DIY (এসো নিজে করি) রঙ্গিন পেপার দিয়ে ছোট ফুলের ওয়ালমেট ১০% @shy-fox

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের কাজ। এইরকম রঙ্গিন পেপার দিয়ে অনেক কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে। তাই আমার হাতে তৈরি এই সুন্দর জিনিস গুলো আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211103-WA0035.jpg

উপকরণ :

• রঙ্গিন পেপার
• কাঁচি
• জলরং
• তুলি
• পেন্সিল
• রাবার

IMG_20211103_175358.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে সুন্দর ভাবে একটা বৃত্ত এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে অনেক সুন্দর ভাবে একটা বৃত্ত কেটে দিলাম।

IMG_20211103_175524.jpg

IMG_20211103_175558.jpg

IMG_20211103_175717.jpg

ধাপ ২ :

তারপর অনেক সুন্দর একটা বৃত্ত কেটে নিলাম। তারপর সেই বৃত্ত টাকে কালো রং দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম। এইভাবে পুরো বৃত্তটা কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20211103_175804.jpg

IMG_20211103_175831.jpg

IMG_20211103_175902.jpg

ধাপ ৩ :

তারপর সুন্দর একটা রঙ্গিন পেপার নিয়ে নেই। তারপর সেই রঙ্গিন পেপারটার উপরে পেন্সিল দিয়ে সোজা সোজা করে কিছু দাগ টেনে নিলাম। তারপর কাঁচি দিয়ে সোজা করে কেটে নিলাম।

IMG_20211103_175936.jpg

IMG_20211103_180040.jpg

IMG_20211103_180122.jpg

ধাপ ৪ :

তারপর সেই লম্বা কাগজ গুলোর উপরে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের সাথে কাগজটা উল্টা করে লাগিয়ে নিলাম। তখন চিকন কাগজ টা দেখতে লম্বা ফুলের মতো মনে হয়। এইভাবে অনেকগুলো তৈরী করে নিলাম।

IMG_20211103_180220.jpg

IMG_20211103_180245.jpg

IMG_20211103_180307.jpg

ধাপ ৫ :

তারপর সেই গোল বৃত্তটার সাথে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের সাথে কাগজের লম্বা লম্বা ফুলগুলোর বসিয়ে নিলাম। এভাবে সেই গোল বৃত্তটার চারপাশে পুরো লম্বা চুল গুলো লাগে নিলাম।

IMG_20211103_180339.jpg

IMG_20211103_180409.jpg

IMG_20211103_180513.jpg

IMG_20211103_180536.jpg

ধাপ ৬ :

তারপর সেই লম্বা কাগজ গুলোর উপরে দুবার করে ফুল বসিয়ে নিলাম। দুবার করে বসানো কারণে গোল বৃত্ত টা দেখতে আরো সুন্দর লাগে। এই ভাবে পুরোটা গোল বৃত্ত ওপরে বসিয়ে দিলাম।

IMG_20211103_180601.jpg

IMG_20211103_180646.jpg

IMG_20211103_180849.jpg

ধাপ ৭ :

তারপর আরো একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই পেপারটার উপরে পেন্সিল দিয়ে একটা ফুল এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে ফুলটা কেটে দিলাম। এইভাবে বিভিন্ন কালারের অনেকগুলো ফুল সুন্দর ভাবে কেটে নিলাম।

IMG_20211103_181442.jpg

IMG_20211103_181505.jpg

IMG_20211103_181522.jpg

IMG_20211103_181612.jpg

ধাপ ৮ :

তারপর সেই গোল বৃত্তের মাঝখানে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে ছোট ছোট ফুলগুলো বসিয়ে নিলাম। এইভাবে পুরো বৃত্তটার মাঝখানে বিভিন্ন কালারের ফুলগুলো বসিয়ে নিলাম।

IMG_20211103_181102.jpg

IMG_20211103_181841.jpg

IMG_20211103_181929.jpg

ধাপ ৯ :

তারপর অনেকগুলো পুঁথি নিয়ে নিলাম। যাতে সেই পুঁথিগুলো ফুলগুলোর মাঝখানে সুন্দরভাবে বসাতে পারি। তারপর বিভিন্ন কালারের পুঁথি গুলোর উপরে গাম লাগিয়ে নিলাম।

IMG_20211103_182006.jpg

ধাপ ১০ :

তারপর ঘামের উপরে পুঁথিগুলো বসিয়ে নিলাম। এইভাবে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিলাম। এই ওয়ালমেট টা দেখতে অনেক সুন্দর হয়েছে।

IMG_20211103_182040.jpg

IMG_20211103_182251.jpg

শেষ ধাপ :

আমার নিজের হাতে তৈরি করা ওয়ালমেট টা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের খুব ভাল লাগবে আমার হাতের এই ওয়ালমেট।

IMG-20211103-WA0036.jpg

IMG-20211103-WA0034.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211103-WA0033.jpg

