shy-fox
দাদার পোস্ট থেকে সংগৃহীত,
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি ভিন্ন ধরনের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এর আগে আমি আর কখনো এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই। আসলে টোকেন সম্পর্কে আমার ধারণা খুব কম ছিল স্টিমেট প্ল্যাটফর্মে আসার আগে। কিন্তু কখনো কোনো টোকেন স্টিম ব্যতীত buy করি নাই। কিন্তু যখন দেখলাম আমার বাংলা ব্লগ কমিউনিটির নিজস্ব টোকেন আনা হয়েছে তখন অনেক ভালো লেগেছে। শুনেই আনন্দ লেগেছিল।
এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কনটেস্টের পার্টিসিপেট করেছি। যেমন আর্ট, ডাই, রেসিপি, অরিগ্যামি, ইত্যাদি। কিন্তু কমিউনিটির মধ্যে পুরোই ভিন্ন ধরনের একটি প্রতিযোগিতা ছিল PUSS টোকেন হোল্ড করার প্রতিযোগিতা। আসলে সবাই চায় সবার উপরে কেনার জন্য। কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি PUSS buy করেছি। সত্যি বলতে আমি এই প্রতিযোগিতা দেওয়ার আগ মুহূর্তে PUSS buy করেছি। যার কারনে কোন ধরনের স্ক্রিনশট শেয়ার করতে পারি নাই।
কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই ইচ্ছে করতেছিল। যার কারনে মূল ছবিটি ব্যবহার করে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রথমত আমি চিন্তা করেছিলাম, সবগুলো puss বিক্রি করে দিয়ে আবার কিনবো। কিন্তু এমন কাজ করলে আমার অনেক বেশি টোকেন লস হয়ে যাবে। যার কারনে আমি এ কাজটি করি নাই। লেখার মাধ্যমে আমি এর প্রতিযোগিতায় জয়েন করার চেষ্টা করলাম। আমার জানামতে আমি যেকোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। তাই আজকের প্রতিযোগিতায়ও আমি ভিন্নভাবে জয়েন করলাম। স্ক্রিনশটগুলো না দেওয়ার জন্য অনেক বেশি দুঃখিত।
আসলে আমি এই টোকেন নিয়ে অনেক বেশি আশাবাদী। আমার বাংলা ব্লগ পরিবারের সব ইউজার এই টোকেন দিয়ে অনেক প্রফিট করবে। তাদের জীবন উজ্জ্বল হবে। ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের সবার প্রিয় দাদা আমাদের সবার ভালোর জন্য এই টোকেন তৈরি করেছেন। সবাইকে বলতেছেন সবার কাছে কমপক্ষে ৫ হাজার টোকেন হলেও রাখার জন্য। যেন ভবিষ্যতে সবার কাজে আসে। আসলে যে কোন টোকেন একটা সময় গিয়ে অনেক উপরে উঠে। কিন্তু শুরুর দিকে যারা এই টোকেন নিয়ে কাজ করে তাদের কাছে থাকে না।
সবাই বিক্রি করে চলে যায়। এজন্য আমি চেষ্টা করব আমার এই টোকেন দীর্ঘ সময়ের জন্য রাখার জন্য। আমি আশা করি যারা দীর্ঘসময়ে এই টোকেন রাখবে তাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে দিবে। আমার মত যারা অল্প অল্প করে কিনতেছেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে। আগামী দিনেও আমি আস্তে আস্তে অল্প অল্প করে কেনার চেষ্টা করব। যেন ভবিষ্যতে এগুলো দিয়ে ভালো কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া।
এখানে আমি মোট ১৪০৭০০ puss টোকেন কিনেছি।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1830642033557635418?t=oEZWKqSrgR2kSfwzSMqszA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ বেশ বড় এমাউন্ট নিয়েই তো দেখছি আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। আসলে এখন কমিউনিটির সবাই বেশ বুঝতে পারছে যে এমন একটি পুশ আমাদের ওয়ালেটে রাখাটা সত্যি বেশ জরুরী।শুভ কামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি কমিউনিটির প্রত্যেকটি কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই এটা খুবই নতুন ধরনের প্রতিযোগিতা।আর আপনি এতে অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।আপনিও অনেক পুশ কিনেছেন দেখলাম তবে স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছিলেন জেনে খারাপ লাগলো।যদিও মাঝে মাঝেই এমন হয়ে থাকে, শুভকামনা রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে এই কাজটা করে আমার নিজের কাছেও বেশ ভালো লাগলো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"ধন্যবাদ সবাইকে! 🙏💖 I'm so glad you're enjoying our content! 💡 Keep sharing your thoughts, ideas, and creativity with us - we love seeing what you come up with! 🌟 And don't forget to participate in the discussion by commenting below. We want to hear from YOU! 😊
By the way... 🤔 If you appreciate the work we do here, please consider voting for our witness, xpilar.witness! 👉 https://steemitwallet.com/~witnesses Your vote means a lot to us and helps us continue contributing to the growth and success of the Steem community. Thank you! ❤️"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit