_20241221_182551.jpg

ধাপ - ৭ :

তারপর মাঝখানের বড় পদ্ম ফুলের আরো কিছু চিকন চিকন দাগ দিয়ে সুন্দর একটি বহো আর্ট করে নিলাম।

IMG_20241221_182630.jpg

শেষ ধাপ :

এভাবে আমি খুব সুন্দর একটি আর্ট করে নিয়ে নিলাম। আশা করে আমাদের কালারফুল আর্ট আপনাদের অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20241221_183007.jpg

IMG_20241221_182856.jpg

IMG_20241221_182733.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কলম দিয়ে কালারফুল অসাধারণ একটি চিত্রাংকন আপনি করলেন। আপনার চিত্র অংকন দক্ষতা যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আজকেরটা অসাধারণ ছিল।

বহো আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। তবে এগুলো কখনো ট্রাই করা হয়নি। আপনি খুব সুন্দর একটা আর্ট করেছেন আপু। বিভিন্ন রঙের কলম ব্যবহার করার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে সবগুলো ধাপ উপস্থাপন করেছেন। সুন্দর এই আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

রং কলম দিয়ে আঁকা কালারফুল বহো আর্ট অপূর্ব সুন্দর হয়েছে। কি দারুণ বহো আর্ট করেছেন আপু।আপনার আর্ট টি দেখে চোখ জুড়িয়ে গেলো। ধাপে ধাপে ধাপে চমৎকার সুন্দর করে বহো আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

আহা আপু, কী অপূর্ব ছবি এঁকেছেন। এরকম বোহ আর্ট দেখতে এতো ভালো লাগে কী বলব। অসাধারণ হয়েছে । আর রঙের চয়েসগুলোও পারফেক্ট।

রং কলম দিয়ে দুর্দান্ত একটি কালারফুল বহো আর্ট করেছেন আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের মাঝে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর আর্ট করলেন আপু আপনি। বিশেষ করে কালার কলম দিয়ে করা আর্ট গুলো খুবই সুন্দর হয়। আর যেহেতু আপনি বহো আর্ট করলেন দেখতে তো চমৎকার হয়েছে। বিভিন্ন কালারের সমন্বয়ে করার কারণে খুব সুন্দর গর্জিয়াস দেখাচ্ছে।

IMG_20241221_190723.jpg

কালারফুল এই সৌন্দর্যময় চিত্রটি থেকে মুগ্ধ হলাম। আসলে এত সুন্দরভাবে আপনি কালারফুল ডিজাইনগুলো করে থাকেন দেখতেই যেন ভালো লাগে।

আজ আপনি একটা ভিন্ন রকমের বহো আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর বহো আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বহো আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রং কলম দিয়ে আঁকা কালারফুল বহো আর্ট তৈরি করে শেয়ার করেছেন। সত্যি প্রতিনিয়ত আপনার হাতের কাজ দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই আপু। আসলে পোস্ট তৈরির মধ্যে ভিন্ন ধরনের কালারিং পেন ইউজ করেছেন বলেই দেখতে এত বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি সচরাচর খুব সুন্দর আর্ট এবং ডাই পোস্ট করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়।তবে আজকের বোহ আর্টটি চোখ ধাঁধানো এবং কালারফুল হওয়ায় আকর্ষণীয় হয়েছে। কালার কম্বিনেশন গুলো একদম ঠিকঠাক।

আপনি সবসময় অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর আর্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ধরনের আর্ট গুলো করতে আর দেখতে। অনেক সুন্দর এবং কালারফুল ভাবে আপনি আজকের এই আর্ট করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। আশা করি সুন্দর সুন্দর আর্ট গুলো সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন এরকম ভাবে।

কলম দিয়ে সুন্দর একটি আর্ট করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর এবং কালারফুল হয়েছে। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দেখে খুবই খুশি হলাম।