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফুলের ওয়ালমেট টি দারুন সুন্দর হয়েছে।রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।ধাপ গুলি খুবই সুন্দর করে বুঝিয়েছেন দেখে ভালো লাগল।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু

রঙিন কাগজ দিয়ে অসাধারন একটি ওয়ালমেট বানিয়েছে।দেখতে খুবই সুন্দর লাগছে।আর প্রতিটা ধাপ খুব সুন্দর সহজ ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে

অসাধারণ সন্দুর হয়েছে।শুভকামা রইল।

আপু আপনার ওয়ালমেট টা খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর করে ফুলের কালার গুলো পছন্দ করেছেন । যা দেখতে খুবই ভালো লাগছে। সবমিলে আপনার ওয়ালমেটটা চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

ওয়াও আপনার ওয়ালম্যাট টি অনেক সুন্দর হইসে ।এটি দেখতেও অনেক ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে

ওয়াও আপু,খুবই অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন। আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। আপু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপু

আপু আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি খুবই সুন্দর করে বানিয়েছেন। এবং আপনার এই ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লেগেছে। এবং অনেক পরিশ্রম করে বানিয়েছেন ছোট ফুলের রঙিন কাগজের ওয়ালমেট টি। আমাদের সাথে এত সুন্দর একটা ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। দারুণভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।আপনার ধাপ গুলো দেখে সহজেই আমি এই ওয়ালমেট তৈরি করতে পারব। ধন্যবাদ আপনাকে আপু।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

অনেক সুন্দর হয়েছে আপু আপনার ওয়ালমেট টি। এটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। প্রথমে দেখে ভেবেছিলাম এটি বানানো কঠিন হবে পরে আপনার সম্পূর্ণ পোস্ট দেখার পর বুঝলাম এটি অতোটা কঠিন কাজ নয়। ওয়ালমেট এর চারদিকে চিকন কাগজের গোল করে যে ডিজাইন গুলো করেছিলেন সেগুলো সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু আমার পুরো পোস্ট টা সুন্দর ভাবে দেখার জন্য

আপু আমি আপনার সব পোস্ট গুলো দেখি,আপনি অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেন। রঙিন কাগজ চিকন করে কেটে, আবার রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে পুঁথি লাগানোর জন্য সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সুন্দর ওয়ালমেট টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া আমার সব পোস্টগুলো দেখার জন্য

রঙ্গিন পেপার দিয়ে খুবই সুন্দর ওয়ালেট তৈরি করেছেন। এটি দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে

সত্যিই এত সুন্দর লাগছে ছবিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। সবথেকে ভালো লাগলো। ফুল গুলো চারিপাশ আপনি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভাল ছিল

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানাইছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন সেই রকম লাগতেছে। পুঁতি লাগনোর কারণে ওয়ালমেটটির সুন্দর্য্য অনেক বৃদ্ধি পাইছে। শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য

রঙিন কাগজ দিয়ে ফুল অসাধারণ হয়েছে।আপনার হাতের কাজের সত্যি কোন তুলনা হয় না। আপনার প্রত্যেকটি হাতের কাজ সবসময়ই খুব সুন্দর হয় আর এই হাতের কাজ টাও খুব সুন্দর ভাবে আপনি বানিয়েছেন। দেখে ভীষণ ভালো লাগছে।আর প্রত্যেকটি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ আপু

আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ছোট ফুলের ওয়ালমেট আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর সবচেয়ে বেশি ভাল লেগেছে আপনার পুরো কাজটির ছবি তোলা গুলো। প্রত্যেকটা ধাপের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। আপনার প্রত্যেকটা কাজ আমার খুব পছন্দের।

অনেক ধন্যবাদ আপু আমার পোস্টে সুন্দর ভাবে দেখার জন্য

খুবই সুন্দর হয়েছে আপু। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। এতো সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু

আপনার ওয়ালমেটটা অনেক সুন্দর হয়েছে। কাগজের চিক চিক কের গোল করে দেপয়ার বিষয়টা আমার কাছে বেশ সুন্দর লেগেছে।

অনেক সুন্দর হয়েছে আপনার কাগজের তৈরি ওয়ালমেটটা।
শুভ কামনা রইল, আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

রঙ্গিন পেপার দিয়ে ছোট ফুলের অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দারুন ভাবে কাগজ কেটে অনেক চমৎকার ভাবে ফুল তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

চমৎকার লাগছে ওয়ালমেট টি। এত সুন্দর প্রতি টা স্টেপের বর্ণনা। মুগ্ধ হয়ে দেখলাম। রংবেরঙের ফুলের মাঝে পুথি লাগিয়ে সৌন্দর্যের আলাদা একটি মাত্রা যুক্ত হয়েছে। অনেক অনেক শুভ কামনা রইলো দিদি।

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য