10+ steem পাওয়ার আপ

in hive-129948 •  2 days ago 

হ্যালো বন্ধুরা

আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে সিজন ৪ এ নিজের পাওয়ার আপের সপ্তাহ শুরু করলাম। আর দেখতে দেখতে আমি আমার তৃতীয় টার্গেট তৃতীয় ডলফিন হয়েছি। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়। এরজন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই এবারে আবারো চতুর্থ ডলফিন হওয়ার টার্গেট নিয়ে শুরু করলাম। আশা করি খুব তাড়াতাড়ি চতুর্থ ডলফিনে পদার্পণ করবো। আজকে আমি 10+ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।এটা আমার জন্য অনেক আনন্দের।

IMG-20240113-WA0000.jpg

আজকে আমি 10+ স্টিম পাওয়ার আপ করেছি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তাই সব সময়ের মতো আজকেও আমি পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে শক্তি বৃদ্ধি করা। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ও ততবেশি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি 10+ স্টিম পাওয়ার আপ করেছি।

IMG_20241220_170253.jpg

ধাপ -২

এখানে আমি 10+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।

IMG_20241220_170305.jpg

ধাপ শেষ -৩

IMG_20241220_170317.jpg

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপের স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। । আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার দ্বিতীয় ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে । তৃতীয় ডলফিন হয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে দেখে নিজের খুব আনন্দ হচ্ছে। এখন আমার পরবর্তী টার্গেট হলো চতুর্থ ডলফিন হওয়া। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে চতুর্থ ডলফিন হয়ে যাব।

সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। যাতে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারি। এটা বলে আমি শেষ করলাম।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

IMG_20241220_173426.jpg

কথায় আছে যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। যে যত বেশি পাওয়ার আপ করবে, সে তত বেশি সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। এমনকি নিজের লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। নিজেদের একাউন্টের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হয় পাওয়ার আপের কারণে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে পাওয়ার বৃদ্ধি করা। আপনার পাওয়ার আপ দেখলে সবাই অনেক বেশি উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি। প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে এভাবেই এগিয়ে যেতে থাকুন।

আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১৫,০৭৩+ এসপি তে পৌঁছে গেলেন আপু। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পরবর্তী সিজনে আপনি চতুর্থ ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

দেখতে দেখতে আপনি আপনার ১৫ হাজার স্টিম পাওয়ারের লক্ষ্যটা পূরণ করে নিয়েছেন। এখন আবারও পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো। প্রতিনিয়ত এভাবে পাওয়ার আপ করার ফলে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আপনি। আশা করি পরবর্তী সিজনে আপনার পরবর্তী টার্গেটটাও পূরণ হয়ে যাবে।

পাওয়ার আপ করা হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন নিজের অ্যামাউন্ট শক্তি বৃদ্ধি করার জন্য। তবে পাওয়ার আপ করে কোন লক্ষ্য পূরণ করলে অনেক ভালো লাগে। আশা করি স্বপ্ন পূরণ করেন পাওয়ার আপ এর মাধ্যমে । এবং নিজে পাওয়ার আপ করা অন্যকে পাওয়ার আপ করতে উৎসাহিত করা।

সক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি বেশ চমৎকারভাবে একটু একটু করে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। এই যাওয়াটা আরো অনেকদূর এগিয়ে নিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।